মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে প্রতিরক্ষা শিল্প পার্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। জুলাই গণ-অভ্যুত্থানের সময় চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
    • বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "একটি গোষ্ঠী" নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। সেটা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
    • যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
    • ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে সর্বশেষ জিম্মি মাস্টার সার্জেন্ট র‍্যান গিভিলির মরদেহ উদ্ধার করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর পথ খুলেছে।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে তারা কারও উপর প্রতিশোধ নেবেন না। দেশ সকল নাগরিকের, কোনও একক গোষ্ঠীর নয়।
    • দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
    • ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।
    • স্ত্রী ও সন্তান হারানোর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। মানবিক দিক বিবেচনায় হাইকোর্ট তার ছয় মাসের জামিন মঞ্জুর করে।
    • ঢাকার মোহাম্মদপুর থানার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
    • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতা-কর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।
    • দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে এক হাজার ৫৭৪ টাকা দাম বেড়ে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে 'বহিরাগতদের' কানে ধরে ওঠবস করানোর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
    • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সারাদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
    • জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীসহ ছয়জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. ভোট দিয়ে চলে আসলেই চলবে না, ওখানে থাকতে হবে: তারেক রহমান

    বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান
    ছবির ক্যাপশান, গত অক্টোবরে বিবিসি বাংলাকে লন্ডন থেকে ভার্চুয়ালি সাক্ষাৎকার দিয়েছিলেন তারেক রহমান

    বাংলাদেশে বর্তমানে "একটি গোষ্ঠী" নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাই সবাইকে নিজ নিজ ভোটকেন্দ্রে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি আজ সোমবার বিকেলে হাতিয়ায় নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    তার ভাষায়, "গত ১৫-১৬ বছরে ভোট দিতে পারেননি, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা করেছে, তারা দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।"

    "তাই, আপনাদের সচেতন থাকতে হবে। যেসব মুসলমান ভাই আছেন, তারা ১২ তারিখে তাহাজ্জুদ পড়ে স্ব স্ব ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। অন্য ধর্মের ভোটারদেরকেও সাথে করে নিয়ে যাবেন, যাতে তারা সকাল সকাল ভোটকেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারেন," যোগ করেন তিনি।

    শেষে তিনি আরও বলেন, "ভোট দিয়ে চলে আসলেই চলবে না। ভোট দিয়ে ওখানে থাকতে হবে। যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে আনতে হবে।"

  3. মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে প্রতিরক্ষা শিল্প পার্ক

    প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেজার গভর্নিং বোর্ডের সভার পর ব্রিফিং করেন চৌধুরী আশিক মাহমুদ

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেজার গভর্নিং বোর্ডের সভার পর ব্রিফিং করেন চৌধুরী আশিক মাহমুদ

    বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    সোমবার একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার নির্বাহী চেয়ারম্যান চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

    বার্তা সংস্থা বাসস এই তথ্য দিয়েছে।

    সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেজার গভর্নিং বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, মিরসরাইয়ে ৮০ একর জায়গা অতীতে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই প্রকল্পটি বাতিল হওয়ায় জমিটি নতুনভাবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা প্রতিরক্ষা শিল্প পার্ক হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বেজার মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।

    তিনি বলেন, ''বৈশ্বিক প্রতিরক্ষা শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এ খাতে বাংলাদেশ অংশগ্রহণকারী দেশ হিসেবে প্রবেশের সুযোগ রয়েছে। পাশাপাশি এই পার্কের মাধ্যমে দেশের সামরিক সরঞ্জামের সরবরাহব্যবস্থা নিরাপদ করাও লক্ষ্য''।

    সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের উদাহরণ দিয়ে চৌধুরী আশিক মাহমুদ বলেন, অনেক সময় আধুনিক যুদ্ধবিমান নয়, বরং গুলি কিংবা ট্যাংকের অ্যাক্সেলের মতো মৌলিক সরঞ্জামের ঘাটতিই বড় সংকট তৈরি করে। এ ধরনের সরঞ্জাম দেশেই উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

    দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা, প্রধান উপদেষ্টার কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ আলোচনার ফল হিসেবেই এই প্রস্তাব এসেছে বলে জানান আশিক চৌধুরী। নীতিগত অনুমোদনের পর জাতীয় অর্থনৈতিক অঞ্চল মাস্টারপ্ল্যানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক অন্তর্ভুক্ত করার কাজ দ্রুত শুরু হবে।

    সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেজা।

    এছাড়া সভায় কুষ্টিয়া চিনিকলকে পূর্ণাঙ্গ শিল্প পার্কে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেজার গভর্নিং বডির সভায়।

  4. শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে নিহত অন্তত ১৭, বিদ্যুৎ বিহীন লাখো মানুষ

    বরফের মাঝে গাড়ি ঠেলছেন কয়েকজন লোক

    ছবির উৎস, Andres Kudacki/Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে

    যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

    এখন পর্যন্ত নিউ ইয়র্ক, টেনেসি, লুজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাসে একটি স্লেডিং দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরী নিহত হয়।

    ঝড়ের কারণে দেশজুড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বহু স্কুল বন্ধ করা হয়েছে।

    বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে হাজার হাজার সড়কও বন্ধ হয়ে গেছে।

  5. গাজা থেকে শেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের

    মাস্টার সার্জেন্ট র‍্যান গিভিলি

    ছবির উৎস, Courtesy of Bring Them Home Now/Handout via REUTERS

    ছবির ক্যাপশান, মাস্টার সার্জেন্ট র‍্যান গিভিলি

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে সর্বশেষ জিম্মির মরদেহ উদ্ধার করেছে।

    গত অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাস্টার সার্জেন্ট র‍্যান গিভিলিকে খুঁজছিলো ইসরায়েল।

    শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। এর আওতায় ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ২৭ জন মৃত ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ বা দেহাবশেষ হস্তান্তর করা হয়। তবে গত কয়েক সপ্তাহ ধরে হামাস জানিয়ে আসছিলো, তারা এখনও গিভিলির সন্ধান পায়নি।

    এদিকে গত রোববার ইসরায়েল জানায়, র‍্যান গিভিলির মরদেহ খুঁজে বের করে ইসরায়েলে ফিরিয়ে আনার পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং আবার খুলে দেওয়া হবে।

    সেক্ষেত্রে এখন যেহেতু মরদেহ উদ্ধার হয়েছে, সেহেতু ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর পথটিও খুলেছে। এই ধাপে গাজার পুনর্গঠন ও অঞ্চলটিকে পুরোপুরি নিরস্ত্রীকরণের কথা রয়েছে। এর মধ্যে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণও অন্তর্ভুক্ত।

    র‍্যান গিভিলির সন্ধান না পাওয়া পর্যন্ত এতদিন এই ধাপে এগোতে রাজি ছিল না ইসরায়েল।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইয়ামাম কমান্ডো যোদ্ধা মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) র‍্যান গিভিলি ২০২৩ সালের সাতই অক্টোবর সকালে নিহত হন। মৃত্যুর সময় তার বয়স ছিল ২৪ বছর। এরপর তার মরদেহ অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

    বিবৃতিতে বলা হয়, এবার গাজা থেকে সকল জিম্মিকেই ফেরত আনা হয়েছে।

  6. নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান

    কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

    ছবির ক্যাপশান, কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে তারা কারও উপর প্রতিশোধ নেবেন না। দেশ সকল নাগরিকের, কোনও একক গোষ্ঠীর নয়। খবর বাসস-এর।

    তিনি বলেন, "পাঁচ আগস্টের পর আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছি যে, আমরা কারও উপর প্রতিশোধ নেব না। অন্যায়ভাবে কাউকে মামলায় আসামি করা হবে না। জামায়াত অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করেনি।"

    আজ সোমবার কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় জামায়াত আমির এসব কথা বলেন।

    তিনি বলেন, জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে, বারবার কারারুদ্ধ করা হয়েছে, দলীয় অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং অবশেষে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। "এতকিছুর পরেও, পাঁচ আগস্ট রাতে আমরা ঘোষণা করেছি যে, আমরা কোনো প্রতিশোধ নেব না।"

  7. দ্বৈত নাগরিকত্ব প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে: কমিশনার মাছউদ

    নির্বাচন কমিশন ভবন

    দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

    সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

    দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, "যারা দ্বৈত নাগরিক কোনোভাবেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ভুল তথ্য দেওয়া হলে এবং পরবর্তীতে যদি সেটি ধরা পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। তাদের সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে।"

    ঋণখেলাপিদের বিষয়ে ইসি বলেন, "ঋণখেলাপিরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট। ঋণখেলাপিরা নির্বাচনের সময় ব্যাংকের সাথে যোগাযোগ করে ঋণ রিশিডিউল করেন। রিশিডিউল অনুযায়ী তিনি বৈধতা পান, কিন্তু পরে কোনো টাকা দেন না। নির্বাচনের পরে এ ধরনের অযোগ্যতা দেখা গেলে সেটি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। কমিশন তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।"

  8. টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান সিদ্ধান্ত জানাবে এই সপ্তাহে

    আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ বর্জন করবে কিনা, সে বিষয়ে শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

    সোমবার বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে এই বিষয়ে বৈঠকের পর তিনি ঐ পোস্ট করেন।

    মি. নাকভি তার পোস্টে উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠকের পর তিনি ‘সব বিকল্প বিবেচনায় রেখে’ সমস্যার সমাধান করার নির্দেশনা দিয়েছেন।

    টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে না চাওয়া ইস্যুতে এর আগে আইসিসি’র সমালোচনা করে মন্তব্য করেছিলেন।

    ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের না খেলার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ না খেলতে পারে, এমনও মন্তব্য করেছিলেন মি. নাকভি।

    বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তকে আইসিসির ‘দ্বিমুখী আচরণ’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ হিসেবে আখ্যা দিয়েছিলেন মি. নাকভি।

    সেদিনের বক্তব্যে তিনি জানিয়েছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান।

    তবে পিসিবি চেয়ারম্যানের বক্তব্য পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্ম দিলেও বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ২৫শে জানুয়ারি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

    মহসিন নাকভি, শাহবাজ শরিফ

    ছবির উৎস, Mohsin Naqvi/X

    ছবির ক্যাপশান, পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ বর্জন করবে কিনা, সে বিষয়ে শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত জানানো হবে
  9. জুলাই গণ অভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তির বিধান রেখে অধ্যাদেশ জারি

    ২০২৪ সালের ৫ই অগাস্টের ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০২৪ সালের ৫ই অগাস্টের ছবি

    ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট গতকাল রোববার প্রকাশিত হয়েছে। খবর বাংলাদেশ সংবাদ সংস্থা'র (বাসস)।

    এই অধ্যাদেশ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে।

    অধ্যাদেশে ২০২৪ সালের পহেলা জুলাই থেকে শুরু হওয়া জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে ‘গণঅভ্যুত্থানকারী’ হিসেবে অভিহিত করা হয়েছে।

    তাতে বলা হয়েছে, 'ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। সরকার কর্তৃক প্রত্যয়ন সাপেক্ষে গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলা বা আইনি কার্যধারা চলমান থাকলে তা পাবলিক প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা খালাস প্রদান করবে।'

    অধ্যাদেশ অনুযায়ী, যদি কোনো গণঅভ্যুত্থানকারীর বিরুদ্ধে হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগ থাকে, তবে তা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করতে হবে। কমিশন তদন্ত করে যদি দেখে যে সংশ্লিষ্ট কার্যটি ‘রাজনৈতিক প্রতিরোধের’ অংশ ছিল, তবে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা চলবে না।

    তবে কমিশন চাইলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারকে আদেশ দিতে পারবে।

  10. হাইকোর্ট থেকে জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম

    ২০২৪ সালের ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

    স্ত্রী ও সন্তান হারানোর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।

    মানবিক দিক বিবেচনায় হাইকোর্ট তার ছয় মাসের জামিন মঞ্জুর করে।

    সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনিই এই খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেন।

    গত শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    পরদিন শনিবার সন্ধ্যায় প্যারোল না পাওয়ায় সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়।

    কারা কর্তৃপক্ষের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলগেটের ভেতরে মাত্র ৫ মিনিটের জন্য মৃত স্ত্রী ও ছেলেকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয় সাদ্দামকে।

    সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে জেলগেটে মরদেহ দেখানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

    এ বিষয়ে সাঈদ আহমেদ রাজা জানান, “সাদ্দামকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেখানে অভিযুক্তদের তালিকায় তার নাম ছিলো না। অজ্ঞাতনামাদের একজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণও হয়নি। এরপর আমরা একটা মামলার জামিন করি আরেকটা মামলা দেয়। এভাবে সবশেষ সাত নম্বর মামলায় আদালতে উপস্থিত সব আইনজীবীর সম্মতিতে তার জামিন দেয়া হলো। বিষয়টাকে বিশেষভাবে দেখা হয়েছে।”

    ২০২৪ সালের ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

  11. হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    ছবির উৎস, BSS

    ঢাকার মোহাম্মদপুর থানার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন এবং সিএনজিচালিত অটোরিকশা চালক সবুজকে গুলি করে হত্যার অভিযোগে করা দুটি মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত।

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম সোমবার দুই মামলার চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

    বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হচ্ছে, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

  12. দেশের সর্বনাশ করে শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন : মির্জা ফখরুল

    নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী জনসংযোগে মির্জা ফখরুল

    ছবির উৎস, BSS

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতা-কর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।

    সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী জনসংযোগে এসব মন্তব্য করেন তিনি।

    বিএনপি মহাসচিব হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকার তাগিদ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে আছি।

    কেউ যেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি।

    যারা ৭১ সালে পাকিস্তানিদের সহায়তা করেছে তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

  13. আবার বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

    স্বর্ণ

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে এক হাজার ৫৭৪ টাকা দাম বেড়ে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।

    রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সোমবার থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে।

    নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি দুই লাখ ১০ হাজার ৪১৯ টাকা, অন্যদিকে সনাতনি স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

    সোনার বিক্রয়মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি বাড়তে পারে।

    এদিকে রুপার দামও বেড়েছে । ২২ ক্যারেটের রুপার ভরি সাত হাজার ২৩২ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৯৪০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

  14. ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, জানাল মা‌র্কিন দূতাবাস

    ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, জানাল মা‌র্কিন দূতাবাস

    ছবির উৎস, U.S. Embassy Dhaka

    যুক্তরাষ্ট্রের নতুন ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

    সোমবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই কর্মসূচির ধাপগুলো তুলে ধরা হয়।

    ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক জামানত। কোনো কোনো দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে কিছু অর্থ জমা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।

    দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী-

    • ভিসা ইন্টারভিউর পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে ‘pay.gov’ এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন।
    • ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে।
    • সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
    • নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
    • দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। আর অর্থ ফেরত দেওয়া হবে।

    এসব শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা, নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা।

    গত ৭ই জানুয়ারি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

    এই তালিকায় যুক্ত হওয়ায় বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে।

    যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিলো, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান, তাদের নিরুৎসাহিত করা।

    যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার তুলনামূলক বেশি, মূলত সেসব দেশকেই এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

    এই খবরের মধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে আবার নতুন শর্তের কথা জানালো যুক্তরাষ্ট্র দূতাবাস।

  15. কানে ধরে উঠবস করানোর ঘটনায় ডাকসু সদস্য সর্বমিত্রের পদত্যাগের ঘোষণা

    ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা

    ছবির উৎস, Sarba Mitra Chakma/Facebook

    ছবির ক্যাপশান, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে 'বহিরাগতদের' কানে ধরে ওঠবস করানোর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

    সোমবার দুপুরে তিনি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্ত জানান।

    পোস্টে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য তার গৃহীত পন্থা ভুল হলেও এটি সত্য যে "গতমাসে চুরি-ছিনতাইয়ের ঘটনা অত্যাধিক বেড়ে যায়"।

    তাই, "প্রশাসনের স্থবিরতা সহ বিভিন্ন কারণে আমার মনে হয়েছে এ কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব নয়।"

