অ্যান্টিবায়োটিক তার গুণ হারাচ্ছে
- Author, ফারহানা পারভীন
- Role, বিবিসি বাংলা, ঢাকা
বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার যথাযথভাবে হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন সরকার ও বিশেষজ্ঞরা৻
তাঁরা বলছেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই যখন তখন অ্যান্টিবায়োটিক সেবনের ফলে কার্যকারিতা হারাচ্ছে অনেক ওষুধ।

সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিবিসি বাংলাকে বলেছেন ওষুধ বিক্রেতা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে মানুষ চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র ছাড়াই নিজেরা অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খাচ্ছেন৻
বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রাক্কালে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ এ এফ এম রুহুল হক বলেছেন না বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা ক্রমশ বেড়ে যাওয়ায় কিছু কিছু জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক তার কার্যকারিতা হারাচ্ছে যেটা উদ্বেগের বিষয়৻
বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করলে মানুষের শরীরে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং জীবাণুনাশের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না।
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন সাধারণ জ্বর ও সর্দি কাশিতে সাধারণত কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হয়না, কিন্তু ওষুধ বিক্রির ব্যাপারে কোনো বাধ্যবাধকতা না থাকায় এবং ওষুধ কেনার ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র না লাগায় মানুষ সাধারণ অসুখবিসুখের জন্যও নিকটবর্তী দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে তা সেবন করছে।
স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হক বিবিসি বাংলাকে বলেন দেশে ওষুধ কেনাবেচার ব্যাপারে কোনো আইন না থাকলেও ওষুধ ব্যবহার সম্পর্কিত নীতিমালা রয়েছে। তবে সচেতনতার অভাবে তা মানা হচ্ছে না।
তিনি বলেন সারা দেশে মানুষের মধ্যে এ ব্যাপারে সচেতনতা বাড়াতে সরকার পদক্ষেপ গ্রহণ করবে৻
এদিকে ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বা যেকোন ঔয়ধ কেনার ক্ষেত্রে কোনো আইন না থাকায় মানুষ সর্দিকাশি এবং হালকা জ্বরেও এন্টিবায়োটিক গ্রহন করছে ।
এব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বিবিসি বাংলাকে বলেন দেশে এরকম কোনো আইন না থাকলেও ওষধ ব্যাবহারের নীতিমালা রয়েছে। তবে সচেতনতার অভাবে তা মানা হচ্ছে না।
এছাড়া মানুষের শরীরে সরাসরি এন্টিবায়োটিক গ্রহন ছাড়াও পশু মোটাতাজাকরনো যে ওন্টিবায়োটিক ব্যবহার করা হয় সেই পশুর মাংস খাওয়ার ফলেও মানুষের দেহে উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়েটিকের প্রভাব পরে বলে জানান মি রহমান।








