সিটি নির্বাচনে সরকার পরাজিত হয়েছে: বিএনপি

প্যানেল সদস্য বাঁ থেকে: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইড এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্‌ কবির, অনুষ্ঠান সঞ্চালক আকবর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এবং চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. শফিউল আলম ভুঁইয়া এবং বিরোধী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
ছবির ক্যাপশান, প্যানেল সদস্য বাঁ থেকে: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইড এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্‌ কবির, অনুষ্ঠান সঞ্চালক আকবর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এবং চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. শফিউল আলম ভুঁইয়া এবং বিরোধী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বিবিসি বাংলাদেশ সংলাপে বিরোধী দল বিএনপির একজন নেতা বলেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে সরকারই পরাজিত হয়েছে। তবে সরকারের একজন মন্ত্রী বলেছেন এ নিয়ে তারা উদ্বিগ্ন নন, তবে তাদের ত্রুটি বা ব্যর্থতা গুলো সংশোধন করতে হবে।

রোববার ঢাকায় বিয়াম মিলনায়তনে সংলাপের এ পর্বে আলোচক ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিরোধী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এবং চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. শফিউল আলম ভুঁইয়া এবং আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইড এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্‌ কবির।

অনুষ্ঠানে একজন দর্শক জানতে চান পরপর পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের পরাজয় কি ইঙ্গিত দিচ্ছে যে সরকারের জনপ্রিয়তায় ব্যাপকভাবে ধ্বস নেমেছে ?

বাংলাদেশে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর শনিবার নিজেদের শক্ত ঘাঁটি গাজীপুরেও বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী।

এ প্রসঙ্গেই বিষয়টি আলোচনায় উঠে আসে।

জবাবে মন্ত্রী বলেছেন জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। তবে সরকারকে ভাবতে হবে কোথায় ত্রুটি বা ব্যর্থতা আছে। সেগুলো সংশোধন করতে হবে।

তিনি বলেন, “উদ্বিগ্ন হওয়ার হওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করিনা। ভুল সংশোধন করতে পারলে আগামী জাতীয় নির্বাচনেও জনগণ আওয়ামীলীগ বা মহাজোটকে আবার নির্বাচিত করবে”।

আব্দুল্লাহ আল নোমান বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের চার বছরের দুঃশাসনের প্রতিবাদ করে জনগণ বিএনপি নেতৃত্বাধীন জোটকেই ভোট দিয়েছে।

তিনি বলেন, “ সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের পরাজয় হয়েছে। বিরোধী দল জয়ী হয়েছে। দু:শাসনের প্রতিবাদ করে প্রটেস্ট হিসেবে জনগণ ১৮দলীয় জোটকে ভোট দিয়েছে”।

শফিউল আলম ভুঁইয়া বলেন সাম্প্রতিক নির্বাচনের ফলগুলো আওয়ামীলীগের জন্য বড় আঘাত। নির্বাচনের ফলে সরকারের প্রতি জনগণের বিরক্তির বহি:প্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “সাম্প্রতিক নির্বাচনগুলো জনগণ সরকারের প্রতি একটি বার্তা দিয়েছে। আর তা হল সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিলো তার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেনি”।

ফারাহ কবির বলেন জনগণ আসলে পারফরমেন্সের বিচার করেছে। তবে আওয়ামীলীগের কৌশলও হতে পারে। কারা এখানে আস্থার ঘাটতি ছিল। তারা হয়তো প্রমাণ করতে চাইছে তাদের অধীনে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হতে পারে।

তিনি বলেন, “সরকারের কিছু বিষয়ে অসন্তুষ্টি আছে। কিছু প্রশ্ন আছে। ম্যানিফেস্টোতে যা ছিল সেগুলো পুরোপুরি অর্জন হয়নি”।

এ প্রসঙ্গে একজন দর্শক বলেন, “গাজীপুরকে দ্বিতীয় দুর্গ বলা হয়েছে আওয়ামীলীগের জন্য। পদ্মা সেতু দুর্নীতির জন্য প্রথম দুর্গেরও কি পতন হবে”?

আরেকজন দর্শক বলেন, “নির্বাচনের ফল প্রমাণ করে দেয় যে কোন কিছু করে কেউ পার পেয়ে যাবেনা”।

অপর এক দর্শক বলেন, “সরকারের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে সত্যি। ধরলাম বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু তারা ক্ষমতায় আসলে আবার কি সেই হাওয়া ভবন, জঙ্গি বা বাংলা ভাই দেখতে পাবো”?

জাতীয় পার্টিকে অবমূল্যায়নই কারণ ?

সৈয়দ মো: সিরাজুল আরেফীন জানতে চান মহাজোটে জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করার কারণেই কি আওয়ামীলীগকে একের পর এক নির্বাচনী পরাজয়ের স্বাদ নিতে হচ্ছে ?

গাজীপুর নির্বাচনের আগে জাতীয় পার্টির অনেক নেতাই তাদের অবমূল্যায়নের অভিযোগ এনেছিলেন আওয়ামীলীগের বিরুদ্ধে। এমনকি স্থানীয়ভাবে দলটি অনেক নেতাকর্মীই বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে স্থানীয় গণমাধ্যমে।

তবে শাজাহান খান বলেন, “জাতীয় পার্টিকে অবমূল্যায়নের প্রশ্ন আসেনা। সেটা হলে গাজীপুরে তারা আমাদের প্রার্থীকে সমর্থন দিতো না। আর জাতীয় পার্টির সঙ্গে তো উচ্চ পর্যায়ে নানা বিষয়ে আলোচনা হচ্ছে”।

আব্দুল্লাহ আল নোমান বলেন, “এরশাদ তো বলেছেন যে তার রক্তক্ষরণ হচ্ছে কারণ আওয়ামীলীগ সব ওয়াদা বরখেলাপ করছে। তবে এটা মহাজোটের অভ্যন্তরীণ বিষয়। তবে জাতীয় পার্টিকে অবমূল্যায়ন টা দৃশ্যমান। তবে ধ্বস নেমেছে আওয়ামীলীগের কারণে”।

একজন দর্শক বলেন, “আমার মনে হয়না এরশাদের বিষয়টা জনগণের কাছে এত গুরুত্বপূর্ণ”।

শফিউল আলম ভুঁইয়া বলেন, “জাতীয় পার্টির ভোট খুব বেশি নয়। তাই তারা খুব বড় ফ্যাক্টর নন। এমন কি উত্তরবঙ্গেও দলটির ভোট এখন কমতির দিকে বলেই মনে হচ্ছে। গাজীপুরেও নির্বাচনকে কেন্দ্র করে দলটি বিভক্ত ছিল। আর দলটির তো একজন প্রতিনিধি মন্ত্রীসভায় রয়েছেন”।

ফারাহ্‌ কবির বলেন, “নির্বাচনে প্রভাব ফেলে আসলে পারফরমেন্স। যে সরকার নির্বাচিত হবেন তাকে পারফর্ম করতে হবে। সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিচ্যুত হলেই অন্য ধরনের রেজাল্ট হয়ে থাকে”।

লিমনের প্রতি নিষ্ঠুর রাষ্ট্র ?

দর্শক রুপু আক্তারের প্রশ্ন ছিল র‍্যাবের গুলিতে আহত লিমন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা অভিযোগ গঠনের মাধ্যমে রাষ্ট্র তার প্রতি নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে কিনা।

শফিউল আলম ভুঁইয়া বলেন লিমন ইস্যুতে রাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে দেখা হয়েছে তা আমাকে আহত করেছে। র‍্যাব লিমনের সঙ্গে বাড়াবাড়ি করেছে। লিমনের মামলা প্রত্যাহার করা উচিত। রাষ্ট্রকে আরও অনেক সহনশীল হতে হবে এসব ক্ষেত্রে।

ফারাহ্‌ কবির বলেন, “লিমনের ক্ষেত্রে আইন স্বাভাবিক ভাবে চলছেনা। একজন মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার কমিশনকে যেভাবে চেয়েছিলাম সে ধরনের পারফরমেন্স দেখছিনা। লিমন ইস্যুতে তো নয়ই”।

একজন দর্শক বলেন, “মানবাধিকার কমিশনের চেয়ারম্যান লিমনের বাড়ি গিয়েছিলেন মধ্যস্থতা করার জন্য। এরপরই তার মেয়াদ বাড়ানো হয়েছে”।

আরেকজন দর্শক বলেন, “লিমনের খবরটা পড়ে আমার কান্না পেয়েছে। একটা ছেলেকে পঙ্গু করে দেয়া হয়েছে। সরকার নীরব কেন”?

আব্দুল্লাহ আল নোমান বলেন, “সরকার লিমনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মানবাধিকার কমিশনের সুর নরম মনে হচ্ছে। সরকার নিষ্ঠুর না হয়ে সঠিক বিচার হওয়া উচিত। লিমনকে যারা গুলি করেছে তারা হয়তো ভীতসন্ত্রস্ত হয়ে পাল্টা শাস্তি দিচ্ছে”।

শাজাহান খান বলেন, “সরকারের উচিত সম্পূর্ণ ঘটনা জনসম্মুখে তুলে ধরা। লিমনের সঙ্গে সরকারের কিন্তু কোন বিরোধ নেই”। তিনি বিএনপি নেতা নোমানের উদ্দেশ্যে বলেন, “এই র‍্যাব তো সৃষ্টি করেছেন আপনারা (বিএনপি)।

একজন দর্শক বলেন, “লিমনের সঙ্গে যা করা হচ্ছে তা নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে। রাষ্ট্রপতি অনেক বড় অপরাধীকে ক্ষমা করতে পারে সেখানে নিরপরাধ একজন নাগরিককে ক্ষমা করতে পারছেনা”।

একজন দর্শক
ছবির ক্যাপশান, একজন দর্শক

বিবিসি বাংলাদেশ সংলাপে চলতি সপ্তাহে আলোচিত বিষয়বস্তু সম্পর্কে আপনার কী মতামত?:

AL has been caught out in Gazipur which is so called 2nd fort of AL and a question is raised that they will also be caught or not in their 1st fort Gopalganj. I suppose that it can be proved by Begum Khaleda Zia who can participate in Gopalganj in next election.The question is a mere exageration.

Rabiul Islam Jewel, Dhaka

আমি মনে করি আ,লিগের পরাজয়ের প্রধান কারন আ,লিগের উপর বামদের আঁচড় । সাঈদির বিচার, হেফাজতের উপরে হামলা,কতিপয় নাস্তিকের পক্ষালম্বন ইসলামপ্রিয় মানুষেরা ভাল ভাবে গ্রহণ করেনি । ইসলাম বিদ্বেষি মনোভাব ছাড়া আ:লিগের সাথে বি এন পির তেমন পার্থক্য নাই যা দেখে মানুষ আ:লিগকে বাদ দিয়ে বি এন পিকে ভোট দিবে ।

মোঃ মিনহাজুল ইসলাম, রাজশাহী

Dhormo ke keno rajnitite bebohar kora hoche

makter

সরকার হারছে কিন্তু উপলদ্ধি করছেনা। প্রধানমন্ত্রী যেহেতু সব ক্ষমতার মালিক সেখানে গণতন্ত্র আসবেনা। দুর্নীতি, কালো বিড়াল, শেয়ার বাজার, জাতীয় পার্টিকে অবমূল্যায়ণ সরকারের হারের কারণ। এখনো সময় আছে।

এটিএম আতাউর রহমান, ঢাকা।

একটা প্রভাত আছে,“চোরে শুনেনা ধর্ম কাহীনি” সুতরাং এই সরকার/সরকারের মন্ত্রী ও উপদেষ্টামন্ডলী সাহেবদের প্রতি ধর্ম নিয়ে আলোচনা করে কোন লাভ নাই,তাই কথা বাড়ালাম না। নুর মোহাম্মদ মজুমদার, দোহা,কাতার।

Its really good conversation.

Zilhas Ahmed Jewel, IRRI,Philippines

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটর অর্থ ও পেশিশক্তির প্রভাব ও চুরি, দুর্নীতি, ঘৃণা-বিদ্বেষ, হানাহানি, বিভেদ, দুঃশাসন সর্বগ্রাসী দলীয়করণ, হত্যা ও নির্যাতনে আগ্রাসী মনোভাব, ভয়ঙ্কর রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতার মুখে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজমত উল্লা খানের পরাজয় হয়েছে.

Sheikh mohammed, Toronto

আওয়ামীলীগ একটি ব্যর্থ সরকার, এটি প্রমানিত।

মির নিয়ামুল আলম, ঢাকা।

আমি বিএনপির কাছে জানতে চাই কেয়ারটেকার সরকার ব্যবস্থা যখন সংসদে বাতিল বিল আনা হল তখন তারা সংসদে যাননি কেন এবং সুপ্রীম কোর্টে আপিল করেননি কেন ?

অরুন ঘোষ, কুরুম্বা, মালদ্বীপ।