বিএনপির অলআউট কর্মসূচি, বেড়েছে বেকারের সংখ্যা এবং প্রেস ফ্রিডম ডে নিয়ে খবর

ডিজিটাল নিরাপত্তা আইন; স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আইনটির প্রয়োগ হচ্ছে – দৈনিক প্রথম আলোর এটি অন্যতম খবর। প্রেস ফ্রিডম ডে অর্থাৎ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আইনটি বাতিলসহ পাঁচদফা দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। খবরে বলা হয়েছে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা মনে করেন যে ভয় দেখানোর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে এবং এখন আইনটির অপপ্রয়োগ হচ্ছে বলে মনে করছেন তারা।
একই বিষয় নিয়ে দৈনিক সমকালের শিরোনাম ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে’। জাতিসংঘের ইউনেস্কো ঘোষিত এই দিবসটির চলতি বছরের প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকশক্তি’।
একই খবর নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম Repeal DSA, amend all anti-press laws.
এই দিবস নিয়ে ইংরেজি দৈনিক দ্য নিউ এজের প্রধান শিরোনাম Press freedom shrinks as attacks, prosecution on ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কীভাবে সাংবাদিকদের আটক, তাদের ওপর হামলা এবং শারিরীক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে সেসব তথ্য তুলে ধরা হয়েছে তাদের এই বিশেষ প্রতিবেদনে।
দৈনিক সমকালের প্রধান শিরোনাম দূতাবাসের গাড়িচালকের পকেটে ১০ কোটি টাকা। তাদের এই বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ঢাকায় মালয়েশিয়ার ভিসা বাণিজ্যের বিষয়টি।

ছবির উৎস, বিবিসি
দৈনিক যুগান্তরের প্রধান খবর ‘অলআউট মাঠে নামার প্রস্তুতি বিএনপির চূড়ান্ত আন্দোলনের খসড়া প্রস্তুত’। যে প্রতিবেদনে বিএনপির সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতির কথা বলা হয়েছে।
একই বিষয়ে প্রধান শিরোনাম করেছে দৈনিক নয়াদিগন্ত ‘বিএনপির চূড়ান্ত কর্মসূচি ঢাকা অভিমুখে’।
দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ‘বিএনপির সঙ্গে আর কথা বলার কিছু নেই-প্রধানমন্ত্রী’। ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে যা বলেছেন প্রধানমন্ত্রী তাই এই খবরে উঠে এসেছে।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
সবচেয়ে অস্বাস্থ্যকর এপ্রিল দেখল ঢাকা -দেশের বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। যে খবরে বলা হচ্ছে গত সাত বছরের এপ্রিল মাসগুলোর তুলনায় এ বছরের এপ্রিল ছিল রাজধানীবাসীর জন্য সবচেয়ে অস্বাস্থ্যকর। এ সময়ের গড় বায়ুদূষণের তুলনায় এবার এপ্রিলে দূষণ বেড়েছে প্রায় ২৬.৯৩ শতাংশ।
দৈনিক মানবজমিনের প্রধান খবর 'কেন শহর ছাড়ছে মানুষ?'। এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন।
এছাড়াও তারা শিরোনাম করেছে ‘বছরের প্রথম প্রান্তিকে দেশ বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার’। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রান্তিকভিত্তিক শ্রমশক্তি জরিপের তথ্যে বেকারের এই চিত্র উঠে এসেছে।
যেখানে বলা হয়েছে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের হিসাবে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজার। সংখ্যাটি গত অক্টোবর থেকে ডিসেম্বর ওই সময়ের তুলনায় বেশি।
এই খবর নিয়ে দৈনিক সংবাদের প্রধান শিরোনাম ‘তিন মাসে দেশে বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার’। বিবিএসের শ্রমশক্তি জরিপের প্রতিবেদনে বলা হয়েছে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত সাতদিনে কমপক্ষে এক ঘণ্টাও কাজ করেনি কিন্তু গত সাত দিনে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে বেতন মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন।
দৈনিক ইত্তেফাকও এই একই খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ছবির উৎস, বিবিসি
একই বিষয়ে প্রথম আলোর শিরোনাম ‘দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার মানুষ’। বেকার সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন “কৃষিকাজে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়। এ খাতে কাজের সুযোগ মৌসুমভিত্তিক ওঠানামা করে। চলতি বছরেরে প্রথম তিন মাস মন্দা গেছে। কৃষিতে শ্রমিকের চাহিদা কমায় সার্বিকভাবে বেকারের সংখ্যা বেড়েছে’। খবরে আরও বলা হয়েছে প্রতিমন্ত্রী বলেছেন এপ্রিল-মে থেকে শ্রমিকেরে চাহিদা বাড়বে।
দৈনিক বণিক বার্তার প্রধান খবর ‘২০২৩ সালের প্রথম প্রান্তিক ভালো যায়নি বেশিরভাগ কর্পোরেট গ্রুপের।
তাদের এই বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যয় বৃদ্ধি ও দেশের বাজারে টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতিতে বেড়েছে কোম্পানিগুলোর পরিচালন ব্যয় ও পণ্যের উৎপাদন খরচ।
অন্যান্য খবর:
রোহিঙ্গা প্রতিনিধিরা দেখতে যাচ্ছেন রাখাইন পরিস্থিতি – এই খবর এসেছে প্রথম আলোতে। তাদের এই প্রতিবেদনে বলা হচ্ছে মিয়ানমার এই প্রথমবারের মতো তাদের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলকে রাখাইনে আমন্ত্রণ জানিয়েছে।
WB to give $2.75b over next 5 years - ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটি খবর।
বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে ২২৫ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে গত ১লা মে। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে ডেইলি স্টার।
একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম -পাঁচ প্রকল্পে বিশ্বব্যাংক ২২৫ কোটি ডলারের ঋণ চুক্তি।
আর প্রথম আলো শিরোনাম করেছে প্রায় ২৪ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ। খবরে বলা হয়েছে- আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পের জন্য এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সেদিন প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সদর দপ্তরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেছেন “বাংলাদেশ কখনও খেলাপি হয়নি ও ঋণের ফাঁদে পড়েনি’।

ছবির উৎস, বিবিসি
প্রধানমন্ত্রীর এই বক্তব্যই দৈনিক বণিকবার্তার শিরোনাম ‘বাংলাদেশ কখনও ঋণের ফাঁদে পড়েনি’। অন্যদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যে বলেছেন বাংলাদেশের সাফল্য থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে সেটিও দ্বিতীয় শিরোনাম করেছে দৈনিকটি।
একই বিষয়ে দৈনিক সংবাদের শিরোনাম ‘বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী’।
IMF find $3 b export receipt gap – দ্য নিউ এজের আরেকটি খবর। বাংলাদেশে রপ্তানি হওয়া পণ্যের বিপরীতে ৩০০ কোটি ডলার কেন দেশে আসছে না তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবরে বলা হচ্ছে, বাংলাদেশে সফররত আইএমএফ প্রতিনিধিদল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকের সময় এই বিষয়টি উত্থাপন করে।
একই খবর নিয়ে প্রথম আলোর শিরোনাম - রপ্তানির ৩০০ কোটি ডলার কেন আসছে না প্রশ্ন আইএমএফের। খবরে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে আইএমএফ মূলত রপ্তানির আড়ালে অর্থ পাচার নিয়ে কথা বলেছে। যেখানে বলা হচ্ছে অর্থ পাচার বাংলাদেশের একটি বড় সমস্যা হয়ে উঠছে।
দৈনিক মানজবিনের খবর ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জনের মৃত্যু। ঈদুল ফিতরের যাতায়াতে দেশের সড়ক-মহাসড়কে ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৩৪১টি দুর্ঘটনায় মোট নিহত ৩৫৫ ও আহত ৬২০। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ছবির উৎস, বিবিসি








