আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি

আয়মান আল জাওয়াহিরি

ছবির উৎস, BBC World Service

ছবির ক্যাপশান, আয়মান আল জাওয়াহিরি

ওসামা বিন লাদেনের দীর্ঘদিনের সহযোগী আয়মান আল জাওয়াহিরি আল-কায়েদার নতুন শীর্ষ নেতা নিযুক্ত হয়েছেন৻

একটি ইসলামী ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে আল-কায়েদা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে৻

গত মাসে পাকিস্তানে এক মার্কিন হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে জল্পনা চলছিল যে আয়মান আল জাওয়াহিরি আল-কায়েদার নতুন শীর্ষ নেতা হতে পারেন৻

কিন্তু আল-কায়েদা নতুন নেতা নির্বাচনে যেরকম দীর্ঘ সময় নিয়েছে, তাতে বিশ্লেষকরা সন্দেহ করছেন যে সংগঠনের ভেতর হয়তো এ নিয়ে দ্বন্দ্ব ছিল৻

আল-কায়েদার আদর্শিক নেতা

আল-কায়েদার ভেতর আয়মান আল জাওয়াহিরিকে সব সময় আদর্শিক নেতা হিসেবে দেখা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমে তাঁর ভূমিকা সেরকম বড় ছিল না৻

তাঁর জন্ম মিশরে, তিনি পেশায় চিকিৎসক ছিলেন৻ প্রথম জীবনে তিনি মিসরের ইসলামী নেতা সাইয়িদ কুতুবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন৻

এই সাইয়িদ কুতুবকে বিশ্ব জেহাদী আন্দোলনের আদর্শিক গুরু বলে মনে করা হয়৻

মিসরে প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে হত্যার পর সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজার হাজার মানুষকে জেলে ভরা হয়, আয়মান আল জাওয়াহিরিও তখন আটক হন৻

বলা হয়, এই জেলবন্দী অবস্থাতেই তিনি তথাকথিত জেহাদে দীক্ষা নেন৻ ১৯৮৪ সালে যখন তিনি মুক্তি পান, তারপরই চলে যান আফগানিস্তানে, সোভিয়েত সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে৻

সেখানেই তার প্রথম দেখা হয় ওসামা বিন লাদেনের সঙ্গে, এবং তারপর তার আল কায়েদা নামের সংগঠন গড়ে তোলেন৻

তার পর থেকেই তিনি ছিলেন ওসামা বিন লাদেনের দক্ষিণ হাত৻

কর্তৃত্ব নিয়ে সংশয়

ওসামা বিন লাদেনের সঙ্গে আয়মান আল জাওয়াহিরি
ছবির ক্যাপশান, ওসামা বিন লাদেনের সঙ্গে আয়মান আল জাওয়াহিরি

আল-কায়েদার ওপর আয়মান আল জাওয়াহিরির কতোটা নিরংকুশ কর্তৃত্ব থাকবে তা নিয়ে সন্দিহান অনেক বিশ্লেষক৻

আল-কায়েদা এখন আর কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত কোন সংগঠন নয়, যদিও ৯/১১ এর আগে আল-কায়েদার সাংগঠনিক চেহারাটা সেরকমই ছিল৻

এখন আল-কায়েদার কার্যক্রম চলছে বরং বিভিন্ন স্বনিয়ন্ত্রিত আঞ্চলিক সংগঠনের মাধ্যমে, যাদেরকে বলা হচ্ছে আল-কায়েদার ফ্রেঞ্চাইজ, অর্থাৎ এরা আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত৻

আর আল-কায়েদার কার্যক্রমের যে সেন্টার অব গ্রাভিটি, বা সাংগঠনিক ভর কেন্দ্র, সেটা আফগানিস্তান থেকে এখন সরে গেছে ইয়েমেনের মতো জায়গায়৻

ইয়েমেনে সক্রিয় আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা ‌বা আরব উপদ্বীপের আল-কায়েদা---তার নেতৃত্বে আছেন আনওয়ার আল আওলাকি৻

এরা মনে করে তারাই এখন আল কায়েদার সামনের সারিতে আছে৻

এখন এরকম একটি সংগঠনের ভেতর আয়মান আল যাওয়াহিরির কতোটা নিরংকুশ কর্তৃত্ব থাকবে, সেটা বলা মুশকিল, বলছেন বিশ্লেষকরা৻

আল-কায়েদার ভবিষ্যত কৌশল

একটি ইসলামী ওয়েবসাইটে আল কায়েদার তরফ থেকে যে বার্তা পোস্ট করা হয়েছে, তাতে তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এদের মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথা বলছে৻

এর পাশাপাশি আরব বিশ্বে এখন যে ব্যাপক গণ আন্দোলন চলছে, আল-কায়েদা তার সুযোগও নিতে চাইবে বলে মনে করেন বিশ্লেষকরা৻

তবে বিশ্লেষকরা বলছেন, আল কায়েদার শক্তি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে৻ কাজেই তারা আগের মতো ব্যাপক আকারের হামলা কতটা চালাতে পারবে তা নিয়ে অনেকে সন্দিহান৻

আর গত কয়েকমাসে আরব বিশ্বে যে ব্যাপক গণ আন্দোলন শুরু হয়েছে, তাতে আল-কায়েদার সহিংসতার ডাক উপেক্ষা করে তরুণরা বরং শান্তিপূর্ণ আন্দোলনের পথই বেছে নিয়েছে৻

কাজেই আরব বিশ্বের রাজনৈতিক ঘটনাপ্রবাহেও আল-কায়েদা কতোটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে সংশয় আছে৻