সম্মানহানীর কারণে হত্যা ইসলাম বিরোধী ঘোষণা

পাকিস্তানে অনার কিলিং বা সম্মান হানির কারণে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, পাকিস্তানে অনার কিলিং বা সম্মান হানির কারণে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পাকিস্তানে পরিবারের সম্মানহানীর কারণে হত্যাকে ইসলাম বিরোধী বলে ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংস্থা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি এই ঘোষণা দিয়েছে।

'অনার কিলিং' নামে পরিচিত এধরনের হত্যাকাণ্ড পাকিস্তানে বেশ উদ্বেগজনক হারে প্রচলিত রয়েছে।

গত সপ্তাহেই পরিবারের অমতে বিয়ে করার কারণে এক তরুণীকে পুড়িয়ে মারা হয়।

পরিবারের সম্মানহানী হয়েছে এমন সব কারণে সেদেশে গত বছর এগারোশো নারী নিজের পরিবারের সদস্যদের হাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এমনটাই জানাচ্ছে পাকিস্তানের মানবাধিকার কমিশন।