পত্রিকা: 'সীমান্তে পাঁচ বছরে সর্বোচ্চ মৃত্যু, বিএসএফের হাতে নিহত ৩৪'

পত্রিকা
ছবির ক্যাপশান, পত্রিকা

নিউ এইজ পত্রিকার আজকের শীর্ষ খবর - Border killings highest in 5 years পাঁচ বছরে সর্বোচ্চ সীমান্ত হত্যা

২০২৫ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতের নাগরিকদের হাতে বাংলাদেশিদের হত্যার সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে, যদিও সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিএসএফের হাতে ৩৪ জন বাংলাদেশি নিহত হন—এর মধ্যে ২৪ জন গুলিতে এবং ১০ জন নির্যাতনের ফলে মারা যান। আগের বছরগুলোতে নিহতের সংখ্যা ছিল ২০২৪ সালে ৩০, ২০২৩ সালে ৩১, ২০২২ সালে ২৩ এবং ২০২১ সালে ১৮।

এ ছাড়া ২০২৫ সালে সিলেট সীমান্ত এলাকায় ভারতের নাগরিকদের, বিশেষ করে খাসি জনগোষ্ঠীর সদস্যদের হাতে অন্তত ১২ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিউ এজ জানিয়েছে।

আসকের তথ্য অনুযায়ী, একই বছরে আরও অন্তত ৩৮ জন বাংলাদেশি গুলিবিদ্ধ বা নির্যাতনের শিকার হন এবং ১৪ জনকে বিএসএফ অপহরণ করে, যাদের মধ্যে মাত্র চারজনকে ফেরত পাঠানো হয়েছে।

মানবাধিকারকর্মী নাসির উদ্দিন এলান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সীমান্ত হত্যার ঘটনা বেড়েছে এবং বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো নেই।

নিউ এইজ
ছবির ক্যাপশান, নিউ এইজ
এ নিয়ে আরো পড়তে পারেন
মানবজমিন
ছবির ক্যাপশান, মানবজমিন

মানবজমিন পত্রিকার আজকের প্রথম পাতার খবর - এলপিজি'র তীব্র সংকট, গ্রাহক ভোগান্তি

টানা এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকায় এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। খুচরা দোকানগুলোতে সিলিন্ডার না থাকায় গ্রাহকদের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে হচ্ছে। কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ৮০০ টাকা বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। এতে অনেক পরিবার বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, সরকার নির্ধারিত দামে এলপিজি না পাওয়া নতুন নয়, তবে এবার অতিরিক্ত দামের মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ২৫৩ টাকা হলেও বাজারে তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন দাম আজ রোববার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ডিসেম্বরেও ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৫৩ টাকা।

আজকের পত্রিকা
ছবির ক্যাপশান, আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে আরও ৪৩৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। শনিবার এসব মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাতিল হওয়া প্রার্থীদের বেশির ভাগই স্বতন্ত্র, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দল ও বিদ্রোহী প্রার্থী।

বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন এনডিএফ জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এ ছাড়া ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এর আগে যাচাইয়ের প্রথম দিনে শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। দুই দিনে মোট পাঁচ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো। আজ রোববার যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হবে।

এবারের নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে ৪৭৮ জন স্বতন্ত্র। যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

বণিক বার্তা
ছবির ক্যাপশান, বণিক বার্তা
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গত বছরের মে মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। তাঁর নির্দেশনার পর সরকার এ বিষয়ে উদ্যোগ নেয় এবং সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 'ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া তৈরি করে।

খসড়ায় বাংলাদেশ ব্যাংকের বদলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে (এমআরএ) এই ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অধিকাংশ অংশীজন ও বিশ্লেষক এ প্রস্তাবে একমত নন। তাঁদের মতে, আবেগ নয়, বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

গত ২৬ নভেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে মতামত আহ্বান করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কেউ মতামত দেননি। পরে ১৮ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সভাপতিত্বে এক সভায় অংশীজনদের মতামত নেওয়া হয়। সেখানে অধিকাংশই 'ক্ষুদ্র ঋণ ব্যাংক'-এর পরিবর্তে 'মাইক্রো ফাইন্যান্স ব্যাংক' নামকরণ এবং লাইসেন্স ও তদারকির দায়িত্ব এমআরএর বদলে বাংলাদেশ ব্যাংকের হাতে রাখার পক্ষে মত দেন।

কালের কণ্ঠ
ছবির ক্যাপশান, কালের কণ্ঠ

কালের কণ্ঠ পত্রিকার আজকের খবর- বিএনপির বিদ্রোহী অনেকেই বাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বড় একটি অংশ বাদ পড়ছেন। এদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, আবার কেউ কেউ দলের মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থী হিসেবে কাগজপত্র দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তাদের মতে, স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগই নিজ নিজ নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে বাদ পড়েছেন। আর যাঁরা দলীয় মনোনয়ন দেখাতে পারেননি, তাঁদের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।

তবে বিএনপির মূল প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন বাতিলের হার অন্য দলগুলোর তুলনায় কম। কিছু আসনে একাধিক বিএনপি প্রার্থী থাকায় একজন বাদ পড়লেও বিকল্প প্রার্থী বহাল থাকছেন। যেমন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দুই বিএনপি প্রার্থীর মনোনয়নই বৈধ হয়েছে, তবে নির্ধারিত সময়ের আগেই দলকে একজনকে চূড়ান্ত করতে হবে।

যশোর-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে টি এস আইয়ুবের মনোনয়ন বাতিল হলেও বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফরাজির মনোনয়ন বৈধ হয়েছে। এ ছাড়া সিলেট-৩ আসনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মোহাম্মদ আব্দুল মালিকের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত ছিল। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্যের নাগরিকত্ব তিনি ত্যাগ করেছেন।

নয়া দিগন্ত
ছবির ক্যাপশান, নয়া দিগন্ত

নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রথম পাতার সংবাদ- তারেক রহমানের সামনে সময় কম, দায়িত্ব বড়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর গভীর শোক কাটিয়ে দলটি এখন সামনে থাকা জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগ দিচ্ছে। তাঁর রূহের মাগফিরাত কামনায় শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির প্রস্তুতির নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তিনি দলীয় কাজে সক্রিয় হয়েছেন। শনিবার সকালে গুলশান কার্যালয়ে এসে তিনি দীর্ঘ সময় সাংগঠনিক ও নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তাঁর কথা হয়।

দীর্ঘদিন নানা সংকটে থাকা বিএনপি নির্বাচনের ঘোষণা ও তারেক রহমানের ফেরার পর নতুন গতি পেলেও খালেদা জিয়ার মৃত্যু দলটির সামনে নতুন বাস্তবতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে নির্বাচন মোকাবিলা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।

দেশে ফিরে তারেক রহমান বলেছেন, 'আই হ্যাভ এ প্লান'। এতে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও বিশ্লেষকদের মতে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে তাঁর বড় চ্যালেঞ্জ।

প্রথম আলো
ছবির ক্যাপশান, প্রথম আলো

প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর - আয় বেশি মির্জা আব্বাসের, নগদ টাকা সালাউদ্দিনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর ও জেলার ২০টি আসনে বিএনপির প্রার্থীদের মধ্যে বার্ষিক আয় সবচেয়ে বেশি মির্জা আব্বাসের। তাঁর বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এবার ঢাকা-৮ সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন।

বার্ষিক আয়ে মির্জা আব্বাস এগিয়ে থাকলেও ঢাকায় বিএনপির প্রার্থীদের মধ্যে নগদ টাকা বেশি আছে ঢাকা-১৯ আসনের (সাভার উপজেলা) বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের। তাঁর কাছে নগদ ৩ কোটি ২০ লাখ ২৮ হাজার টাকা আছে।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় বিএনপির প্রত্যেক প্রার্থী আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেছেন। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৯টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। এই প্রার্থীদের

ঢাকায় বিএনপির ১৯ প্রার্থী হলফনামায় অসত্য তথ্য দেওয়া হলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। এমনকি নির্বাচনে জয়ের পরও কারও ক্ষেত্রে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পেলে সংসদের মেয়াদ থাকা অবস্থায় তাঁর সদস্যপদ বাতিল করতে পারে কমিশন।

দ্য ডেইলি স্টার
ছবির ক্যাপশান, দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টার পত্রিকার আজকের খবর- Rebels a cause of headache for BNP অর্থাৎ বিএনপির জন্য মাথাব্যথা বিদ্রোহী প্রার্থীরা।

জাতীয় নির্বাচনে বিএনপির লড়াই এখন দুই দিক থেকে—একদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলো, অন্যদিকে দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীরা। এতে দলের ভোটভিত্তি ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামছেন। এখন পর্যন্ত ১১৫টি আসনে অন্তত ১৯০ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে বিএনপির শক্ত ঘাঁটি ও ঢাকার আসনও রয়েছে।

বিএনপি নেতারা বলছেন, সবাই বিদ্রোহী নন। প্রায় ১৫টির বেশি আসনে মূল প্রার্থী বাতিল হলে ব্যবহারের জন্য বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। ঋণখেলাপি, মামলা বা অন্য জটিলতার কারণে মূল প্রার্থী বাদ পড়লে বিকল্পকে চূড়ান্ত করা হবে। অসুস্থতা বা বয়সজনিত বিষয়ও এতে বিবেচনায় রাখা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। জোটসঙ্গীদের সঙ্গে ভাগ করা আসনে মনোনয়ন জমা দেওয়ায় ইতিমধ্যে নয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, যাঁরা নির্ধারিত ২০ জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করবেন, তাঁদের দলীয় পদ হারানোর পাশাপাশি প্রাথমিক সদস্যপদও বাতিল হতে পারে।

যুগান্তর
ছবির ক্যাপশান, যুগান্তর

যুগান্তর পত্রিকার আজকের খবর- তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদের মনোনয়ন বৈধ

ঢাকার ২০টি আসনে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেশির ভাগই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এই তিন দলের শীর্ষ নেতাদের মনোনয়ন বহাল রয়েছে।

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমান এবং ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস এবং একই আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

তবে ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামানের প্রার্থিতা বাতিল হয়েছে। তাসনিম জারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। দুজনের মনোনয়নপত্র আপাতত স্থগিত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই আজ শেষ হচ্ছে। সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। নির্বাচন কমিশন ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।