আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা
বাংলাদেশের বিষয়ে এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নেয়া উচিত হবে না যা ভারতের স্বার্থের বিপক্ষে যায় - যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাকে এমনটি বলেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। প্রথম পাতায় খবরটি ছেপেছে দৈনিক ইত্তেফাক।
লেখা হয়েছে সম্প্রতি ভারতের দুইদিনের সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে উঠে আসে ভারতে মহাসাগরে চীনের উচ্চাকাঙ্খা ইস্যু। এ সময় বাংলাদেশ ও ভারতের নির্বাচনের বিষয়টি গূরুত্ব পায় বৈঠকে।
একই প্রসঙ্গে মানবজমিনের শিরোনাম - এশিয়ায় চীনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত আলোচনা
তারা বলছে ভারত মহাসাগরে চীনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ খবর দিয়েছে অনলাইন ইকোনমিক টাইমস।
আলোচনার এজেন্ডায় উঠে আসে ভারতের প্রতিবেশী ইস্যু। এমন দুটি প্রতিবেশী বাংলাদেশ এবং মালদ্বীপের জাতীয় নির্বাচন যথাক্রমে আগামী বছরের শুরুতে এবং এ বছরের শেষের দিকে। এক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি হলো- তার প্রতিবেশীদের বিষয়ে এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত হবে না, যা ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়।
যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি অবস্থান দেশের জন্য অশনিসংকেত – দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম এটি।
এতে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে বিশ্বশক্তিগুলোর মেরুকরণ প্রকাশ্যে চলে এসেছে। কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত: এ প্রতিযোগিতা চলতে থাকলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে । এটা থামাতে ব্যর্থ হলে বিপদ বাড়তে পারে। তারা বলেছেন, বড় শক্তিগুলোর প্রতিযোগিতায় বাংলাদেশকে নিয়ে টানাটানি করা বিপজ্জনক। বাংলাদেশের সমস্যা নিজেদেরই সমাধান করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র কোন ভূখন্ডই দাবি করেনি-রাশেদ খান মেননের বক্তব্যে মার্কিন দূতাবাসের প্রতিক্রিয়া নিয়ে খবরটির এমন শিরোনাম করেছে দৈনিক মানবজমিন।
বুধবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে ‘রেজিম চেঞ্জ’ কৌশলের অংশ উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি দাবি করেছেন, তারা সেন্টমার্টিন চায়, কোয়াডে বাংলাদেশকে চায়। বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সব কিছু করছে।
পত্রিকাটি লিখেছে এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর শন ম্যাকিনটোশ মানবজমিনকে জানান, ‘যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ শক্তিশালী এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব বজায় রাখে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। দেশটির কোনো ভূখণ্ডের ওপর আমরা কোনো দাবি করিনি। নিরাপদ ও সুরক্ষিত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে আমরা মূল্য দিই এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের প্রচারে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের সম্পর্ক জোরদার করার চেষ্টা করি।’
End of বিবিসি বাংলায় আরো পড়ুন:
192 Bangladeshi American refute 6 congressmen’s statement – ইংরেজি দৈনিক ডেইলি সানের প্রধান শিরোনাম।
এতে বলা হয় ৬ মার্কিন কংগ্রেসম্যান শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে বিবৃতি দিয়েছেন সেটা অসত্য উল্লেখ করে ১৯২ বাংলাদেশি ও বংশোদ্ভূত মার্কিন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা লিখেছেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশি ও আমেরিকানরা কংগ্রেসম্যানের চিঠি থেকে মিথ্যা তথ্য প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
জামালপুরে সাংবাদিক হত্যার খবর প্রথম পাতায় ছাপিয়েছে দেশের প্রায় সবকয়টি জাতীয় পত্রিকা।
প্রথম আলো শিরোনাম করেছে - মোটর সাইকেল থেকে ফেলে সাংবাদিককে পিটিয়ে হত্যা। খবরে বিস্তারিত বলা হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাটহাটি মোড়ে গত বুধবার রাতে সাংবাদিক গোলাম রব্বানি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একজন দৌড়ে গিয়ে চলন্ত মোটরসাইকেলটি পেছন দিক থেকে টেনে ধরে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। গোলাম রব্বানি পড়ে যাওয়ার পরপরই একদল সন্ত্রাসী ওই সাংবাদিককে টেনেহিঁচড়ে কিল-ঘুষি ও ব্যাপক মারধর করতে থাকে।
সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখা গেছে। পুলিশ জানিয়েছে, ওই ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। সবাইকে ধরার চেষ্টা চলছে। ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে এই হত্যাকান্ড।
গোলাম রব্বানি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মারা যান। তিনি ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’–এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে ‘একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।
ঘটনাটি নিয়ে ইত্তেফাকের শিরোনাম বকশিগঞ্জে সাংবাদিককে পিটিয়ে হত্যা। হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল বিকেলে জামাল প্রেস ক্লাবে জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আর ইংরেজি দৈনিক নিউ এজের শিরোনাম Journalist murdered
উৎপাদন খরচ বৃদ্ধির প্রভাব পড়বে কোরবানি পশুর দামে – এটিই প্রধান শিরোনাম করেছে দৈনিক বণিক বার্তা।
তারা লিখেছে কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পশু কেনাবেচা। দেশে এখন কোরবানিযোগ্য পশু আছে চাহিদার চেয়ে ২১ লাখেরও বেশি। এর পরও এবার পশুর দাম বাড়তির দিকে থাকবে বলে জানিয়েছেন খামারিরা। এ বিষয়ে তাদের বক্তব্য হলো পশুখাদ্যের উপকরণের মূল্যবৃদ্ধি ও সার্বিক লালন-পালনের খরচ বাড়ার কারণেই এবার দাম বাড়তির দিকে থাকতে পারে।
ডেঙ্গুতে একদিনে রোগী ভর্তির রেকর্ড, ২৮৫ জন – দৈনিক সংবাদের শিরোনাম এটি।
বিস্তারিত বলা হয়েছে এক দিনে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুও হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি আছে ৯৩৭ জন।
আর চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪ হাজার ৮৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন মোট ২৯ জন। কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার প্রজননস্থল ধ্বংস না করলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
৫৮২ কোটি টাকা কি বাতাসে খেয়েছে? যুগান্তরের আরেকটি শিরোনাম। খবরটি ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের ঘটনায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-বিসিআইসিকে নিয়ে। এর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল না করায় হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে বলেন, টাকা কি বাতাসে খেয়েছে? কারা কেলেঙ্কারির সঙ্গে জড়িত, কারা টাকা আত্মসাৎ করেছে-সুনির্দিষ্ট করে তাদের নাম দিন।
৫ জুন ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের বিষয়ে বিসিআইসিকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়। পাশাপাশি দুদককে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন আদালত।
গুজরাটে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বিপর্যয় – ইত্তেফাকের শিরোনাম। তারা লিখেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌরাষ্ট্র উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।
আঘাত হানার সময় প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ৮০ থেকে ১০০ কিলোমিটার। পাকিস্তানের করাচি উপকূলেও ঝড়টি গতকাল মধ্যরাতে আঘাত হানার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগেই সতর্কতা বিবেচনায় উপকূলবর্তী দেড় লাখ মানুষকে সরিয়ে নিয়েছে ভারত ও পাকিস্তান। ঘূণিঝড়টি আঘাত হানার আগেই ভারতে আট জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
অন্যান্য খবর
চেষ্টা থাকলেও মান অর্জন হয়নি বাংলাদেশের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানব পাচার প্রতিবেদন ঘিরে এমন শিরোনাম দৈনিক সমকালের।
তারা লিখেছে মানব পাচার বিষয়ে এবারও বাংলাদেশের কোনো উন্নতি হয়নি। এই ইস্যুতে বর্তমানে বাংলাদেশ টায়ার-২ বা দ্বিতীয় শ্রেণিতে রয়েছে। মানব পাচারে শিকারদের সুরক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য প্রচেষ্টা রয়েছে। তবে ন্যূনতম মান অর্জিত হয়নি। এমন তথ্য উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত ২০২৩ সালের মানব পাচার প্রতিবেদনে।
১৮ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলায় ওসির সাথে আসামী স্ত্রী ও শাশুড়ি – খবরটি নয়া দিগন্তের। তারা লিখেছে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক ও পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি সৈয়দ আব্দুল্লাহ, তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে সোয়া ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
লাগামহীন শিক্ষাব্যয় – বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। খবরে বলা হচ্ছে কিন্ডারগার্টেন থেকে শুরু করে বেসরকারি স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়- সবখানে লাগামহীন ঘোড়ার গতিতে যেন বেড়েই চলেছে শিক্ষাব্যয়।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাব্যয় এখনো সাধ্যের মধ্যে থাকলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ চার্জ আদায় করা হয় অন্তত ১০ গুণ। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যয় যেন প্রায় শতগুণ হয়ে যায়। ইংলিশ মিডিয়ামে শিক্ষাব্যয়েরও নেই বাঁধাধরা কোনো নিয়ম। সবই যেন চলছে ফ্রিস্টাইলে। শিক্ষার কোনো পর্যায়েই টিউশন ফি নির্ধারণ নিয়ে কোনো নীতিমালা না থাকায় ইচ্ছামতো আদায় করা হচ্ছে গলাকাটা টিউশন ফি। এমন নৈরাজ্যে শিক্ষার্থী আর অভিভাবকদের চরম আর্থিক দুরবস্থার মুখোমুখি হতে হলেও কর্তৃপক্ষের যেন টনক নড়ছে না।
Hotter, drier summer may be new norm – ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান শিরোনাম। তারা লিখেছে গত এপ্রিল ও মে-তে রেকর্ড তাপমাত্রা ঘিরে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন যে দেশে এখন থেকে এমনটি নিয়মিতই হতে পারে। আবহাওয়া বিভাগ জানায় দেশের বিভিন্ন জায়গা জুড়ে গত এপ্রিলে ২৪ দিন আর মে মাসে ২২ দিন ধরে তাপপ্রবাহ চলে। এই দুই মাসে গত ৩০ বছরে সবচেয়ে কম বৃষ্টিপাতের ঘটনাও ঘটেছে।
একই পত্রিকার পেছনের পাতায় শিরোনাম – World saw hottest early June ever
এএফপির বরাত দিয়ে এই খবরে বলা হয়েছে অতীতের রেকর্ড পেছনে ফেলে বিশ্বের গড় তাপমাত্রা জুনের শুরুতে সবচেয়ে উষ্ণ ছিল। আর এই তাপমাত্রা রেকর্ড করেছে ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট মনিটরিং ইউনিট। বলা হচ্ছে এল নিনো আঘাত করায় তাপমাত্রা আরো বাড়তে পারে এবং আবহাওয়া চরমভাবাপন্ন হয়ে উঠতে পারে।