গোলাম আযমের বিরুদ্ধে পাঁচটি অভিযোগই প্রমাণিত

গোলাম আযম এজলাসে, জামায়াতের হরতাল চলছে

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের মামলার রায় পড়ছে আদালত।

পূর্ণাঙ্গ রায়ের ৭৫ পৃষ্ঠার সারসংক্ষেপ পড়া হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে।

গোলাম আযমের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে।

গোলাম আযমের মামলার রায়কে কেন্দ্র করে আজ সকাল থেকে দিনভর হরতাল পালন করছে জামায়াতে ইসলামী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলটির সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে আজ সকালে ১৯৭১ সালে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে রায় ঘোষণা করবে বলে কথা রয়েছে ।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করেই আজকের এই হরতাল পালিত হচ্ছে।

এ রায়কে কেন্দ্র করে এবং হরতালে যেকোনো ধরণের নাশকতা এড়াতে সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানাচ্ছে দেশটির পুলিশ।

পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক শহীদুল হক বিবিসি বাংলাকে বলেন, 'অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যুদ্ধাপরাধীদের বিচারের যেকোনো রায় ঘোষণার পর জামায়াত-শিবির দেশজুড়ে ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছে। ওই অভিজ্ঞতার আলোকে আজ বাংলাদেশের সবগুলো জেলাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে'।

মি. হক আরও জানান, সারাদেশেই পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তড়িৎ ব্যবস্থা নিতে।