কয়েকজন হামলাকারী কি পালিয়ে গেছে

ছবির উৎস, Getty Images
প্যারিসের হামলার সাথে জড়িত থাকার সন্দেহে কনসার্ট হলের কাছ থেকে যে গাড়িটিকে জব্দ করা হয়েছে, ধারণা করা হচ্ছে, হামলায় এই গাড়িটি ব্যবহার করা হয়েছিলো।
বলা হচ্ছে, ওই গাড়িতে বেশ কয়েকটি কালাশনিকভ রাইফেল পাওয়া গেছে।
বিবিসির সংবাদদাতা বলছেন, এই আটকের ঘটনা থেকে এটা নিশ্চিত হয় যে কয়েকজন হামলাকারী হামলার পর আক্রমণস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
হামলার পরদিন শনিবার বেলজিয়ামে তিনজনকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে তদন্ত চলছে। খুব বেশি কিছু বলা হচ্ছে না। কারণ তদন্ত খুবই স্পর্শকাতর পর্যায়ে।

ছবির উৎস, Getty
তবে প্যারিস হামলার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, কোনো কোনো হামলাকারী বেলজিয়ান নম্বর প্লেট লাগানো গাড়িতে করে এসেছিলো বলে তারা দেখেছেন।
বাটাক্ল কনসার্ট হলের কাছে পরিত্যক্ত একটি ফোক্সওয়াগন পোলো গাড়ি পাওয়া গেছে।
বলা হচ্ছে, বেলজিয়ামে বসবাসকারী একজন ফরাসী নাগরিক ওই গাড়িটি ভাড়া করেছিলেন।
ফ্রান্সের সরকারি কৌসুলিরা বলছেন, এই পর্যায়ে বলা যায় যে সম্ভবত তিনটি দল এই হামলা চালিয়েছে।
তিনি জানান, হামলাকারীরা কোত্থেকে এসেছে এবং কে তাদের অর্থের যোগান দিয়েছে সেসব তারা খুঁজে দেখার চেষ্টা করছেন।
স্টেডিয়ামের পাশে একজন আত্মঘাতী হামলাকারীর মরদেহর পাশ থেকে একটি সিরিয়ান পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
গ্রিসে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে লেরোস দ্বীপের ভেতর দিয়ে যাওয়ার সময় গত মাসে এই পাসপোর্ট ব্যবহার করা হয়েছিলো।








