মমতা ব্যানার্জীর মাথা কেটে আনলে ১১ লক্ষ রুপির 'পুরস্কার' ঘোষণা বিজেপি নেতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মাথা কেউ কেটে আনতে পারলে তাকে ১১ লাখ রুপি 'পুরস্কার' দেওয়ার কথা ঘোষণা করেছে এক বিজেপি নেতা।

উত্তরপ্রদেশের আলীগড়ের বাসিন্দা যোগেশ ভার্শনে বিজেপি-র যুব শাখার নেতা।

তবে দল যে তার ওই বক্তব্যকে অনুমোদন দিচ্ছে না, সেটাও বিজেপি স্পষ্ট করেই জানিয়েছে।

মি. ভার্শনে মঙ্গলবার আলীগড়ের স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই ঘোষণা দেন।

আরো পড়ুন:

পশ্চিমবঙ্গে 'হনুমান জয়ন্তী'র মিছিলে পুলিশের বাধা দান ও তারপরে লাঠি চালানোর ঘটনার প্রেক্ষিতেই তিনি ক্ষুব্ধ বলে নিজেই জানিয়েছেন মি. ভার্শনে।

মিজ. ব্যানার্জীর সরকার হিন্দুদের আক্রমণ করছেন বলে মন্তব্য করেন ওই বিজেপি নেতা।

ওই বক্তব্য সামনে আসার পরে আজ সারা দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি।

একদিকে যেমন পার্লামেন্টে সংসদ সদস্যরা, বিশেষত নারী সদস্যরা এ নিয়ে প্রতিবাদ করেন, অন্যদিকে সামাজিক মাধ্যমেও কড়া সমালোচনার মুখে পড়েছে বিজেপি।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যেমন পার্লামেন্টে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে, তেমনই রাজ্য সরকারের পক্ষ থেকেও উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আলীগড়ের এক তৃণমূল নেতার লিখিত অভিযোগের ভিত্তিতে যোগেশ ভার্শনের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।

আইনজীবীরা বলছেন, এই হুমকি একজনকে হত্যার হুমকি দেওয়ার সামিল।

তবে বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নকভি অবশ্য জানিয়েছেন ওই ঘোষণা তারা কোনওমতেই সমর্থন করে না।

মি. ভার্শনে যে দলের একজন সাধারণ সদস্য, কোনও বড় নেতা নন, সেটাও জানিয়েছেন বিজেপি নেতারা।

অনেকেই মনে করছেন প্রচারের আলোয় আসার জন্যই এই হুমকি দেওয়া হয়েছে।