জ্বালানি সংকট: অফিসের সময়সূচীতে আবারও পরিবর্তন, পেছাচ্ছে এক ঘণ্টা

ঢাকার রাস্তা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সরকারি ও সায়ত্বশাসিত অফিসগুলোতে সময়সূচীতে আবার পরিবর্তন আনা হচ্ছে।

বাংলাদেশে অফিসের সময়সূচীতে বড় ধরনের পরিবর্তনের মাস দুয়েকের মাথায় আবারও নতুন সময়সূচী ঘোষণা করেছে সরকার।

ঘোষণা অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত, সাত ঘণ্টা করা হয়েছে। এখন যা আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত।

বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচী তারা নিজেরা নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার মন্ত্রীপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, যেহেতু সামনে শীত চলে আসছে তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারণ জ্বালানি সংকট

গত অগাস্ট মাসে জ্বালানি সাশ্রয়ে অফিসের কর্মঘণ্টা কমিয়ে সময়সূচীতে বড় ধরনের পরিবর্তন করেছিল বাংলাদেশের সরকার।

সেসময় ঘোষণা দেয়া হয় যে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে।

ব্যাংক খোলা থাকবে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত। ব্যাংকের সময় পরে তিনটা পর্যন্ত করা হয়।

এছাড়া স্কুল ও কলেজ সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে বলে জানানো হয়।

সরকারের তরফ থেকে তখন জানানো হয়েছিল সারাদেশে আমন উৎপাদনে যাতে নিরবিচ্ছিন্নভাবে সেচ দেয়া যায়, সেজন্য পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সময়সূচীর ব্যাপারে স্ব স্ব প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছিল।

এছাড়া নতুন সময়সূচী ঢাকার যানজট কমিয়ে আনবে বলেও বলা হয়েছিল।

সিদ্ধান্তটি কার্যকর হওয়ার পর প্রথম কয়েকদিন ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, বিশেষ ঢাকার সড়কে এবং ব্যাংকগুলোতে কাজের সময় কমে যাওয়ার কারণে।

অনেকেই মনে করেন, অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়সূচী থাকবার কারণে বড় শহরগুলোতে ভোরবেলায় অসহনীয় যানজট তৈরি হচ্ছিল।

এখন নতুন সময়সূচী চালু হলে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শুরুর সময়টা আর একইরকম থাকছে না।