অভিজিৎকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে আল কায়দা

ছবির উৎস, AVIJIT ROY FACEBOOK
বাংলাদেশী বংশোদ্ভূত অ্যামেরিকান ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায়িত্ব স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশীয় আল কায়দা – একিউআইএস।
জঙ্গি গ্রুপের অনলাইন তৎপরতার ওপর নজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এরকম একটি ওয়েবসাইট ‘সাইট’ এই খবর দিয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানে আরো কিছু হত্যাকাণ্ডেরও দায়িত্ব নিয়েছে এই আল কায়দা।
ঢাকায় গত ফেব্রুয়ারি মাসে রাতের বেলা বই মেলা থেকে ফেরার পথে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।
এসময় তার স্ত্রীও গুরুতর আহত হন।
পরে তাকে অ্যামেরিকায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার চিকিৎসা চলছে।

ছবির উৎস, AFP
বার্তা সংস্থা এএফপি বলছে, একিউআইএসের নেতা অসীম ওমর এক ভিডিও বার্তায় অভিজিৎ রায়কে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে সাইটে বলা হয়েছে।
বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র্যাবের একজন মুখপাত্র বলেছেন, এই দাবির বিষয়ে তারা নিশ্চিত নন এবং তাদের কাছে এসংক্রান্ত কোনো তথ্য নেই।
এর আগে আনসারুল্লাহ বাংলা টিম নামের আরেকটি জঙ্গি গ্রুপও টুইটারে দেওয়া এক বার্তায় অভিজিৎ রায়কে হত্যা করার কথা দাবি করেছিলো।
পুলিশ সেই দাবির সত্যতাও যাচাই করতে পারেনি।
অভিজিৎ রায় মুক্তমনা নামের একটি ব্লগ পরিচালনা করতেন।

ছবির উৎস, AFP
এছাড়াও তিনি বিজ্ঞান বিষয়ক বেশ কয়েকটি বই লিখেছেন।
অভিজিৎ রায়কে হত্যার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
অভিজিত রায়ের পর ঢাকায় আরো একজন ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।
তাকে হত্যা করার অভিযোগে গত মার্চ মাসে মাদ্রাসার দু’জন ছাত্রকে আটক করা হয়েছে।








