আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পছন্দ না হলে চলে যান, অভিবাসীদের ডাচ প্রধানমন্ত্রী
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট দেশটিতে আসা অভিবাসীদের উদ্দেশ্য করে বলেছেন যেসব লোক নেদারল্যান্ডসে বাস করতে পছন্দ করেন না তাদের ওই দেশ ছেড়ে চলে যাওয়াই উচিত।
ডাচ একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রুট আরও বলেছেন দেশটিতে আসা নতুন অভিবাসীরা স্বাধীনতার কথা বলে নিজ সাংস্কৃতিক আচরণ যেভাবে ডাচদের ওপর চাপিয়ে দিচ্ছে সেটা 'বিরক্তিকর'।
এর কারণে ডাচদের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং অভিবাসীদের হাতেই দেশ চলে যাচ্ছে বলে মনে হচ্ছে।
তিনি আরো বলেছেন, কিছু মানুষ যে নারীদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানাচ্ছে সেটা খুবই 'উদ্ভট' আচরণ।
দেশটিতে মার্চ মাসেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতামত জরীপে দেখা যাচ্ছে সেখানে ইসলাম বিদ্বেষী মতাদর্শে বিশ্বাসী ফ্রিডম পার্টি শীর্ষে রয়েছে।
পুরো ইউরোপ জুড়ে এক ধরনের অভিবাসী ও শরণার্থী বিরোধী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠছে।
আরও পড়ুন: