আইসিই পরিচালকের আদালতে হাজির করার আদেশ মিনেসোটা ফেডারেল বিচারকের
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একজন ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়নসকে শুক্রবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশ অমান্যের কারণে তাকে আদালত অবমাননার মুখোমুখি করা হতে পারে বলেও সতর্ক করেছেন বিচারক।
মার্কিন জেলা বিচারক প্যাট্রিক শিল্টজ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সাত দিনের মধ্যে এক অভিবাসন বন্দিকে বন্ড শুনানি দেওয়ার কথা থাকলেও আইসিই তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। কেন এই নির্দেশ মানা হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দিতেই টড লায়নসকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে বলা হয়েছে।
গত শনিবার মিনেসোটার মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটির মৃত্যুর ঘটনার পরই এই সিদ্ধান্ত এসেছে।
এই ঘটনায় মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী অভিযানের প্রধান মুখ ও বর্ডার পেট্রলের প্রধান গ্রেগরি বোভিনো শহরটি ছেড়ে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ।