মার্কিন যুক্তরাষ্ট্রে কেন অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ

এমা গনজালেস নিরবতা পালনের সময় কান্নায় ভেঙ্গে পরেন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, এমা গনজালেস নিরবতা পালনের সময় কান্নায় ভেঙ্গে পরেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র আইন সংস্কারের দাবিতে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

কঠোর আগ্নেয়াস্ত্র আইন প্রণয়নের দাবীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে র‍্যালি করেছে অ্যামেরিকার মানুষ।

"মার্চ ফর আওয়ার লাইভস" নামের এই র‍্যালির মূল অংশটি ছিল ওয়াশিংটনে।

ওয়াশিংটনে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়াস্ত্র বিরোধী র‍্যালি ছিল এটি।

শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেছে

এছাড়াও নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, হিউস্টন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর ছাড়াও স্কটল্যান্ডের এডিনবার্গ আর লন্ডনের মার্কিন দূতাবাসের সামনেও একই সময়ে মার্চ করে স্কুলের শিক্ষার্থীরা।

এসব র‍্যালিতে মূলত স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। তাদের সাথে যোগ দিয়েছিলেন সঙ্গীতশিল্পী ও হলিউড তারকারা।

বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন গত মাসে ফ্লোরিডার এক স্কুলে নির্বিচারে গুলিতে ১৭ জন নিহত হয়েছেন। সেখানে প্ল্যাকার্ডে লেখা রয়েছে "শিক্ষার্থীদের রক্ষা করো, আগ্নেয়াস্ত্র নয়"।

কেন এই বিক্ষোভ?

গতমাসে ফ্লোরিডার একটি স্কুলে এক কিশোরের গুলিতে ১৭ জনের মৃত্যুর পর এই বিক্ষোভকে মার্কিন অস্ত্র আইন বিরোধী সর্বোচ্চ প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

নিরবতা পালন করছে তারা

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, নিরবতা পালন করছে তারা

আয়োজকরা আশা করছেন, দেশের প্রচলিত অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন ঘটাবেন ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন।

যদিও এ ব্যাপারে হোয়াইট হাউজের তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছেনা।

এদিকে, মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক মতামত জরিপ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ প্রচলিত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে পরিবর্তন চান।

৬৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, যেকোনো মানুষের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের সহজ-প্রাপ্তির ওপর কড়াকড়ি আরোপ করা প্রয়োজন।

কিন্তু এ কাজের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন অস্ত্র ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষক রাজনীতিবিদরা।

আরো পড়ুন: