তিউনিসিয়ায় শরিয়াহ আইন নয়

ছবির উৎস, Reuters
তিউনিসিয়ার ক্ষমতাসীন জোট সরকারের প্রধান মধ্যপন্থী এন্নাহদা দল বলছে তারা দেশের সংবিধানে ইসলামী আইন বা শরিয়া আইনের সন্নিবেশ রক্ষণশীল দলগুলোর আহবান সমর্থন করেনা।
তাদের এই পদক্ষেপে তিউনিসিয়ার নারীদের অবস্থান সহ বিভিন্ন বিষয়ে দেশটির ধর্মনিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিনের অবস্থান ও ঐতিহ্য বজায় থাকবে।
এন্নাহদা দলের এই সিদ্ধান্ত তিউনিসিয়ার সাধারণ মানুষের কাছে একটি বিশেষ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সাম্প্রতিক নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া মধ্যপন্থী এই দলটির উচ্চ পর্যায়ের নেতারা বলছেন তারা সংবিধানে কঠোর ইসলামী আইন বা শরিয়া আইন সংযোজনে রক্ষণশীলদের আহবানে সাড়া দেবেনা এবং তা সমর্থনও করেনা।
পুরনো সংবিধানের কথা অর্থাৎ রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়টিই রাখার বিষয়টি তারা চাইছে।
এই অঞ্চলে সাম্প্রতিক বিপ্লবের পর ইসলামপন্থীদের উত্থানে উদারপন্থীদের যে ভয়, তাতে করে এন্নাহদা দলের এই অবস্থান রক্ষণশীলরা ভাল চোখে দেখছেনা।
এন্নাহদা দলের লক্ষ্য জাতীয় ঐকমত্য এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণ। আর এ বিতর্কই মধ্যপ্রাচ্যে পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া দেশগুলোতে নতুন মাত্রা পেতে যাচ্ছে।
ইতিমধ্যেই মিশরে উদারপন্থীরা বলছে ইসলামি রক্ষণশীলরা সংবিধান প্রণয়নে বেশি নিয়ন্ত্রণ নিচ্ছে।








