বাখমুট থেকে সৈন্য তুলে নেবার হুমকি রাশিয়ার ওয়াগনার প্রধানের

ছবির উৎস, Concord Press Service
- Author, পল কারবি
- Role, বিবিসি নিউজ
রাশিয়ার পক্ষে যুদ্ধরত ওয়াগনার গ্রুপের নেতা বুধবারের মধ্যে ইউক্রেনের বাখমুট শহর থেকে তার সৈন্যদের প্রত্যাহার করে নেবার হুমকি দিয়েছেন। গোলাবারুদের সরবরাহ নিয়ে বিবাদের পর তিনি এই হুমকি দিয়েছেন।
এই বিবৃতি দেবার আগে যোদ্ধাদের পড়ে থাকা মৃতদেহের মধ্যে দিয়ে তার হাঁটার এবং রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের কাছে আরও রসদ চাওয়ার একটি ভিডিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
রাশিয়া কয়েক মাস ধরে এই শহরটি দখলের জন্য লড়াই চালাচ্ছে, যদিও এই শহর কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোঝিন তার এই সিদ্ধান্তের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে স্পষ্টভাবে দায়ী করেছেন।
“শইগু! গেরাসিমফ! গোলাবারুদ...কোথায়?...এরা এখানে স্বেচ্ছায় যুদ্ধ করতে এসে প্রাণ দিচ্ছে, যাতে তোমরা তোমাদের মেহগনি কাঠের অফিসঘরে বসে নিজেদের পেট মোটা করতে পারো।”
মি. প্রিগোঝিন প্রায়ই তার ক্রোধ উগরে দেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু এবং রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে লক্ষ্য করে।
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post
মি. প্রিগোঝিন প্রচারের আলোতে থাকতে ভালবাসেন এবং সাম্প্রতিক কয়েক মাসে তার প্রভাব কিছুটা খর্ব হয়েছে।
তিনি আগেও এধরনের হুমকিধামকি দিয়েছেন, কিন্তু তারপর কোন পদক্ষেপ না নিয়ে চুপ করে গেছেন – পরে তার হুমকি খারিজ করতে যুক্তি দিয়েছেন – তিনি ঠাট্টা করেছিলেন বা ওগুলো সেনা বাহিনীর মধ্যে মস্করা করা কথা।
মাত্র গত সপ্তাহেও রাশিয়ার যুদ্ধের সমর্থক এক ব্লগারকে তিনি বলেন যে, বাখমুটে ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের কাছে বুলেটের যে সরবরাহ রয়েছে তা আর মাত্র কয়েকদিনে ফুরিয়ে যাবে। তাদের কয়েক হাজার রাউন্ড গোলাবারুদের প্রয়োজন।
তিনি হুঁশিয়ারি দেন, এই ঘাটতি পূরণে যদি ব্যবস্থা নেয়া না হয় তাহলে তার ভাড়াটে সৈন্যরা হয় পেছু হঠতে বাধ্য হবে নয়ত সেখানে থেকে তাদের মরতে হবে: “সেটা হলে আমাদের আমলাদের লক্ষ্য যেটাই হোক্, অন্য সব কিছুই ভেঙে পড়বে।”

ছবির উৎস, Concord Press Service
বাখমুট দখলের লড়াই চলছে বেশ কয়েক মাস ধরে এবং এই যুদ্ধে প্রাণহানি হয়েছে কয়েক হাজার। সেখানে ইউক্রেন সামরিক বাহিনীর বিরুদ্ধে একসাথে লড়ছে ওয়াগনার সৈন্যরা এবং রুশ সেনা বাহিনী।
ইউক্রেনও যে কোন মূল্যে এই শহরের দখল ধরে রাখতে লড়াই চালাচ্ছে।
মি. প্রিগোঝিন বলেছেন, মঙ্গলবার রাশিয়া যাতে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান করতে পারে তার জন্য তার বাহিনী ১০ই মে পর্যন্ত বাখমুটে থাকতে সম্মত হয়েছে।
ফেব্রুয়ারি মাসে মি. প্রিগোঝিন মৃত সৈনিকদের লাশের আরেকটি ছবি সামজিক মাধ্যমে পোস্ট করেছিলেন এবং তাদের মৃত্যুর জন্য সেনা প্রধানকে দায়ী করেছিলেন।
ওয়াগনার গ্রুপের সৈন্যদের ইচ্ছে করে গোলাবারুদ না যোগানোর অভিযোগ রুশ সামরিক বাহিনী অস্বীকার করলেও তারা সম্মুখ রণাঙ্গনে সেসময় বাড়তি সরবরাহ পাঠিয়েছিল।
সৈন্যদের লাশের সামনে দাঁড়িয়ে ওয়াগনার গ্রুপ প্রধান তার নতুন ঘোষণায় বলেছেন ১০ই মে তারা “বাখমুটের ছাউনি বাধ্য হয়ে সরিয়ে নেবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্য ইউনিটে এবং সেখানে অবশিষ্ট ওয়াগনার সেনাদের সরিয়ে নেবার জন্য শিবিরে স্থানান্তর করবেন”।
End of বিবিসি বাংলায় সম্পর্কিত খবর:

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আমেরিকা ভিত্তিক সামরিক বিশ্লেষক রব লি-র যুক্তি হল ওয়াগনারের সর্বসাম্প্রতিক এই অভিযোগ থেকে মনে হচ্ছে, ইউক্রেনের দিক থেকে বড়ধরনের যে পাল্টা হামলা রাশিয়া আশঙ্কা করছে তা প্রতিহত করার লক্ষ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভবত গোলাবারুদের সরবরাহ রেশন করছে।
তিনি বলছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সবগুলো রণাঙ্গনের কথা ভাবতে হচ্ছে। কিন্তু মি. প্রিগোঝিন শুধু ভাবছেন বাখমুট দখলের কথা।
মি. প্রিগোঝিন নিজেই আভাস দিয়েছিলেন ইউক্রেন পাল্টা হামলা শুরু করবে ১৫ই মে। কারণ বসন্তের শেষ বর্ষণের পর আবহাওয়া শুকনো হলে ট্যাংক আর কামান চালানো সহজ হয়ে উঠবে।
অন্যদিকে, মি. প্রিগোঝিন একজন সেনা জেনারেলকে নিয়োগ করেছেন যাকে সম্প্রতি লজিস্টিক প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এই জেনারেল কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেফ গত বছর ইউক্রেনের দক্ষিণে বন্দর শহর মারিউপোলে বোমাবর্ষণের সময় কুখ্যাত হয়ে উঠেছিলেন ‘মারিউপোলের কসাই’ নামে। এক বছর আগে রাশিয়া শহরটির দখল নেয়।
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে তাকে ওয়াগনারের একটি প্রশিক্ষণ শিবিরে এবং সেখান থেকে বাখমুটের বিভিন্ন অবস্থানে যেতে দেখা গেছে।
মি. প্রিগোঝিন আগে বলেছিলেন তিনি মি. মিজিন্তসেফকে ওয়াগনার গ্রুপের এক কমান্ডারের ডেপুটি পদে নিয়োগের প্রস্তাব করেছেন কারণ এই জেনারেল ভাড়াটে সৈন্যদের জন্য গোলাবারুদ সরবরাহে ভাল কাজ করেছেন এবং দাগী কারাবন্দিদের ওয়াগনার সেনাবাহিনীতে নিয়োগের প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন।








