যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ১৬ জন নিহতের আশঙ্কা

বন্দুক হামলার ঘটনায় সারা রাজ্য জুড়ে সতর্ক অবস্থায় আছে পুলিশ।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বন্দুক হামলার ঘটনায় সারা রাজ্য জুড়ে সতর্ক অবস্থায় আছে পুলিশ।
    • Author, ক্রিস্টি কুনি
    • Role, বিবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইস্টন শহরে পুলিশ সতর্ক করে বলেছে যে ওই এলাকায় এক বন্দুকধারী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার বন্দুক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছেন।

লিউইস্টনের পাশাপাশি কাছের শহর লিসবনের বাসিন্দাদের পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পুলিশ বলছে সন্দেহভাজন বন্দুকধারীর নাম রবার্ট কার্ড এবং তার বয়স ৪০ বছরের মতো। তাকে "অস্ত্রধারী এবং বিপজ্জনক" হিসাবে চিহ্নিত করা হয়েছে।

সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তারে রাজ্যের বিভিন্ন জায়গায় শত শত পুলিশ সদস্যকে নিয়োজিত করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে যে, প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে এবং তাকে আপডেট করা হবে।

বন্দুক হামলায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে। যদিও ওইসব সূত্রের দেয়া তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিলি জেইন কুক, যিনি লিউইস্টনের সিটি কাউন্সিলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বিবিসি নিউজ চ্যানেলকে বলেছেন যে বন্দুক হামলার খবর পাওয়ার সাথে সাথে তিনি তার পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছেন।

"বাড়ি ফেরা পর্যন্ত পুরো পথে আমি শুধু সাইরেনের শব্দ শুনেছি। একের পর এক সাইরেন," তিনি বলেন।

"হেলিকপ্টারের শব্দ, সাইরেনের শব্দ, আমি এই শহরে এত কঠিন পরিস্থিতি আগে কখনও দেখিনি। আমাদের এখানে রাজ্যের সব পুলিশ ছুটে এসেছে, রাজ্যের বাইরে থেকেও পুলিশ আসছে।

"পুরো শহর লকডাউনে রয়েছে। পরিস্থিতি ভয়াবহ। আপনি হয়তো ভাবেননি যে এ ধরণের ঘটনা কখনও ঘটতে পারে। কিন্তু এবার এমনটাই হয়েছে।"

মেইন রাজ্যের পুলিশ এক্স বা সাবেক টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, "লিউইস্টনে একজন বন্দুকধারী বিচরণ করছে।

"আমরা স্থানীয়দের নিজ নিজ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভিতরে থাকুন।"

অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস সন্দেহভাজন ব্যক্তির দুটি ছবি প্রকাশ করেছে

ছবির উৎস, Lewiston Police

ছবির ক্যাপশান, অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস সন্দেহভাজন ব্যক্তির দুটি ছবি প্রকাশ করেছে।
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

লিউইস্টন পুলিশ বলেছে যে, তারা দুটি জায়গা থেকে ওই বন্দুকধারীর বিষয়ে তথ্য পেয়েছেন। একটি হল স্কিমেনজিস নামে একটি রেস্তোরাঁ এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে একটি বোলিং খেলার স্থান থেকে।

এই দুই জায়গার মধ্যে দূরত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার বা চার মাইলের মতো, গাড়ি চালিয়ে যেতে ১০ মিনিটের মতো সময় লাগে।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, মেইন অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের কমিশনার মাইকেল সাউশাক বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে গোলাগুলি শুরু হয় এবং একাধিক মানুষ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতাল দ্য সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার বলেছে যে, এলোপাতাড়ি বন্দুক হামলার কারণে এতো মানুষ হতাহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য এলাকার অন্যান্য হাসপাতালের সাথে সমন্বয় করা হয়েছে বলে তারা জানায়।

অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস সন্দেহভাজন ব্যক্তির দুটি ছবি প্রকাশ করেছে। তারা বলেছে যে সে একজন বিপজ্জনক পলাতক ব্যক্তি এবং তাকে শনাক্ত করার জন্য তারা জনসাধারণের সাহায্য চেয়েছে।

শেরিফ অফিসের প্রকাশ করা ছবিতে বাদামী সোয়েটার পরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ভবনের দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস রাজ্য পুলিশের বুলেটিনের বরাত দিয়ে বলছে, সন্দেহভাজন হামলাকারী একজন আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক।

যিনি মেইন অঙ্গরাজ্যের সাকো শহরের একটি সেন্টারে মার্কিন সেনাবাহিনীর থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

বাদামী সোয়েটার পরা দাড়িওয়ালা ব্যক্তিকে ছবি দেখা যায় তিনি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ভবনের দিকে হেঁটে যাচ্ছেন।

ছবির উৎস, Lewiston Police

ছবির ক্যাপশান, বাদামী সোয়েটার পরা দাড়িওয়ালা ব্যক্তিকে ছবি দেখা যায় তিনি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ভবনের দিকে হেঁটে যাচ্ছেন।

বুলেটিনে আরও বলা হয়েছে যে, তিনি ২০২৩ সালের গ্রীষ্মে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুদিন ছিলেন এবং ওই ঘাঁটিতে গুলি করার হুমকি দিয়েছিলেন।

পুলিশ একটি সাদা গাড়ির ছবিও শেয়ার করে বলেছে যে এর সামনের বাম্পারটি কালো রঙের বলে ধারণা করা হচ্ছে এবং কেউ এই গাড়িটি চিনতে পারলে তাকে পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মি. সাউশাক বলেছেন যে, লিসবনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে কারণ গাড়িটি ওই এলাকায় দেখা গিয়েছে।

লিউইস্টন পাবলিক স্কুলের সুপার জেক ল্যাংলাইস এক বিবৃতিতে বলেছেন যে বৃহস্পতিবার এলাকার সব স্কুল বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাসকে এ ঘটনার বিস্তারিত জানানো হয়েছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে।

ডিএইচএস জানায় "লিউইস্টনের বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে তারা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।"

মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে যে, কেন্দ্রীয় সংস্থাগুলো রাজ্য এবং স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে।

বন্দুকধারীকে এখনও গ্রেফতার করতে না পারায় মেইন শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে পুলিশ।

ছবির উৎস, EPA-EFE/REX/SHUTTERSTOCK

ছবির ক্যাপশান, বন্দুকধারীকে এখনও গ্রেফতার করতে না পারায় মেইন শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে পুলিশ।

হোয়াইট হাউস বলেছে যে, প্রেসিডেন্ট বাইডেন মেইন গভর্নর জ্যানেট মিলস, সেনেটর অ্যাঙ্গাস কিং ও সুসান কলিন্স এবং কংগ্রেসম্যান জ্যারেড গোল্ডেনের সাথে ফোনে আলাদাভাবে কথা বলেছেন।

সেনেটর কিং এক বিবৃতিতে বলেছেন যে তিনি "তিনি লিউইস্টন শহরের এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং ওই এলাকায় থাকা তার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশী সবার ব্যাপারে জন্য বেশ উদ্বিগ্ন"।

লিউইস্টনে প্রায় ৩৮ হাজার মানুষ বসবাস করে। পোর্টল্যান্ডের পরেই এটি মেইন অঙ্গরাজ্যের দ্বিতীয় বড় শহর।