জার্মানিতে বার্লিন প্রাচীর পতনের রজত জয়ন্তী

ছবির উৎস, Reuters
জার্মানিতে আজ গান-বাজনা, উৎসবের মধ্য দিয়ে বার্লিনের দেয়াল ভাঙ্গার রজত জয়ন্তী পালন করা হচ্ছে।
২৫ বছর আগে এ দিনে পূর্ব ও পশ্চিম বার্লিনকে বিচ্ছিন্ন করে রাখা এই দেয়াল ভাঙ্গার ঘটনাকে শীতল যুদ্ধের অবসানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, দিনটি আনন্দের, কিন্তু এই দেয়াল পেরিয়ে পূর্ব থেকে পশ্চিমে পালাতে গিয়ে যে সব মানুষ প্রাণ হারিয়েছেন, তাদেরকে স্মরণ করার দিন আজ।
বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল কমিউনিস্ট পূর্ব জার্মানি থেকে যাতে লোকজন পশ্চিম জার্মানিতে পালিয়ে যেতে না পারে, সেজন্যে।
প্রায় ৩০ বছর ধরে এই প্রাচীর শুধু বার্লিনকেই বিভক্ত করে রাখেনি, এটি যেন ছিল কমিউনিস্ট পূর্ব ইউরোপ আর গণতান্ত্রিক পশ্চিম ইউরোপকে ভাগ করে রাখা এক দেয়ালের প্রতীক।
পশ্চিমা প্রচার মাধ্যমে এই প্রাচীরকে উল্লেখ করা হতো আয়রন কার্টেন বা লৌহ যবনিকা রূপে।

ছবির উৎস, AFP
১৯৮৯ সালে যখন গণবিক্ষোভের মুখে এই প্রাচীর ধসে পড়লো, সেটা স্নায়ুযুদ্ধের অবসানের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠলো।
আজ এই দেয়াল ভেঙে ফেলার ২৫তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানের সূচনা করলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, তিনি বেড়ে উঠেছিলেন কমিউনিস্ট পূর্ব জার্মানিতে।
বার্লিন প্রাচীরের পতনকে স্বাধীনতা ও মুক্তির জন্য মানুষের চিরায়ত আকাঙ্ক্ষার প্রতীক বলে উল্লেখ করেন আঙ্গেলা মের্কেল।
তিনি বলেন, মানুষের স্বপ্ন যে কোন বাধা মানে না, এই প্রাচীর ধসে পড়ার ঘটনা তার বড় উদাহরণ।
ভেঙ্গে ফেলা বার্লিন প্রাচীরের ৯ মাইল জুড়ে আজ আট হাজার বেলুন বেঁধে তৈরি করা হয়েছে এক কৃত্রিম দেয়াল, আজ সকালে বার্লিনকে মনে হচ্ছিল আবার এক বিভক্ত নগরী।
সন্ধ্যায় অবশ্য এই বেলুনগুলো উড়িয়ে দেয়া হবে, তাদের স্মরণে যারা এই দেয়াল অতিক্রম করতে গিয়ে পূর্ব জার্মান সীমান্ত প্রহরীদের গুলিতে মারা গিয়েছিলেন।








