দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলি বিমান হামলা

ইসরায়েলি বিমান হামলার পর গাজা সিটির আকাশে ধোঁয়ার কুণ্ডলি

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ইসরায়েলি বিমান হামলার পর গাজা সিটির আকাশে ধোঁয়ার কুণ্ডলি

ইসরায়েলি সামরিক বাহিনী গতরাতে দক্ষিণ লেবানন ও গাজায় অনেকগুলো বিমান হামলা চালিয়েছে।

তারা বলছে,সেখানে থাকা ফিলিস্তিনি হামাস গোষ্ঠী-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু ও “সন্ত্রাসী অবকাঠামোর” ওপরই এসব আক্রমণ চালানো হয়েছে।

আক্রান্ত লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্র তৈরির কারখানা, ওয়ার্কশপ ও সুড়ঙ্গ রয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানায়।

ফিলিস্তিনিরাও এর জবাবে গাজা থেকে অন্তত ৪৪টি রকেট হামলা চালায়। এগুলোর বেশিরভাগই ইসরায়েলের ‘আয়রন ডোম’ নামের প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথে থামিয়ে দেয়, তবে একটি রকেট সিডেরট শহরের একটা বাড়ির ওপর আঘাত হানে।

দু'পক্ষের কোন আক্রমণেই কেউ হতাহত হবার খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের ভেতরে মোট ৩৪টি রকেট নিক্ষেপ করা হয়, এবং হামাসই এসব আক্রমণ চালিয়েছে।

হামাস অবশ্য এ রকেট হামলার ব্যাপারে কিছু বলেনি, তবে বৈরুত সফররত সংগঠনটির নেতা ইসমাইল হানিয়ে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা “হাত গুটিয়ে বসে থাকবে না।“

ফিলিস্তিনিরা ইসরায়েলের দিকে ৪০টিরও বেশি রকেট নিক্ষেপ করে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ফিলিস্তিনিরা ইসরায়েলের দিকে ৪০টিরও বেশি রকেট নিক্ষেপ করে

ইসরায়েল-ফিলিস্তিনি উত্তেজনা ক্রমশ বাড়ছে

বিবিসির সংবাদদাতা বলছেন, গত ১৭ বছরে এটিই লেবানন থেকে ইসরায়েলের ওপর চালানো সবচাইতে বড় আকারের রকেট আক্রমণ – এবং এর জবাবেই ইসরায়েলিরা গত রাতের বিমান হামলাগুলো চালিয়েছে।

এ সপ্তাহেই আরো আগের দিকে জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের পর পর দুই রাত ধরে চালানো অভিযানের জেরে উত্তেজনা বেড়ে গিয়েছিল।

ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান ওই মসজিদটির ভেতরে ইসরোয়েলি অভিযানের সময় সহিংস সংঘাত চলে এবং গোটা অঞ্চলে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়।

গতরাতে লেবাননের রশিদিয়াতে ফিলিস্তিনি শরণার্থী শিবির এবং এর ৪ কিমি দক্ষিণে আল-কুলায়লায় দু-তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

প্রকাশিত ছবিতে একটি সেতু ধ্বংস হয়েছে বলে দেখা গেছে।

বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, লেবাননের ক্ষমতাধর হেজবোল্লাহ আন্দোলন রকেট হামলাগুলোতে সরাসরি জড়িত ছিল না, তবে বিশ্লেষকদের মতে তাদের অনুমোদন ছাড়া দক্ষিণ লেবানন থেকে কোন আক্রমণ পরিচালনা সম্ভব নয়।

পশ্চিম তীরে দুই ইসরায়েলি মহিলা নিহত

আরেক খবরে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে এক আক্রমণে দুই ইসরায়েলি মহিলা নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।

হামরা নামে একটি ইহুদি বসতি এলাকার কাছে ওই ঘটনায় তৃতীয় আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, সন্দেহভাজন লোকেরা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে সেটি দুর্ঘটনা ঘটায়।

সৈন্যরা গুলিবর্ষণকারীকে খুঁজছে বলে জানানো হয়েছে।