সাংবাদিক জেমস ফলির হত্যাকারী আইএস জঙ্গী 'ব্রিটিশ' নাগরিক?

জেমস ফলির অন্তিম মুহূর্ত, ভিডিও থেকে নেয়া

ছবির উৎস, AP

ছবির ক্যাপশান, মরু প্রান্তরে জেমস ফলির অন্তিম মুহূর্ত, ভিডিও থেকে নেয়া

ইসলামিক স্টেট জঙ্গীদের হাতে একজন মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের একটি ভিডিও চিত্র প্রকাশিত হওয়ার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার ছুটি বাতিল করে লন্ডনে ফিরে আসছেন।

এই ভিডিও চিত্রে জেমস ফলি নামে একজন আমেরিকান সাংবাদিককে যিনি হত্যা করছেন বলে দেখা যাচ্ছে তার উচ্চারণভঙ্গী দৃশ্যত ব্রিটিশ।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলছেন, এই কথিত হত্যাকারীর পরিচয় জানার লক্ষ্যে গোয়েন্দা সংস্থাগুলো এখন কাজ করছে।

মি. ফলি প্রায় দু'বছর আগে সিরিয়ায় নিখোঁজ হন।

তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপি ও যুক্তরাষ্ট্রের গ্লোবাল পোস্টের হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে সংবাদ সংগ্রহ করতেন।

ভিডিওতে দেখা যায়, মরুভূমির মোত এক প্রান্তরে কমলা রংয়ের পোশাক পরা এক ব্যক্তি হাঁটু মুড়ে বসে আছে। তার পাশে রয়েছে কালো পোশাক পরা এক অস্ত্রধারী।

ক্যামেরার দিকে তাকিয়ে এই মুখোশপরা ব্যক্তি বলে যে ইসলামিক স্টেটের ওপর যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতেই জেমস ফলিকে হত্যা করা হচ্ছে।

ওদিকে মি. ফলির মা মিস ডায়েন এক ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি তার ছেলেকে নিয়ে গর্বিত।

তিনি লিখেছেন, "সিরিয়ার মানুষের দুর্দশার চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে গিয়ে আমার ছেলে জীবন দিয়েছে। "

ওদিকে এই শিরশ্ছেদের ভিডিও প্রচারের দায়ে টুইটার বেশ কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে প্রতিবাদের পর টু্ইটারের প্রধান নির্বাহী ডিক কস্টেলো এই ঘোষণা করেন।