সোমবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
- বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "একটি গোষ্ঠী" নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। সেটা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
- যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
- ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে সর্বশেষ জিম্মি মাস্টার সার্জেন্ট র্যান গিভিলির মরদেহ উদ্ধার করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর পথ খুলেছে।
- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে তারা কারও উপর প্রতিশোধ নেবেন না। দেশ সকল নাগরিকের, কোনও একক গোষ্ঠীর নয়।
- দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
- ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।
- স্ত্রী ও সন্তান হারানোর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। মানবিক দিক বিবেচনায় হাইকোর্ট তার ছয় মাসের জামিন মঞ্জুর করে।
- ঢাকার মোহাম্মদপুর থানার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতা-কর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে এক হাজার ৫৭৪ টাকা দাম বেড়ে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।
- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে 'বহিরাগতদের' কানে ধরে ওঠবস করানোর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সারাদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
- জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীসহ ছয়জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...



















