আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বলছে, হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। চোখ রাখুন বিবিসি বাংলায়…

সরাসরি কভারেজ

  1. আইসিই পরিচালকের আদালতে হাজির করার আদেশ মিনেসোটা ফেডারেল বিচারকের

    যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একজন ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়নসকে শুক্রবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

    আদালতের আদেশ অমান্যের কারণে তাকে আদালত অবমাননার মুখোমুখি করা হতে পারে বলেও সতর্ক করেছেন বিচারক।

    মার্কিন জেলা বিচারক প্যাট্রিক শিল্টজ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সাত দিনের মধ্যে এক অভিবাসন বন্দিকে বন্ড শুনানি দেওয়ার কথা থাকলেও আইসিই তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। কেন এই নির্দেশ মানা হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দিতেই টড লায়নসকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে বলা হয়েছে।

    গত শনিবার মিনেসোটার মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটির মৃত্যুর ঘটনার পরই এই সিদ্ধান্ত এসেছে।

    এই ঘটনায় মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী অভিযানের প্রধান মুখ ও বর্ডার পেট্রলের প্রধান গ্রেগরি বোভিনো শহরটি ছেড়ে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

  2. প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের কর কাঠামো পুনবিন্যাস করার বিষয়ে সুপারিশ প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি।

    জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি সোমবার বিকালে প্রধান উপদেষ্টার কাছে ওই প্রতিবেদন জমা দেয়, যেখানে স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা সুপারিশ করা হয়েছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, কমিটির প্রতিবেদনে বাংলাদেশের কর ব্যবস্থাকে অপ্রয়োজনীয়ভাবে জটিল, অদক্ষ এবং পরোক্ষ করের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, খণ্ডিত সংস্কারের পরিবর্তে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কর ব্যবস্থার মৌলিক ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।

  3. বিএনপি এতই খারাপ হলে দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি? – প্রশ্ন তারেক রহমানের

    "একটি রাজনৈতিক দল আজ পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা বিএনপির বিরুদ্ধে ব্যবহার করছে। তাদের বক্তব্য, দুর্নীতিতে নাকি বিএনপি চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও দু'জন সদস্য সরকারে ছিল। ছিল না? বিএনপি যদি এতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি?"

    মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এসব কথা বলেন।

    ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার গঠন করার পর, সেই সরকারে জামায়াতে ইসলামীর দুইজন নেতা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। তারা ছিলেন জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী ও তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

    এর মধ্যে মতিউর রহমান নিজামী প্রথমে কৃষি, পরে শিল্প মন্ত্রী হয়েছিলেন আর আলী আহসান মুজাহিদ হয়েছিলেন সমাজকল্যাণ মন্ত্রী।

    নিজের করা প্রশ্নের উত্তর তারেক রহমান নিজেই দিয়েছেন। তার ব্যাখ্যায়, ওই দু'জন "পদত্যাগ করেনি, কারণ তারা ভালো করেই জানতো খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করছে। তারা ভালো করেই জানতো, খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে, খালেদা জিয়ার সময়ে দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল।"

    তারেক রহমানের দাবি, "খালেদা জিয়া যখন ২০০১ সালে খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতির কড়াল গ্রাস থেকে বের হওয়া শুরু করলো।"

    "যেই দল আজকে বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কতবড় মিথ্যা কথা বলছে।"

  4. হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

    হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না – বলেছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডি'র সভাপতি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম।

    নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, তাদের অনুষ্ঠান ঠিকভাবেই চলছিলো। কিন্তু "হঠাৎ করেই এই নির্বাচনী এলাকার প্রার্থী দলবলসহ এখানে অনুপ্রবেশ করে এবং তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে আমাদের মঞ্চের ক্ষতি হয়। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। যেকোনো প্রার্থী যদি পিঠা উৎসব চলাকালীন সময়ে আসতে চায়, কুশল বিনিময় করতে চায়, সেটি কলেজের প্রিন্সিপ্যালকে যদি অবহিত করতেন। তাহলে বিশ্বাস করি যে উনি নিজেই ব্যবস্থা নিতেন।"

    এ সময় কলেজের অধ্যক্ষ কর্নেল (অব:) ইমরুল কায়েসও বলেন, "আমরা স্টল পরিদর্শন করছিলাম। হঠাৎ দেখি গেটের মাঝে প্রচণ্ড ভীড়। অনেকগুলো লোক, ক্যামেরাম্যান নিয়ে, একসাথে ঢোকার চেষ্টা করছে। তখন দেখি ঢাকা-৮ আসনের জনৈক প্রার্থী, যার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই বা উনি আসবেন, সে বিষয়ে আমায় কেউ অবহিতও করে নাই। উনি আসবেন জানলে আমরা নিশ্চয়ই আগে থেকে ব্যবস্থা নিতাম।"

    কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা যদিও বলছেন যে কেউ-ই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না।

    তবে ডিম নিক্ষেপের ঘটনার পরে এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে তার বেলা ১২টার দিকে আমন্ত্রণ ছিল আর মির্জা আব্বাসের ছিল দুপুর ২টায়।

    এদিকে, মির্জা আব্বাসকে আবার গণমাধ্যমে বলতে শোনা গেছে, তার সেখানে যাওয়ার কথা ছিল বিকাল ৫টায়।

  5. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন মির্জা আব্বাস

    হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার পেছনে বিএনপিকে, বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দুষছে এনসিপি।

    কিন্তু এনসিপি নেতাদের এই অভিযোগকে অস্বীকার করে মির্জা আব্বাস আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "নির্বাচন ভণ্ডুল করার জন্য যারা চেষ্টা করছে, এটা তাদেরই কাজ। আমাদের কাজ না। নির্বাচন আমাদের আকাঙ্খিত ফসল। আমরা আদায় করেছি আন্দোলন করে।"

    "সুতরাং, নির্বাচন ভণ্ডুল করার কোনো কারণ আমাদের নেই। আমি সকাল ১০টা থেকে প্রচারণা চালাচ্ছি, কোথায় কী ঘটতেছে বাংলাদেশে, আমার কাছে কোনো খবর নাই। আমি আমার এলাকা নিয়ে আছি।"

    মির্জা আব্বাসের সমর্থকদের বিরুদ্ধে এনসিপি'র নেতা-কর্মীকে আক্রমণ করার যে অভিযোগ উঠছে, সেটিকে সম্পূর্ণভাবে "মিথ্যা কথা" উল্লেখ করে মির্জা আব্বাস আরও বলেছেন, "আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করি। এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপজিট প্রার্থীর ওপর হামলা করে নাই। কোনো রেকর্ড নাই। এগুলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে। তবে ওরা উস্কানি দিচ্ছে, যাতে হামলা করা হয়।"

    বাসস-এর আরেকটি খবরে মির্জা আব্বাসকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে, ''চাঁদাবাজির তকমা লাগিয়ে নির্বাচন করা যাবে না। যারা এসব অভিযোগ তুলছে, প্রকৃত চাঁদাবাজি তারাই করছে। তাহলে চাঁদাবাজদের গ্রেফতার করা হচ্ছে না কেন? যারা লাল কার্ড দেখানোর কথা বলছেন, ১২ তারিখে জনগণই তাদের লাল কার্ড দেখাবে''।

    বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আজ মঙ্গলবার বিকেলে ঢাকার মালিবাগের গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় আক্ষেপ করে বলেন, ''আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি আমার দোষ। এটাকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কোথায় কী হয়ে যায়, সব দোষ যেন আমারই''।

  6. নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই।

    আজ গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    বার্তা সংস্থা বাসস-এর খবর অনুযায়ী, "পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে থেকে তার নেতা-কর্মীদের বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, এর ফলে জাতীয় নির্বাচনে দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে কিনা", সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, "দেশ অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই।"

    "তাদের যদি (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) সাহস থাকতো তারা দেশে এসে কথা বলতো। তারা আইনের আওতায় আছে। আইনের আশ্রয় নিয়ে এসে বলতো। যেহেতু সাহস নেই, এজন্য পালিয়ে থেকে বলছে।"

    তিনি বলেন, "এখানেও এখন তাদের ওই রকম সাপোর্টার নেই। তাদের যে সাপোর্টার ছিল ও যে সন্ত্রাসীগুলো ছিল তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। তারা বিভিন্ন দেশে চলে গিয়েছে, বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।"

    "ফ্যাসিস্ট জঙ্গি যেগুলো ছিল, এই জঙ্গিগুলো কিন্তু দেশ থেকে চলে গেছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা অনুরোধ করবো, এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশ যেন আবার ফিরিয়ে দেয়," যোগ করেন তিনি।

  7. ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না : নোয়াখালীতে নির্বাচন কমিশনার সানাউল্লাহ

    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। খবর বার্তা সংস্থা বাসস-এর।

    তিনি বলেন, একই সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

    আজ মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, এবারে সকলের মধ্যে ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। আমাদের সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা, যেন সবাই শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা যায় দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা প্রধান করে। সবাই নিজের ভোটরকে সঙ্গে করে নিয়ে আসুক এটাতে কোনো বাধা নেই। তবে নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

    তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। প্রবাস থেকে যে ভোটগুলো আসবে, ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে তা সরাসরি ডেলিভারি করবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আসে, সেগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

  8. ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোটকেন্দ্রে থাকতে হবে: তারেক রহমান

    ১২ই ফেব্রুয়ারি, ভোটের দিন সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে সতর্ক থাকতে হবে।

    আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

    তার ভাষায়, "সকলকে সাথে নিয়ে ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। আর ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না, (ভোটকেন্দ্রে) থাকতে হবে, কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে।"

    তার এই বক্তব্যের ব্যাখ্যা তিনি নিজেই দেন। তার মতে, বহু বছর হয়ে গেছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি।

    "এর আগে বিভিন্ন জন আমাদের ভোট লুটপাট করে নিয়ে গেছ। তাই আমাদের সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিতে না পারে। পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে?"

    তার এই প্রশ্নের উত্তরে হ্যাঁসূচক ধ্বনি ভেসে আসে উপস্থিত জনতার দিক থেকে।

    এসময় তিনি শুধু মুসলিমদের উদ্দেশ্যেই না, অন্য ধর্মের, এমনকি অন্য সংস্কৃতির ভোটারদের প্রতিও একই ধরনের আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো এবং ২০২৪ সালের আন্দোলনেও জাত-পাত বিচার না করে সবাই "সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।"

    তাই, এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও "ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে থাকতে হবে।"

  9. পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের

    ঢাকার রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা "মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে" ঘটেছে এবং "ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে," বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।

    আজ মঙ্গলবার (২৭শে জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

    এই হামলাকে "পরিকল্পিত সন্ত্রাসী হামলা" হিসেবে অভিহিত করে তিনি হুঁশিয়ারি দেন, "আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন; এইটা আমরা এই বাংলাদেশে হইতে দিবো না...। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, দেখতে চাই এর ব্যবস্থা কী নেয়। কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কী ব্যবস্থা নেয়।"

    "এরপর বাকি জবাব আমরা রাজপথে দিবো, ১২ তারিখে," যোগ করেন তিনি।

    এখানে উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করছেন এনসিপি'র নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই একই আসনে আছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

    তাই, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করার ঘটনার পর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, "আগে যা করছেন করছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো। জনগণ সিদ্ধান্ত নিবে, তারা কাকে ভোট দিবেন। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ ১২ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে, কে বেয়াদব আর কে গ্যাংস্টার। কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।"

    এসময় এই তরুণ নেতা আরও বলেন যে কিছু হলেই জামায়াতের অতীত নিয়ে কথা বলা হয়।

    "কিন্তু তাদের (বিএনপি'র) নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ২০০১ থেকে ২০০৬, বাংলাদেশের মানুষ ভুলে নাই। অতীত ধরে কথা বললে সবার অতীত ধরে আমরাও কথা বলবো।"

  10. আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।

    উভয় পক্ষের শুনানি ও যুক্তি উপস্থাপন শেষে আজ মঙ্গলবার বিচারিক প্যানেলের সদস্য মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে আদেশ দেন, খবর বার্তা সংস্থা বাসস-এর।

    আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন (আর্গুমেন্ট) করে আসামিদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়। অন্যদিকে, আসামীদের খালাস চেয়েছেন তাদের আইনজীবীরা।

    এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীম। আর, বেরোবির তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল গণি টিটো এবং পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া।

    এ মামলায় গত ৩০শে জুন বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার ৩০ জন আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেফতার রয়েছেন।

  11. কলকাতায় মোমো কারখানায় আগুনে পুড়ে আট জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ১৪

    দক্ষিণ পূর্ব কলকাতায় একটি মোমো তৈরির কারখানা আর সংলগ্ন গুদামে সোমবার ভোররাতে আগুন লাগার পরে মঙ্গলবার দুপুরেও তা পুরোপুরি নেভানো যায়নি। ওই ঘটনায় এখন পর্যন্ত আটজনের দেহাংশ উদ্ধার করা গেছে বলে দমকল সূত্রগুলো জানাচ্ছে।

    এছাড়া আরও অন্তত ১৪-১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে তাদের পরিবারগুলো দাবি করেছে। তাদের দাবি, নিখোঁজ ব্যক্তিরা আগুন লাগার সময়ে গুদাম আর কারখানাতেই ছিলেন। নিখোঁজদের অনেকেরই হয়ত আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    তবে সরকারিভাবে নিখোঁজদের সংখ্যা সম্বন্ধে কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দুপুরে এক্স হ্যান্ডেলে ১৪ জন নিখোঁজের একটি তালিকা দিয়েছেন।

    দমকল কর্তৃপক্ষ বলছেন যে সোমবার ভোররাতে দক্ষিণ পূর্ব কলকাতার আনন্দপুর এলাকার একটি ডেকরেটার্সের গুদাম থেকে আগুন লাগে এবং দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে গুদাম লাগোয়া একটি খ্যাতনামা ব্র্যান্ডের মোমো কারখানায়। ডেকরেটারের গুদাম আর মোমো কারখানা – দুই জায়গাতেই প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল।

    সংবাদ সংস্থা এএনআই এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে, যাদের দাবি যে তাদের পরিবারের সদস্য ওই গুদাম আর কারখানায় সোমবার রাতে ছিলেন।

    উত্তম সাহা নামে এক ব্যক্তি বলেছেন যে তার বোনের স্বামী কৃষ্ণেন্দু সাহা নিখোঁজ রয়েছেন। তিনি ডেকারের গুদামে কাজ করতেন। বারবার ফোন করেও তা বন্ধ পেয়েছেন তারা।

    মৌসুমি হালদার এএনআইকে জানিয়েছেন, “ভোর তিনটে নাগাদ আমার স্বামী ফোন করে বলেন যে আমি আর বাঁচব না, তোমাদের কাছে ফেরা হলো না"।

    সোমবার সারাদিন রাত চেষ্টার করেও আগুন নেভানো যায়নি, মঙ্গলবার সকালেও ধিকি ধিকি আগুন জ্বলতে দেখা যাচ্ছে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, “এখানে যে নির্মাণ ছিল, তা কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। রাতে গোডাউনের ভেতরে উত্তাপ ছিল অত্যধিক। সে কারণেই রাতে উদ্ধারকাজ শুরু করা যায়নি"।

