কুমিল্লায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন, সাতটি বগি লাইনচ্যূত

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে।
ছবির ক্যাপশান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে।

চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেন কুমিল্লার নাঙ্গলকোটে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বেশ কিছু যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যূত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন পৌঁনে সাতটার দিকে হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন।

এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর কয়েক ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় আহতদের আশেপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে।

তবে ঠিক কতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং মোট কতজন আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

রেলওয়ে কর্মকর্তারা বলছেন হাসানপুর স্টেশনে তখন মালবাহী ট্রেনটিরই দাঁড়ানোর কথা ছিলো। কিন্তু যাত্রীবাহী ট্রেনটি ওই একই লাইনে এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দিলে এর ইঞ্জিন ও ছয়টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান মেহেবুব বিবিসি বাংলাকে বলেছে দুর্ঘটনায় গুরুতর আহত ৩/৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর ৩০/৪০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

“গুরুতর আহত হলেও কেউ মারা যাননি। আমরা ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ দ্রুত চালুর জন্য একটি লাইন উন্মুক্ত করার চেষ্টা করছি। আর লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করবে,” বিবিসি বাংলাকে বলছিলেন মি. মেহেবুব।

তুলনামূলক সস্তা ও নিরাপদ বাহন হওয়ায় অনেক মানুষ ট্রেনে ভ্রমণ করেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ফাইল ছবি: তুলনামূলকভাবে নিরাপদ বাহন ভেবে বাংলাদেশে অনেক মানুষ ট্রেনে ভ্রমণ করেন

ট্রেন দুর্ঘটনার ঘটনাটি তদন্তের জন্য কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

রাত সাড়ে দশটায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন যে ঢাকা -চট্টগ্রাম রুটের একটি লাইন সচল হয়েছে। উদ্ধারকারী ট্রেন রাতেই এসে আরেকটি লাইন সচল করলে রুটটি পুরোপুরি চালু হয়ে যাবে।

অন্যদিকে সোনার বাংলা এক্সপ্রেস ১৭ এপ্রিলের ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার শিডিউল বাতিল করেছে রেলকর্তৃপক্ষ।