আশরাফুলের শাস্তি কমলো, ২০১৬তে আবার মাঠে?

ashraful

ছবির উৎস, hetty images

ছবির ক্যাপশান, দু বছরের আগেই ক্রিকেটে ফিরতে পারবেন মোহাম্মদ আশরাফুল (ফাইল ফটো)

ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের শাস্তি কমেছে।

বাংলাদেশ ক্রিকেটে বোর্ড বা বিসিবির কাছে এক আপীলের পরিপ্রেক্ষিতে আশরাফুলের আট বছরের নিষেধাজ্ঞা কমিয়ে পাঁচ বছর করা হয়েছে।

পাশাপাশি, আইসিসি অথবা বিসিবির দুর্নীতি বিরোধী প্রশিক্ষণ নেওয়ার শর্ত মানলে তার শাস্তির মেয়াদ আরো দু বছর কমবে।

শাস্তি শুরুর মেয়াদ ধরা হয়েছে ১৩ই আগস্ট ২০১৩ সালে থেকে। অর্থাৎ শাস্তির মেয়াদ বাকি রয়েছে চার বছরেরও কম।

সুতরাং, বিসিবির এক বিবৃতি মোতাবেক, প্রশিক্ষণ নেওয়ার শর্ত মানলে ২০১৬ সালের ১৩ ই আগস্টের পর আশরাফুল ক্রিকেটে ফিরতে পারবেন।

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ঢাকা গ্লাডিয়েটরস দলের পক্ষে খেলার সময় আশরাফুল ম্যাচ পাতানোর সাথে জড়িয়ে পড়েন। তিনি নিজে তার দোষ স্বীকার করলে তাকে সব ধরণের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

জুলাই মাসে আশরাফুল বিসিবির শৃঙ্খলা বিষয়ক প্যানেলের কাছে সাজা কমানোর আবেদন করেন।

সেলিম চৌধুরীর ওপর নিষেধাজ্ঞা

আশরাফুলের শাস্তি কমলেও বিসিবির শৃঙ্খলা প্যানেল ঢাকা গ্লাডিয়েটরস দলের চেয়ারম্যান সেলিম চৌধুরীর ওপর দশ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে ট্রাইব্যুনালে মি চৌধুরীকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলেও বিসিবির শৃঙ্খলা প্যানেলের প্রধান, বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ, তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

ঢাকা গ্লাডিয়েটরস দলের আরেক মালিক শিহাব জিসান চৌধুরীকে ম্যাচ পাতানোর জন্য দোষী সাব্যস্ত করে তার ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার আপীল খারিজ করা হলেও, বিশ লাখ টাকা জরিমানা মাফ করে দেওয়া হয়েছে।