‘বনের জমিতে দেড় শতাধিক কারখানা, শতকোটি টাকার বাণিজ্য’

গাজীপুরের বন দখল নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ‘বনের জমিতে দেড় শতাধিক কারখানা, শতকোটি টাকার বাণিজ্য’।
প্রতিবেদনে বলা হচ্ছে, গাজীপুরে সংরক্ষিত বনের জমিতে কারখানা, খামার, আলিশান রিসোর্ট, পিকনিক ও শুটিং স্পট নির্মাণ করে বছরে শতকোটি টাকার বাণিজ্য করছে পৌনে দুই শতাধিক প্রতিষ্ঠান।
ব্যক্তিগত প্রভাব এবং অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে ব্যক্তিগত জমির সঙ্গে থাকা বনের জমি দখল করে গড়ে তোলা হয়েছে এসব প্রতিষ্ঠান। সংরক্ষিত বনে বা বন ঘেঁষে তৈরি করা এসব প্রতিষ্ঠানের অনেকের নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
বন বিভাগের তালিকা অনুযায়ী, গাজীপুরের শ্রীপুর, কালিয়াকৈর ও সদর উপজেলায় ১২ হাজার ৩২১ একর বনের জমি অবৈধ দখল হয়ে গেছে। এর মধ্যে ১৭৪টি প্রতিষ্ঠানের দখলে রয়েছে ৫০০ একর জমি।
গত এপ্রিল মাসে বন বিভাগ ও জেলা প্রশাসন শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করেছে মাত্র আট দশমিক ৭৯ একর বনভূমি।

সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রথম আলোর প্রধান শিরোনাম, ‘ক্ষতিপূরণ থেকে বাদ পড়ছেন গরিবেরা’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুসারে, সড়ক দুর্ঘটনায় হতাহত প্রত্যেকের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে। সরকার এর জন্য তহবিলও গঠন করেছে।
খবরে বলা হয়েছে, প্রচারের অভাবে তহবিলের কথা জানতে পারছেন না ভুক্তভোগী ব্যক্তি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা। ফলে আবেদন কম পড়ছে।
গত বছরের জানুয়ারি থেকে পরের ১৫ মাসে সড়ক দুর্ঘটনায় যত মানুষ হতাহত হয়েছেন, তার মাত্র সাত দশমিক ২৯ শতাংশ ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন।
এ নিয়ে বিআরটিএ জানিয়েছে, আবেদন করতে প্রক্রিয়াগত জটিলতা এবং ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে রয়েছে দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে।
বিআরটিএর হিসাবে, ১৫ মাসে যত আবেদন পড়েছে, এর মধ্যে মাত্র ২৬৭টির বিপরীতে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সংখ্যাটি মোট আবেদনের মাত্র ২৩ শতাংশ।
সরকার ২০১৮ সালে সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার বিধান যুক্ত করে। ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিধিমালার প্রজ্ঞাপন জারি হয় গত বছরের তেসরা জানুয়ারি।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
বাংলাদেশে অর্থনীতির চলমান সংকট নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, ‘মূল্যস্ফীতি ও ঋণঝুঁকিই অর্থনীতির বড় সমস্যা’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমানে খুবই জটিল, আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে রয়েছে দেশ। অর্থনীতির দিক থেকে ত্রিমুখী সমস্যার কথা জানান তারা।
সেগুলো হল: উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির নিম্নগতি।
এছাড়া দেশ থেকে বাড়ছে টাকা পাচার। বিনিয়োগের ক্ষেত্রে সবকিছু নেতিবাচক। বিদ্যুৎ বিল, সুদহার, মুদ্রার বিনিময় হার এবং শ্রমিকের মজুরি বেড়েছে।
অপরদিকে প্রণোদনা ও মার্কেট একসেস কমবে। অর্থাৎ সব সমস্যা একত্রিত হয়েছে। প্রতিটি জায়গায় অপচয়, অদক্ষতা এবং সুশাসনের অভাবের কথাও তারা তুলে ধরেন।
এ অবস্থায় নতুন সরকার ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে। ফলে বাজেট বাস্তবায়নে অপচয় রোধ, অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং সুশাসন নিশ্চিত করতে হবে। ব্যাংকিং খাত সংস্কারে নিতে হবে বড় উদ্যোগ।
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিষয়ে ডিবি প্রধানের বক্তব্য নিয়ে ইত্তেফাকের প্রধান শিরোনাম, ‘মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রপচার করতেন মিল্টন: ডিবি’।
রোববার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোঃ হারুনুর রশিদ। তিনি বলেন, মিল্টন অসুস্থ ব্যক্তিদের কোন হাসপাতালে নিতেন না।
মিল্টনের অস্ত্রোপচার কক্ষে শুধু কয়েকটি ছুরি ও ব্লেড পাওয়া গেছে। এখানে তিনি নিজেই অস্ত্র প্রচার করতেন। এদিকে মানব পাচার আইনে করা মামলায় মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
প্রতিবেদনে আরও বলা হয়, মির্টন সমাদ্দার ৯০০ মরদেহ দাফন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে ১০০ মরদেহ দাফনের কথা জানিয়েছেন।

বাণিজ্যের জট খোলা নিয়ে দ্য ডেইল স্টারের প্রধান শিরোনাম, ‘Taka to trade more freely by next month’ অর্থাৎ, ‘আগামী মাসের মধ্যে আরও অবাধে বাণিজ্য করতে পারবে টাকা’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বিনিময় হার আরও নমনীয় করতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতির জন্য বাংলাদেশ আগামী মাসের মধ্যে একটি ক্রলিং পেগ সিস্টেম চালু করবে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি মূল প্রেসক্রিপশন।
ক্রলিং পেগ সিস্টেম হল বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট বিনিময় হারসহ একটি মুদ্রার দাম কিছুটা ওঠানামা করার অনুমতি দেওয়া হয়।
সাধারণত, সিস্টেমটি মুদ্রার বিনিময় মূল্য অতিরিক্ত ওঠানামা নিয়ন্ত্রণে সাহায্য করে, বিশেষ করে মূদ্রার মান অবমূল্যায়নের ঝুঁকি তৈরি হলে।
কারেন্সি পেগগুলি উন্নয়নশীল অর্থনীতির দেশ মুদ্রা ডলার বা ইউরোর মাধ্যমে নির্ধারিত হয়।
বাংলাদেশ ব্যাংক এরিমধ্যে আইএমএফকে টাকার জন্য এ ব্যবস্থা বাস্তবায়নের কথা জানিয়েছে।
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ আইএমএফ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচিতে প্রবেশ করে।
দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে এবং তৃতীয় কিস্তি দেয়ার আগে বাংলাদেশ এই ঋণের শর্ত পূরণ করছে কিনা তা পর্যালোচনা করতে ২৪শে এপ্রিল থেকে আইএমএফ মিশন ঢাকায় রয়েছে।
তারা নতুন বা সংশোধিত শর্তগুলো চূড়ান্ত করবে, যার মধ্যে রিজার্ভের ন্যূনতম লক্ষ্য অর্জন অন্তর্ভুক্ত থাকতে পারে।

পুঁজিবাজারকে ঘিরে দুর্নীতি নিয়ে সমকালের প্রধান শিরোনাম, ‘পুঁজিবাজারের ‘খলনায়ক’ ফারুক’। প্রতিবেদনে বলা হচ্ছে, ‘ফার’ গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদের ফারুক শেয়ার নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে দুর্নীতি করে আসছেন।
এতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আশকারা আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সাধারণ বিনিয়োগকারীকে পথে বসিয়ে ফারুক টাকার পাহাড় গড়েছেন বলে প্রতিবেদনে উঠে আসে। কারসাজির বিষয়ে নিরেট প্রমাণ থাকলেও ফারুকসহ তার দলবলের বিরুদ্ধে বিএসইসি কোনো সময় কঠোর ব্যবস্থা নেয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। কেবল সাতটি ঘটনায় আর্থিক জরিমানা করে যা টাকার অঙ্কে যা মাত্র দুই কোটি।
অবশ্য তার বিরুদ্ধে যত টাকার অনিয়মের প্রমাণ নিয়ন্ত্রক সংস্থার হাতে আছে, সে তুলনায় এ জরিমানার অঙ্ক লোক দেখানো বলে মনে করেন সংশ্লিষ্টরা।


উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ‘ভোটে বহিষ্কার আন্দোলনে প্রত্যাহার’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপির মাঠপর্যায়ের অনেক নেতা বহিষ্কার সত্ত্বেও নির্বাচনে আছেন। তারা বলছেন, টানা ভোট বর্জনে মাঠপর্যায়ে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বহিষ্কৃত হয়েও নির্বাচনের মাঠে আছেন তারা।
এর আগেও বিএনপি জাতীয় ও স্থানীয় সরকারের ভোট বর্জনের ঘোষণা দিলেও দলের মাঠপর্যায়ের অনেক নেতাই মানেননি। তাই বহিষ্কারের পথে হেঁটেছে দল।
কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যখন কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি, তখন বহিষ্কৃত অনেককে দলে ফিরিয়ে আনা হয়।
এ মাসে আট তারিখ থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনের চার ধাপের মধ্যে এ পর্যন্ত তিন ধাপের মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে দুই ধাপের প্রার্থী চূড়ান্ত হয়েছে।
এ দুই ধাপে উপজেলা পরিষদের তিন পদে প্রার্থী হওয়ায় ১৩৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত মেনে সরে দাঁড়িয়েছেন প্রথম ধাপে ১৬ ও দ্বিতীয় ধাপে ১২ জন।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘণ নিয়ে মানবজমিনের প্রধান শিরোনাম, ‘উপজেলা ভোটেও আচরণবিধি লঙ্ঘনের হিড়িক’।
প্রতিবেদনে বলা হচ্ছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। এতে দলটির প্রার্থীদের মধ্যে বিভক্তি চরমে পৌঁছেছে।
প্রার্থীরা বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচন কমিশন ও দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছেন।
যদিও ইসির পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।
ইসির পক্ষ থেকে বলা হয়েছে মন্ত্রীরা সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।
এমপির ভাই বা আত্মীয় নির্বাচন করবে কিনা এ নিয়ে আইনে কোনো ব্যত্যয় নেই। নির্বাচন কমিশন দেখবে আচরণবিধি লঙ্ঘন হয় কিনা।

সুন্দরবনের আগুন নিয়ে সংবাদের প্রধান শিরোনাম, ‘সুন্দরবনের ১০ একর জায়গাজুড়ে আগুন: বনবিভাগ নিয়ন্ত্রণে এসেছে বললেও স্থানীয়রা বলছে আগুন এখনও নেভেনি’
প্রতিবেদনে বলা হচ্ছে, পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় দুই কিলোমিটারজুড়ে ১০ একরেরও অধিক এলাকা দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে বন বিভাগ দাবি করলেও, জেলে বাওয়ালী ও এলাকাবাসী বলেছেন কোথাও কোথাও আগুন এখনও জ্বলছে।
শনিবার বিকেল তিনটা থেকে জ্বলতে থাকা আগুন ১৫ ঘণ্টা পর রোববার সকাল ছয়টা থেকে নিয়ন্ত্রণের জন্য দুপুর তিনটা পর্যন্ত বিমানবাহিনীর একটি হেলিকপ্টার, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, নৌবাহিনী, বনরক্ষী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বনের মাটিতে পড়ে থাকা বিভিন্ন গাছের পাতার স্তূপের মধ্যে আগুন জ্বলছে। অন্তত ৫০টি জায়গায় আগুন জ্বলছে বলে দৃশ্যমান হয়েছে।
এদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।