    ওই কারখানা আর গুদামে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

  12. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপ

    জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ করা হয়েছে।

    আজ মঙ্গলবার ঢাকার রমনায় নির্বাচনী প্রচারণা করার সময় এই ঘটনা ঘটে।

    ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা ঘটার সময় মি. পাটওয়ারীকে কিছুক্ষণের জন্য রাগান্বিত হতে দেখা গেলেও পরে তাকে আবার হাসিমুখে দেখা যায়।

    এদিকে, প্রচারণা সভায় আগতদের মধ্য থেকে তখন "ভুয়া ভুয়া" স্লোগান শোনা যায়।

    এর আগে, গত শুক্রবার ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময়ও তার ওপর ডিম এবং সাথে ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছিলো।

  13. বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না: উপদেষ্টা ফাওজুল কবির খান

    সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    আজ সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    তার ভাষায়, "পে-স্কেলের বিষয়ে একটা বিভ্রান্তি কাজ করছে। অনেক বছর ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল পে কমিশন করার। সেই পে কমিশন করা হইছে এবং সেটার রিপোর্ট শুধু দেওয়া হইছে। এটা বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় নাই"।

    "অন্তর্বর্তী সরকার আর মাত্র ১৫ দিন আছে, এখন আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই না। একটা কমিটি গঠন করা হয়েছে পরীক্ষার জন্য। এটি বাস্তবায়ন করার সময়টা কোথায়?" বলেন তিনি।

    এটি যদি অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন না-ই করে, তাহলে ঘোষণা কেন দিলো? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা লিমিটেড টাইমের সরকার। যাতে পরের সরকার উপকৃত হয়, তাই আমরা এগুলো করে দিয়ে যাচ্ছি।"

  14. প্রথমবারের মতো সমাবেশ করবে জামায়াতের মহিলা বিভাগ

    ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১শে জানুয়ারি প্রথমবারের মতো সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মহিলা বিভাগ। দেশজুড়ে বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদেরকে হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে ওইদিন সকাল সাড়ে ১০টায় এই ‘প্রতিবাদী সমাবেশ’ শুরু হবে।

    আজ মঙ্গলবার দুপুরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এবং দলটির ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতা থেকেও এই ঘোষণা দেওয়া হয়েছে।

    সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই সমাবেশেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে "আমাদের মহিলাদের পক্ষ থেকে আরও ব্যাপক কর্মসূচি থাকবে। আর ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবো। আপাতত আমরা এই কর্মসূচি ঘোষণা করছি, যাতে সরকার ও প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়।"

    সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র দল, যাদের ৪৩ শতাংশ মহিলা।

    "রাজনীতিতে অংশগ্রহণের জন্য আমাদের আরপিও-তে ৩৩ শতাংশ মহিলা থাকার বিধান আছে, একমাত্র জামায়াত সেটা পূরণ করতে পেরেছে। অথচ, অনেকেই মনে করে জামায়াতে ইসলামীতে নারীদের গুরুত্ব কম।"

  15. গতকালের উল্লেখযোগ্য কিছু খবর:

    • বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
    • বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "একটি গোষ্ঠী" নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। সেটা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
    • যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
    • ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে সর্বশেষ জিম্মি মাস্টার সার্জেন্ট র‍্যান গিভিলির মরদেহ উদ্ধার করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর পথ খুলেছে।
    • দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
    • ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।
    • স্ত্রী ও সন্তান হারানোর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। মানবিক দিক বিবেচনায় হাইকোর্ট তার ছয় মাসের জামিন মঞ্জুর করে।
    • দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে এক হাজার ৫৭৪ টাকা দাম বেড়ে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে 'বহিরাগতদের' কানে ধরে ওঠবস করানোর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সারাদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
    • জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীসহ ছয়জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে