চিতা বাঘ আতঙ্কে ভারতের ব্যাঙ্গালোরে শতাধিক স্কুল বন্ধ

রবিবার ভারতের একটি স্কুলে চিতা বাঘের আক্রমণে কয়েকজন আহত হয়

ছবির উৎস, Kashif Masood

ছবির ক্যাপশান, রবিবার ভারতের একটি স্কুলে চিতা বাঘের আক্রমণে কয়েকজন আহত হয়

চিতা বাঘ আতঙ্কে ভারতের ব্যাঙ্গালোরে শতাধিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

শহরে একটি চিতা দেখা গেছে, এমন তথ্যের পর বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

পুলিশ এবং বন কর্মকর্তারা চিতা বাঘটি খুঁজে বের করে তাকে আটক করার চেষ্টা করছে।

রবিবার শহরের আরেকটি স্কুলে একটি চিতাবাঘ ঢুকে কয়েকজনকে আহত করেছিল। ১০ ঘণ্টা চেষ্টার পর বাঘটিকে চেতনা নাশক দিয়ে ধরা হয়।

সর্বশেষ শহরের হোয়াইটফিল্ড এলাকায় আরেকটি বাঘ দেখা গেছে বলে সেখানকার নির্মাণ কর্মীরা দাবি করেছে।

তবে কর্ণাটকের বন্যপ্রাণী বিষয়ক প্রধান বন কর্মকর্তা বলছেন, তাদের কয়েকটি টিম বাঘটির অনুসন্ধান করছে, কিন্তু এখনো সেটি দেখা যায়নি।

তবে নিরাপত্তার জন্য শহরের ১২৯টি স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশটিতে ১২ হাজার থেকে ১৪ হাজার চিতাবাঘ রয়েছে।