ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংস ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবারের সহিংসতায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া হয়েছে।
বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন বুধবার পুরো শহরটি ঘৃুরে দেখেছেন।
তার ক্যামেরায় ধরে রাখা কিছু ছবি এখানে তুলে ধরা হলো:

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে কুমারশীল রোডের এটি ওস্তাদ আলাউদ্দিন খাঁর পৈত্রিক বাড়ি।
১৯৭৩ সালে বাড়িটিতে একটি সঙ্গীত অ্যাকাডেমি এবং যাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
মঙ্গলবার এই যাদুঘরের ওপর হামলা চালিয়ে তা সম্পুর্ন ধ্বংস করা হয়।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার দীর্ঘ জীবনে বহু জায়গায় সঙ্গীত পরিবেশন করেছেন। সেসব স্মৃতির ছবিগুলো ধরে রাখা ছিল যাদুঘরের এই গ্যালারিতে।

মঙ্গলবারের হামলায় আলাউদ্দিন খাঁর ব্যবহৃত বহু জিনিসপত্র ভাঙচুর হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে এবং লুঠ হয়েছে।
এখানে পড়ে আছে তার ব্যবহারের একজোড়া বায়া তবলা।

যাদুঘরের ভেতরে যেমন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তেমনি যাদুঘরের বাইরে রাখা সম্পত্তিরও ক্ষতি করা হয়েছে।

শহরের হালদারপাড়া এলাকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চক্বর।
ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা অ্যাকাডেমি ভবনটি এখানেই।
এই ভবনে ছিল বেশ ক`টি সাংস্কৃতিক সংগঠন।
সবগুলোই মঙ্গলবারের হামলায় ভাঙচুরের শিকার হয়।
লুঠ করা হয় কম্পিউটারসহ নানা জিনিসপত্র।
এখানে অগ্নিসংযোগের প্রচেষ্টাও চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের অফিসটি যেখানে, সেখানে রয়েছে আরও অন্যান্য অফিস।
সবগুলোতেই হামলা চালানো হয়।

কান্দিপাড়ায় জামেয়া ইসলামিয়া ইউনুসিয়ার সামনে এই ব্যানারটিতে যে প্রশ্ন তোলা হয়েছে, ব্রাহমণবাড়িয়ায় সহিংসতার পেছনে এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া এই জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবারের সহিংসতার শুরু।








