বারবার যৌন সম্পর্কে কি যোনি প্রসারিত হয়?

যৌন সম্পর্কের ফলে যোনি প্রসারিত হবার বিষয়টি সমাজের প্রচলিত ধারণা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যৌন সম্পর্কের ফলে যোনি প্রসারিত হবার বিষয়টি সমাজের প্রচলিত ধারণা
    • Author, তানহা তাসনিম
    • Role, বিবিসি নিউজ বাংলা

বিয়ের মাত্র দুই বছর পরই মিজ বসুধার (ছদ্মনাম) স্বামী তার যোনি প্রসারিত হবার অভিযোগ করেন। বারবার শারীরিক সম্পর্কর কারণেই এমনটি হয়েছে বলে দাবি করেন তিনি।

এই অভিযোগ কেবল একজন পুরুষের- তেমনটাও ঠিক না। দীর্ঘ সময় ধরে নারীদের শরীর নিয়ে সমাজে যেসব মিথ বা কুসংস্কার প্রচলিত আছে, তার মধ্যে বারবার যৌন সম্পর্কে জড়ানোর কারণে যোনি প্রসারিত হবার বিষয়টি উল্লেখযোগ্য।

আর কেবল এই প্রচলিত কুসংস্কারের কারণেই দাম্পত্য জীবনে ভুক্তভোগী হতে হয় অনেক নারীকে।

যৌনতা স্বাভাবিক, কিন্তু সমাজে ট্যাবু

‘যৌনতা’ বাংলাদেশে একটি ট্যাবু বিষয়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশসহ অনেক দেশে নারীর যৌনতা এখনো একটি ট্যাবু বিষয়

যৌন সম্পর্কের মতো একটি স্বাভাবিক বিষয় সমাজে ট্যাবু হয়ে থাকার কারণে নানা সময়ে নারীদের তাদের সঙ্গীর কাছ থেকে এই ধরনের মন্তব্যের শিকার হতে হয়।

বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত হওয়ায় কারো সঙ্গে তারা এই বিষয়ে সহজে আলাপও করতে চান না।

যৌন সম্পর্কের সঙ্গে যোনি প্রসারিত হবার এই দাবির কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানান বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম।

তিনি বলেন, বারবার যৌন সম্পর্কের সঙ্গে নারীর যোনি প্রসারিত হবার কোন সম্পর্ক নেই।

একই মতামত ফিস্টুলা বিশেষজ্ঞ এবং গাইনোকোলজি সার্জন ডঃ নৃন্ময় বিশ্বাসের। তবে যোনি প্রসারিত হবার সঙ্গে যৌন সম্পর্কের কোন ভূমিকা না থাকলেও কিছু কারণে যোনি প্রসারিত হতে পারে বলে জানান তিনি।

যৌন সম্পর্কে যোনির ভূমিকা

যৌন মিলনের সময়, আগে এবং পরে যোনি সাময়িকভাবে প্রসারিত হয়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যৌন মিলনের সময়, আগে এবং পরে যোনি সাময়িকভাবে প্রসারিত হয়

বিশ্বের সেরা পাঁচে থাকা স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট মেডিক্যাল নিউজ টুডের এক প্রবন্ধে বলা হয়েছে, পেশীবহুল যোনির টিস্যুগুলো মূলত স্থিতিস্থাপক।

শরীরের অন্যান্য স্থিতিস্থাপক টিস্যুগুলোর মতোই যখন প্রয়োজন যোনি প্রসারিত হয় এবং পরে তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে।

যৌন সম্পর্কে মিলনের সময় যোনির পেশীগুলি শিথিল হয় এবং এটি সঙ্গমকে আনন্দময় করে। আর যৌন মিলনের সময়, আগে এবং পরে যোনি সাময়িকভাবে বেশি প্রসারিত হয়।

প্রবন্ধটিতে বিষয়টিকে মুখ খুলে কিছু খাওয়ার শেষে এর আকার আগের অবস্থায় ফিরে যাওয়ার সঙ্গেই তুলনা করা হয়েছে।

আর ঠিক এই কারণেই যোনি পথের মতো সরু জায়গা দিয়ে একজন মা তার সন্তান জন্ম দিতে পারে।

কী কী কারণে যোনি প্রসারিত হয়?

বয়স বাড়লে যোনি প্রসারিত হতে পারে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বয়স বাড়লে যোনি প্রসারিত হতে পারে
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বারবার যৌন সম্পর্ক গড়ার সঙ্গে যোনি প্রসারিত হবার কোন সম্পর্ক না থাকলেও আলাদা কিছু কারণে প্রসারিত হতে পারে।

সন্তান গর্ভে থাকা অবস্থায় এবং যোনিপথে জন্মদানের সময় মেয়েদের যোনি প্রসারিত হয়।

তবে যেহেতু এটি স্থিতিস্থাপক, তাই পরবর্তী সময়ে পুরোপুরি না হলেও জায়গাটি অনেকটাই আগের অবস্থায় ফিরে আসে।

যোনি প্রসারিত হবার আরেকটি কারণ নারীদের বয়স।

ডঃ নৃন্ময় বিশ্বাস বলেন, “নারীদের যোনির ভেতরের অংশে যে পেলভিক দেয়াল থাকে সেটা বয়স বাড়লে দুর্বল হয়ে যায়। ফলে যোনি প্রসারিত হয়”।

মূলত ৪০’র পর নারীরা এই ধরনের সমস্যার সম্মুখীন হন।

এছাড়া হরমোনাল কারণেও যোনি প্রসারিত হতে পারে।

“এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এন্ড এন্ড্রোজেন নামক হরমোনের কারণে নারীদের পেলভিক দেয়াল শক্তিশালী হয়কোন কারণে এই হরমোনগুলোর প্রভাব যদি কমে যায় তাহলে পেলভিক দেয়াল দুর্বল হয়ে যোনি প্রসারিত হয়ে যায়,” মি. বিশ্বাস বলেন।

শারীরিক কিছু বৈশিষ্ট্যের কারণেও জন্মগতভাবেই যোনি দুর্বল হতে পারে বলেও জানান তিনি।

“ছোটবেলা থেকেই কারো পেলভিস বা শ্রোণী যদি চাপা হয়, তবে তার যোনি প্রসারিত হবার সুযোগ কম থাকে। ঠিক তেমনি অনেকের শ্রোণী জন্মগতভাবে দুর্বল থাকে, ফলে তা প্রসারিত হবার সুযোগও বেশি থাকে।

পরকীয়া সম্পর্কের সন্দেহ

অন্য পুরুষের সঙ্গে অজান্তে সম্পর্ক গড়ে তোলার মতো অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অন্য পুরুষের সঙ্গে অজান্তে সম্পর্ক গড়ে তোলার মতো অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী

রাজধানীতে বসবাস করা গৃহিণী মিজ বসুধা বলেন, যোনি নিয়ে তার স্বামী অভিযোগ করতেন।

যৌন সম্পর্কের সময় মিজ বসুধার স্বামী তার যোনি নিয়ে মন্তব্য করেন যে তা ‘স্যাগি’ বা ‘ঢিলা’ হয়ে গেছে। এর কারণ হিসেবে অন্য পুরুষের সঙ্গে তার অজান্তে সম্পর্ক গড়ে তোলার মতো অভিযোগও করেন তার স্বামী।

সম্পর্কের দুই বছরের মাথায় তার স্বামী এই অভিযোগ করেন। এসময় তার সন্তানদের কেউই জন্ম নেননি।

অথচ এই বিষয়ে তার কোন ধারনাই ছিল না। এর প্রভাব দাম্পত্য জীবনেও পড়ার কথা জানান মিজ বসুধা।

প্রচলিত ধারণা প্রভাব ফেলে দাম্পত্য সম্পর্কে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রচলিত ধারণা প্রভাব ফেলে দাম্পত্য সম্পর্কে

তিনি বলেন, এর ফলে শ্রদ্ধাবোধের জায়গাটা নড়ে যায়। সম্পর্কে নেতিবাচকতা কাজ করে আর স্বাভাবিক দাম্পত্য এগিয়ে নেয়া কঠিন হয়ে পড়ে।

এমনই ঘটনার শিকার হয়েছেন আরেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী সাদিয়া (ছদ্মনাম)।

তিনি বলেন, পূর্ব সম্পর্কের কথা টেনে তার সঙ্গী যোনি নিয়ে মন্তব্য করেন যে, এটি এতটাই ঢিলা হয়ে গেছে যে তিনি ভেতরে প্রবেশ করলে মিজ সাদিয়া বুঝতেই পারবেন না।

পরবর্তী সময়ে এই ঘটনার জেরে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়।

সি-সেকশনের প্রবণতা

আগের তুলনায় সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে যোনির বিষয়ে নারীদের উদ্বেগ বেড়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে যোনির বিষয়ে নারীদের উদ্বেগ বেড়েছে

আগের তুলনায় সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে যোনির বিষয়ে নারীদের উদ্বেগ বেড়েছে বলে জানান বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম।

তিনি বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে প্রয়োজন হলে যোনি কেটে সন্তান বের করা হয় এবং পরে তা আবার সেলাই করে দেয়া হয়।

আগে এটি নিয়ে কেউ তেমন মাথা না ঘামালেও বর্তমানে দৃশ্য অনেকটাই ভিন্ন। অনেক সময় নবজাতক জন্মের আগে দাদী বা নানী সম্পর্কের কেউ এসে বারবার করে বলেন যেন যোনিপথে কোন কাটাছেঁড়া না হয়।

যোনিপথে সন্তান জন্ম দিয়ে যোনি প্রসারিত হওয়ায় দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবার সংকট নিয়েও অনেক নারী ডাক্তারের সঙ্গে আলাপ করেন। সেক্ষেত্রে সি-সেকশন বা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেয়াকেই বেছে নেন তারা।

যোনির জন্য বিশেষ ব্যায়াম

যোনি সঙ্কুচিত হবার খুব বেশি সুযোগ থাকে না

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যোনি সঙ্কুচিত হবার খুব বেশি সুযোগ থাকে না

বয়স বা হরমোনাল বিভিন্ন কারণে যোনি প্রসারিত হলে তা আবার সঙ্কুচিত হবার কোন উপায় আছে কি না এমন প্রশ্নের জবাবে ফিস্টুলা বিশেষজ্ঞ এবং গাইনোকোলজি সার্জন ডঃ নৃন্ময় বিশ্বাস বলেন, পেলভিক ফ্লোর নামে এক ধরনের বিশেষ ব্যায়ামের মাধ্যমে তলপেটের যে মাংসপেশি দুর্বল হবার কারণে যোনি প্রসারিত হয়েছিল সেই শক্তি কিছুটা ফিরিয়ে আনা সম্ভব।

তবে এতে করে খুব বেশি পরিবর্তন হয় না বলেও জানান তিনি।

এছাড়া বিশেষ অপারেশনের মাধ্যমে যোনি সঙ্কুচিত করা যায়।