যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে হত্যার ভিডিও প্রকাশ

লস এঞ্জেলস পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে।
ছবির ক্যাপশান, লস এঞ্জেলস পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরে পুলিশের গুলিতে এক গৃহহীন ব্যক্তির হত্যার ভিডিও প্রকাশিত হওয়ার পর এ নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ৩০ লক্ষ বারের বেশি শেয়ার করা হয়েছে।

এতে দেখা যাচ্ছে শহরের স্কিড রো এলাকায় পুলিশের বেশ ক'জন সদস্যের সাথে ঐ ব্যক্তির ধ্স্তাধস্তি চলছে।

এক পর্যায়ে শোনা যায় কেউ বলছে, অস্ত্র ফেলে দিতে। এর পরই শোনা যায় পাঁচটি গুলির শব্দ।

নিহত ব্যক্তির সাথে অস্ত্র ছিল কি না, লস এঞ্জেলস পুলিশ বিভাগ তা এখনো নিশ্চিত করতে পারেনি।

প্রভাবশালী সংবাদপত্র এলএ টাইমস জানাচ্ছে, অকুস্থল থেকেও কোন অস্ত্র উদ্ধার করা হয়নি।

পুলিশের একজন মুখপাত্র বলছেন, স্কিড রো-তে ডাকাতির খবর পেয়ে ঐ পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়েছিল।

লস এঞ্জেলস থেকে বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, ভিডিওটি দেখে আসলে কী ঘটেছিল সে সম্পর্কেও কিছু বোঝা যাচ্ছে না।

মার্কিন পুলিশের হাতে নিরস্ত্র মানুষের হত্যার অভিযোগের এটি সর্বশেষ ঘটনা।

গত বছর অগাস্ট মাসে মুসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে পুলিশের গুলিতে ১৮-বছর বয়সী মাইকেল ব্রাউন নিহত হওয়ার পর পুরো দেশ জুড়ে তার প্রতিবাদ হয়েছিল।

সেই বছরই জানুয়ারি মাসে নিউ জার্সিতে পুলিশ আরেকজন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করছে এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। তা নিয়েও ব্যাপক প্রতিবাদ চলে।