শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন ফেরদৌসি প্রিয়ভাষিণী

ফেরদৌসি প্রিয়ভাষিণী
ছবির ক্যাপশান, ফেরদৌসি প্রিয়ভাষিণী

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৪ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ফেরদৌসি প্রিয়ভাষিণী।

বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সম্পর্কিত গেজেট প্রকাশ করেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিবিসি বাংলাকে বলেন দেরীতে হলেও গেজেটটি প্রকাশ হওয়ায় তারা আনন্দিত।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ছবির ক্যাপশান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

“অনেক আগেই ফেরদৌসি প্রিয়ভাষিণীর এই স্বীকৃতি প্রাপ্য ছিলেন। নানা কারণে গেজেট প্রকাশে দেরী হয়ে গেছে। তবে মুক্তিযোদ্ধা হিসেবে উনি শুরু থেকেই প্রাপ্য সব সুবিধা পাবেন”।

এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভায় ফেরদৌসি প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত হয়।

তার আবেদনের প্রেক্ষিতে কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়।

কয়েক মাস আগে তিনি এ আবেদন করেছিলেন।

সরকার এর আগে ১২২জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে।