লাইভ, একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: বিএনপি

‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন তাজুল ইসলাম, এমন মন্তব্যকে থ্রেট হিসেবে মন্তব্য করেছেন কয়েকজন রাজনীতিবিদ। নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশ বিদেশের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: বিএনপি

    মির্জা ফখরুল প্রেস বিফ্রিং করছেন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সাথে দেখা করার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে আলাপের বিষয় তুলে ধরেন।

    দেশের বিভিন্ন এলাকা ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

    বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সাথে দেখা করেন।

    পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে কমিশনের সাথে আলাপের বিষয় তুলে ধরেন।

    তিনি বলেন, ''ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভূক্ত হয়েছে''।

    ''মোট কত সংখ্যক ভোটার, কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনী এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছেন, সেই ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদের সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি''।

    এটি ছাড়াও আরো কিছু অভিযোগ জানিয়েছে বিএনপি।

    বিএনপি মহাসচিব বলেন, ''জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর, এনআইডির কপি সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিন্যাল অফেন্স। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা আহ্বান জানিয়েছি''।

    ''বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী, এই কারণে আমাদের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনীতিক দলের দলীয় প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এই বিষয়েও জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি''।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ''বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, ওসিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কেউ কেউ কাজ করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক তাদের প্রত্যাহার করার জন্য বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে''।

    একই অভিযোগে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তারা বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

    পোস্টাল ব্যালটে বিএনপির মার্কা ঠিকভাবে ছাপানোর পরে এসব ব্যালট বিতরণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

  2. ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনওকে শাসানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

    ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শাসানোর ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    রোববার তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

    মি. ভুঁইয়া ইউএনওকে শাসিয়ে কথা বলছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর এই আদেশটি এলো।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন।

    এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন বলে এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    উল্লেখিত এই অভিযোগের কারণে তার ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

    এতে জানানো হয়েছে, মি. ভুঁইয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এর ঘ ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

  3. 'মব' শব্দ প্রয়োগে সতর্ক হতে বললেন তাজুল ইসলাম, এটা 'থ্রেট' বললেন রুহিন হোসেন প্রিন্স

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করা এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিবিদরা।

    ‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিবিদরা।

    এমন মন্তব্যকে থ্রেট হিসেবে দেখছেন রাজনীতিবিদরা।

    রোববার সকালে ঢাকায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেছেন মি. ইসলাম।

    কিন্তু বক্তব্য শেষ করে মি. ইসলাম ওই অনুষ্ঠানের স্থান থেকে চলে যাওয়ার পর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার মন্তব্যকে ‘থ্রেট’ উল্লেখ করেন।

    তিনি বলেন, “আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান। তার মানে কী এইটা। নো এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না।”

    বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজও চিফ প্রসিকিউটরের মন্তব্যের কড়া সমালোচনা করেন।

    এর আগে, চিফ প্রসিকিউটর মি. ইসলাম বলেন, “মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দূর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মেলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন সেইটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না।”

    যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে সেগুলোর কঠোর হাতে দমন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

    “কারণ জাতির ইতিহাসে সোনালী অর্জনগুলো যেভাবে এসেছে সেগুলোকে সুকৌশলে সূক্ষভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে, আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না” বলেন মি. ইসলাম।

    এই অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

    এই আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি ‘মব’ প্রসঙ্গ তুলে এটি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন রাজনীতিবিদরা।

    তাজুল ইসলামের বক্তব্যের আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ‘মব’ নিয়ে সরকারের সমালোচনা করেন।

    তিনি বলেন, “যে কোনো সময় যে কোনো সরকার যে কোনো সময় বিপ্লবের আগে পরে ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই। এটা অনেককে এনকারেজ করবে। মবকে অ্যালাউ করা হয়েছিলো, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সেই সময়ই মবকে কনটেইন না করার ফলাফল আমাদের দিতে হবে।”

    এরপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ‘মব’ নিয়ে সতর্ক করেন।

    তাজুল ইসলাম ‘মবকে’ জাস্টিফায়েড করায় ক্ষোভ প্রকাশ করেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বক্তব্য দেওয়ার আগেই সেখান থেকে মি. ইসলাম চলে যান।

    মি. বলেন, “এখানে ডানপাশে বসা উনি চলে গেছেন। আমার কাছে মনে হোলো উনি একটু থ্রেটই করলেন। উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম, আমি আশা করি ওনার কানে আমার এই কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফায়েড করলো, হোয়াই?”

    “আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান। তার মানে কী এইটা। নো এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না” বলেন মি. প্রিন্স।

    একইসাথে শেখ হাসিনা ও তার নেতা-কর্মীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার না করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সমালোচনা করেন তিনি।

    এই বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও উল্লেখ করেন মি. প্রিন্স।

  4. নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে বিজিবি মোতায়েন

    নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি

    ছবির উৎস, BGB

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    রোববার সকাল এগারোটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে তিন অভিযোগে এই অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতা - কর্মীরা।

    বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এক খুদে বার্তায় তিনি জানিয়েছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।"

    তবে, কত প্লাটুন বা কী সংখ্যক বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

    পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পক্ষপাতমূলক নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগে ছাত্রদল রাত পর্যন্ত সেখানে অবস্থান করবে বলে এর আগে জানিয়েছে।

  5. সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ: তারেক রহমান

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তি ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার ঢাকায় খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তিদের ও আহতদের পরিবারদের সাথে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে মি. রহমান বলেন, “৭১ সালে মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন ঠিক একইভাবে ২৪ এ যেই যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা - সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবো যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোকে দেখভাল করা।”

    তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নামক একটি মন্ত্রণালয় তৈরি করেছিলো, যা ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করতে গিয়ে যারা মারা গেছেন বা আহত হয়েছেন অর্থাৎ এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ তারা দেখভাল করে থাকে।

    জুলাই যোদ্ধাদেরও মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করে কেন তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে সেটি ব্যাখ্যা করেন মি. রহমান।

    তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন তাদের যে কষ্টের কথাগুলো তুলে ধরেছেন, এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি, যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু যারা পেছনে রয়েই গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা - অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা গণ্য।”

    জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে সেটিকে গণহত্যার সাথে তুলনা করেছেন মি. রহমান।

    আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

    গণতন্ত্রের বিজয় গাঁথা রচনা করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা যদি ব্যর্থ হই, তবে ভবিষ্যতেও এভাবেই শোকগাঁথা আর শোক সমাবেশ চলতে থাকবে।”

  6. কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, প্রেস উইংয়ের ব্যাখ্যা

    গণভোটে সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন ও প্রচারের ফলে প্রশাসনের নিরপেক্ষতা ইস্যুতে প্রশ্ন ওঠার কারণে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।

    প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ''বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। বরং সংকটময় এই সময়ে নীরবতা নিরপেক্ষতার প্রতীক নয়, তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবকেই নির্দেশ করে''।

    ওই ব্যাখ্যায় বলা হয়েছে, ''বর্তমান অন্তর্বর্তী সরকার শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি।...এ সরকারের মূল দায়িত্ব রাষ্ট্রকে স্থিতিশীল করা, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা''।

    ব্যাখ্যায় বলা হয়, ''যে অন্তর্বর্তী সরকার সংস্কারের দায়িত্ব নিয়ে গঠিত, গণতান্ত্রিক সিদ্ধান্তের মুহূর্তে সেই সংস্কার থেকে নিজেকে দূরে রাখবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়''।

    ব্যাখ্যায় আরও বলা হয়, ''এই সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি সমর্থনে নয় বরং দ্বিধা ও নীরবতায়। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের দায়িত্ব নিয়েছে, তা সমর্থন না করলে জনগণের আস্থা ক্ষুণ্ন এবং পরিবর্তনের ধারাবাহিকতা ব্যাহত হবে''।

  7. হাসিনা, টিউলিপ ও রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

    শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, প্লট দুর্নীতির মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি।

    রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি।

    রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।

    আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

    মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ই জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।

    ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

    পরে তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

    এর আগে, গত বছরের ৩১শে জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

    এর আগে গত ২৭শে নভেম্বর, প্লট দুর্নীতির অন্য তিন মামলায় বিচার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত। যদিও পলাতক অবস্থায় তাদের বিচার হওয়ায় আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

    একইসাথে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

  8. সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার বিকালে বৈঠক করবে জামায়াতে ইসলামী।

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যরের একটি প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠকে অংশ নেবেন।

    রোববার দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী।

    এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সাথে সপরিবারে সাক্ষাৎ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

  9. তিন অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন

    একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠি বা দলের পক্ষপাতিত্ব করছে এবং পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কসহ তিনটি অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছে ছাত্রদল।

    রোববার ছাত্রদলের নেতা-কর্মীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রাত পর্যন্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।

    পূর্ব নির্ধারিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে সকাল প্রায় এগারোটা নাগাদ তারা ওই ভবনের সামনের সড়কে অবস্থান নেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির শেষ দিন আজ।

    কর্মসূচিতে ছাত্র কেন্দ্রীয় নেতা-কর্মীরা ছাড়াও ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ বিভিন্ন থানা পর্যায়ের বেশ কিছু নেতা-কর্মী অংশ নিয়েছেন।

    নির্বাচন ভবনের সামনের সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছেন।

    ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজকের মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু। যেটি আমরা লক্ষ্য করলাম, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদদে এই ঘটনাটি ঘটেছে।”

  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে