'ভোটের পর পুরো নির্বাচন বাতিল করতে পারবে না নির্বাচন কমিশন'

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

ভোটের পর পুরো নির্বাচন বাতিল করা যাবে না - এই শিরোনাম করেছে দৈনিক কালের কন্ঠ। এই খবরে বলা হয়েছে, নির্বাচনে কোন ভোটকেন্দ্রে অনিয়ম কারসাজি ও ভোট প্রক্রিয়ায় বাধা দেয়ার প্রমাণ পেলে নির্বাচন কমিশন সেই কেন্দ্রের ভোট বা ফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিতে পারবে। কিন্তু পুরো আসনের ভোট বাতিল করতে পারবে না। এ ধরণের বিধান রেখে বৃহস্পতিবার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রীসভা।

পুরো আসনের ফল বাতিল করতে পারবে না ইসি—দেশ রুপান্তরের খবরে বিস্তারিত বলা হয় কোনো নির্বাচনে পুরো আসন নয়, অনিয়ম হওয়া এক বা একাধিক কেন্দ্রের ফল বাতিল বা স্থগিত করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন কমিশন যে প্রস্তাব দিয়েছিল সেখানে পুরো আসনের নির্বাচন বা ফল বাতিলের ক্ষমতা চেয়েছিল।

দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে - পুরো আসন বাতিলের ক্ষমতা হারাল ইসি। এই খবরে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান আইনের ৯১ ধারা অনুযায়ী পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে আছে। এই ক্ষমতাবলে গাইবান্ধা ৫ আসনে উপ-নির্বাচনের পুরো ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন।

একই খবরে আইনমন্ত্রী আনিসুল হককে উদ্ধৃত করে প্রথম আলো লিখেছে- একটি বা পাঁচটি ভোটকেন্দ্রের কারণে পুরো আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করা অগণতান্ত্রিক। এটি আইনের নীতি বহির্ভূত ও সংবিধানের পরিপন্থী বলে এটা গ্রহণ করা হয়নি।

প্রধান দুই দেশ থেকে কমছে রেমিট্যান্স এমন শিরোনাম দৈনিক যুগান্তরের। খবরে বলা হয়েছে বিশ্বের যে দু’টি দেশ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ওই দু’টি দেশ হলো সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

কিন্তু এ দুটি দেশ থেকেই ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ কমছে। সৌদি আরব থেকে কমেছে হুন্ডির প্রবণতা বৃদ্ধির কারণে আর অর্থনৈতিক মন্দায় কমছে যুক্তরাষ্ট্র থেকে। এর প্রভাবে রেমিট্যান্সে সার্বিকভাবে মন্দা দেখা দিয়েছে। এতে চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।

একই খবর নিয়ে নয়া দিগন্ত শিরোনাম করেছে শীর্ষ দুই দেশ থেকেই কমে গেছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নিয়ে করা খবরটিতে বলা হয় একক মাস হিসেবে গত তিন মাসে (জানুয়ারি-মার্চ) আগের তিন মাসের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দুটি দেশ থেকেই রেমিট্যান্সপ্রবাহ কমেছে।

খবরে বলা হয়েছে প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে অস্থায়ী রাখার পরিকল্পনা নিয়ে জনবল কাঠামোয় (অর্গানোগ্রাম) বড় পরিবর্তন ঘটাতে যাচ্ছে ঢাকা ওয়াসা। এ অর্গানোগ্রাম কার্যকর হলে প্রতিষ্ঠানটিতে কর্মরত অনেক স্থায়ী কর্মকর্তা-কর্মচারী নিমেষেই হয়ে যেতে পারেন অস্থায়ী! এসব নিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন উৎকণ্ঠায়।

সংশ্লিষ্টরা বলছেন, অর্গানোগ্রাম পরিবর্তনের যে তৎপরতা চলছে, তা বাস্তবায়িত হলে ওয়াসার পরিচালন খরচ অনেক বাড়বে। তখন গ্রাহককেও বেশি দামে পানি কিনতে হতে পারে।

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

Duty hike planned to back local home appliances, LPG cylinders – এমন শিরোনাম ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার।

তারা বলছে দেশীয় শিল্প রক্ষায় নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে শুলক্হার বাড়াতে যাচ্ছে সরকার। আসছে বাজেটে যে পণ্যগুলো বিদেশ থেকে আনতে শুল্ক বাড়তে পারে সেগুলো হল ফ্রিজ, ফ্যান, এলপিজি সিলিন্ডার, লিফট ইত্যাদি।

গ্যাস বিদ্যুতে ভর্তুকি উঠে গেলে কী হবে? এমন প্রশ্ন রেখে শিরোনাম করেছে মানবজমিন।

খবরে বলা হয়েছে নিয়মিত বিরতিতে বাড়ছে গ্যাস এবং বিদ্যুতের দাম। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে যে ঋণ দিচ্ছে তাতে ভর্তুকি কমিয়ে আনার শর্ত রয়েছে। ভর্তুকি ও কোম্পানিগুলোর লোকসান কমাতে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর পর এখন বিদ্যুতের খুচরা পর্যায়ে দামের সমন্বয়ের প্রক্রিয়া চলছে।

বাজেটের আগে বা পরে আরেক দফা দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকি তুলে দেয়া হলে গ্যাস এবং বিদ্যুতের দাম আরও অনেক বেড়ে যাবে। এতে জনজীবনে ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে।

একই খবর নিয়ে সংবাদ শিরোনাম করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একই বক্তব্য– ভর্তুকি আর না, বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণ আন্তর্জাতিক দরে। খবরে বলা হয় বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নবায়নযোগ্য শক্তি নিয়ে আয়োজিত এক কর্মশালায় এমন মন্তব্য করেছে প্রতিমন্ত্রী।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে খবর প্রকাশ করেছে সবকটি পত্রিকা।

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

প্রার্থী জায়েদা ও জাহাঙ্গীরের গাড়িতে হামলা। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে এই খবরটি প্রথম পাতায় এনেছে সমকাল।

বলা হয় নির্বাচনী প্রচারণার সময় টঙ্গীর পূর্ব গোপালপুর এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর ছেলে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের ওপর হামলা হয়েছে। এ সময় তারা দুজন, ক্যামেরাম্যান সুলতান মিয়া, আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Biman loosing face, money ডেইলি স্টারের শিরোনাম। খবরে বলা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক অদ্ভূত দুর্ঘটনা বিমানের যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন একে দিচ্ছে।

সবশেষ বিমানের এক কার্গো লোডারের আঘাতে ফ্লাই দুবাইয়ের একটি বোয়িং ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম ঘটনায় বিমানের সুনাম ক্ষুন্নের পাশাপাশি বড় অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হয় প্রতিষ্ঠানটিকে।

পেঁয়াজের দাম আরো বেড়েছে, খুচরায় চাল আগের দামেই। প্রথম আলোর প্রথম পাতার খবর এটি। বলা হয় রাজধানীর পাইকারি ও খুচরা উভয় বাজারেই দেশি পেঁয়াজের দাম আরো বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজ ৮টাকা থেকে ১৫টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। মূলত ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকার প্রভাব পড়েছে বাজারে।

An opportunity missed – এমন শিরোনাম ইংরেজি দৈনিক ডেইলি সানের। খবরটি ইউরোপের দেশ রোমানিয়ার শ্রমবাজার নিয়ে।

এতে বলা হয়েছে কিছু ব্যক্তি ও রিক্রুটিং এজেন্সির অজ্ঞতা এবং লোভের কারণে রোমানিয়ার শ্রমবাজারটি সম্ভবত হারাতে যাচ্ছে বাংলাদেশ। গত মাসে রোমানিয়া সরকারের একটা ভিসা প্রতিনিধি দল বাংলাদেশে ভিসা কার্যক্রমের জন্য আসলেও তারা আবার চলে যান। যার কারণ সরকারের কোন মন্ত্রণালয় প্রকাশ করছে না বলে খবরে বলা হয়েছে।

এদিকে আট বছর পর কর্মী যাচ্ছে লিবিয়ায়। কালের কন্ঠের প্রথম পাতার খবর। বলা হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয় ১৯৭৬ সাল থেকে। তবে নিরাপত্তাঝুঁকির কারণে ২০১৫ সালে লিবিয়ায় কর্মী পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপর গত বছর বাংলাদেশ-লিবিয়া কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক সই করে।

খোঁজ নিয়ে জানা যায়, এসব কর্মী প্রায় দেড় লাখ টাকার মতো খরচ করে লিবিয়ায় যাচ্ছেন। ত্রিপোলির সিটি করপোরেশনে তাঁদের বেতন নির্ধারণ করা হয়েছে টাকায় ২৬ হাজার থেকে ২৮ হাজার পর্যন্ত।

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

অন্যান্য খবর

আত্মহত্যা করতে চাওয়া জাহ্নবী এখন শক্তির মন্ত্র। এমন শিরোনামে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় ৭ বাংলাদেশীর জায়গা পাওয়ার খবরটি লিখেছে দেশ রুপান্তর। মার্কিন এই সাময়িকীর করা এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা, সংগঠক, উদ্ভাবক ও সমাজ পরিবর্তনকারীদের ৩০০ জনের তালিকায় জায়গা করে নিয়েছে ৭ জন বাংলাদেশী।

মাদক অধিদপ্তরে চাকরি পেল মাদক মামলায় অভিযুক্ত! ইত্তেফাকের এই রিপোর্টে বলা হয় এক্ষেত্রে পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট উপেক্ষা করা হয়। আর শুধু মাদক মামলা নয় ফৌজদারি অপরাধে অভিযুক্তদেরও একইভাবে চাকরি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি করেছৈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

লড়াই বিশুদ্ধ পানির জন্য-বাংলাদেশ প্রতিদিনের খবর। বলা হয়েছে ঘূর্ণিঝড় মোখার আঘাতের পর গতকাল পঞ্চম দিনেও স্বাভাবিক হয়নি সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ।

এ দুই জায়গার অর্ধেকের বেশি নলকূপ পানিশূন্য। বাকি অর্ধেকে পানি মিললেও তা লবণাক্ত। ফলে এ দুই দ্বীপের বাসিন্দারা বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। এছাড়া বিদ্যুৎ ও অন্যান্য মানবিক সংকটও রয়েছে সেখানে।

একটি শাড়ির সুতা উৎপাদনেই ব্যয় সাড়ে ৪ থেকে ৮ লাখ টাকা – বণিক বার্তার প্রধান শিরোনাম এটি। খবরে বলা হয় অতি মিহি ও সূক্ষ্ম কাপড় ঢাকাই মসলিন।

বাংলার ঐতিহ্যবাহী এ কাপড়টি ১৮৫০ সালে সর্বশেষ প্রদর্শনী হয়েছিল লন্ডন শহরে। এর প্রায় ১৭০ বছর পর আবার বোনা হয়েছে মসলিন শাড়ি। তবে অভিজাত কাপড়টি কিনতে সৌখিন ক্রেতাদের গুনতে হবে ৬ থেকে ১১ লাখ টাকা। কেননা একটি শাড়ি তৈরি করতে যে তুলার প্রয়োজন, সেটি উৎপাদনই সাড়ে ৪ থেকে ৮ লাখ টাকা পড়ে যায় বলে জানিয়েছে বাংলাদেশ তাঁত বোর্ড।

Skip YouTube post
Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post