    ওই মাঠে সিসিটিভি নেই জানিয়ে তিনি লেখেন, "নারী শিক্ষার্থীদের হেনস্তা থেকে শুরু করে মোবাইল-মানিব্যাগ-সাইকেল চুরি সহ প্রায়ই বিভিন্ন ঘটনা ঘটে। নারী শিক্ষার্থীরা অভিযোগ জানায় , বহিরাগতদের জন্য তারা মাঠে খেলতে পারে না, হেনস্তার শিকার হয়। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজের ফাইল প্রশাসন থেকে ফিরে আসে, এদিকে ওই দেয়াল টপকিয়ে ঢুকে বহিরাগতরা।"

    ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তার চিন্তায় শুধু "ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা"।

    তাই, তিনি নিজের দায়িত্বের বাইরে গিয়েও বিভিন্ন জায়গায় একা হাত দিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উল্লেখ করে আরও বলেছেন, "যত যাই হোক , আইন তো আইনই। এ দায়িত্ব পালন করতে গিয়ে আইনের উর্ধ্বেও যেতে হয়েছে পরিস্থিতি মোকাবেলায়-নিরাপত্তা বিধানে। যা আমার ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা বিষিয়ে তুলেছে। আমার আর কন্টিনিউ করার সক্ষমতা নেই। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারো প্রতি অভিমানবশত বা প্ররোচিত হয়ে এ সিদ্ধান্ত নিই নি।"

  16. সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

    সোমবার, সেনাসদরের সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা

    ছবির উৎস, CA press wing

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    সোমবার, সেনাসদরে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

    সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

    এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা প্রদান করেন।

    মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  17. নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

    জন প্রশাসন মন্ত্রণালয়

    ছবির উৎস, BSS

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সারাদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

    এরমধ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

    রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ. বি. এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষর করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

    সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে আগামী ১১ ও ১২ই ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হলো।

    একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

  18. চানখাঁরপুল হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ তিন জনের মৃত্যুদণ্ড

    আদালত

    ছবির উৎস, Getty Images

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীসহ ছয়জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।

    বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকেই পলাতক আছেন।

    এছাড়া বাকি পাঁচজন আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে চার বছরের কারাদণ্ড, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

    সোমবার বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়।

    রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

    ২০২৪ সালের পাঁচই অগাস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে ছয় জন নিহত হন।

    তারা হলেন: শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

    এ মামলায় মোট আসামি আটজন, যারা প্রত্যেকেই ঘটনার সময় পুলিশের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর মধ্যে গ্রেফতার হয়েছেন চারজন। বাকিরা পলাতক।

    গ্রেফতারকৃতরা হলেন: শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

    গত বছরের ২১শে এপ্রিল প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে ২৫শে মে ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    এরপর বিচার কার্যক্রম শুরু হয়েছিল।

    আরো পড়তে পারেন:

  19. চানখারপুল হত্যা মামলার রায় পড়া শুরু

    আদালত

    ছবির উৎস, Getty Images

    জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে ঢাকার চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়া শুরু হয়েছে।

    সোমবার বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু হয়।

    ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেসে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল জানিয়েছে।

    রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

    ২০২৪ সালের ৫‌ই অগাস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে ছয় জন নিহত হন। তারা হলেন: শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

    এ মামলায় মোট আসামি আটজন, যারা প্রত্যেকেই ঘটনার সময় পুলিশের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন চারজন। বাকিরা পলাতক।

  20. ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা, সিদ্ধান্ত আজ

    টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান।

    ছবির উৎস, Getty Images

    আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    তবে এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এর সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    বিবৃতিতে বলা হয়েছে যে, পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়ে পুরো পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং এ বিষয়ে তার সুপারিশও তুলে ধরবেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার রাতে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে দেখা করেছেন।

    উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়।

    আইসিসি ঘোষণার আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন যে, পাকিস্তান এই বিষয়ে বাংলাদেশের পাশে আছে এবং আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান দলকে ভারতে পাঠানো হবে কিনা, সেই সিদ্ধান্ত সরকারই নেবে।

    মহসিন নাকভির মনে করেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি বলেন, “আমি আইসিসির বোর্ড মিটিংয়েও এ কথাই বলেছি। আপনারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করতে পারেন না, এক দেশের ক্ষেত্রে যখন খুশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবেন, আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেবেন।”