ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২২: এ বছরের যে ছবিগুলো পুরস্কার জিতলো

Cactus bees

ছবির উৎস, Karine Aigner/WPY

ছবির ক্যাপশান, কয়েক সপ্তাহ চেষ্টার পর তোলা এই ছবিটি (দ্য বিগ বাজ) ৫৮তম ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ারের পুরস্কার জিতিয়েছে কারিন আইগনারকে।

একটি স্ত্রী ক্যাকটাস মৌমাছিকে ঘিরে রয়েছে একই প্রজাতির অনেকগুলো পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছিগুলোর মধ্যে কোনটি স্ত্রী মৌমাছির সাথে সঙ্গমের সুযোগ পাবে?

এই বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরষ্কার জিতেছে কারিন আইগনারের তোলা এই ছবিটি।

"ধুলোবালিতে উপুর হয়ে শুয়ে অনেক সময় কাটাতে হয়েছে এই ছবিটির জন্য," বলেন কারিন।

মিজ আইগনার প্রতিযোগিতার ৫৮ বছরের ইতিহাসে পঞ্চম নারী, যিনি বর্ষসেরা ফটোগ্রাফারের পুরষ্কার পেলেন।

ব্রাইডস জাতের তিমির মুখমণ্ডল

ছবির উৎস, Katanyou Wuttichaitanakorn/WPY

ছবির ক্যাপশান, এই ছবিটি তুলতে ফটোগ্রাফার উত্তিচাইতানাকর্ন ২০ থেকে ৩০ বার নৌকায় করে সাগরে গেছেন

দুই হাজার বাইশ সালের তরুণ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন থাইল্যান্ডের কাতানিউ উত্তিচাইতানাকর্ন। ১৬ বছর বয়সী এই কিশোরের তোলা ছবিটি ছিল একটি ব্রাইডস জাতের তিমির মুখমণ্ডলের।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ারকে বিশ্বের ফটোগ্রাফি অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে বিবেচনা করা হয়।

বিবিসি'র ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের আয়োজনে ১৯৬৪ সালে এই পুরস্কার টি প্রথম দেয়া শুরু হয়। বর্তমানে এটির আয়োজক লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম।

এই বছরে প্রতিযোগিতায় ৯৩টি দেশের মোট ৩৮ হাজার ৫৭৫টি ছবি প্রতিযোগিতার অংশ ছিল।

তার মধ্যে কয়েকটি বিভাগে বিজয়ী ছবি এই প্রতিবেদনে প্রকাশ করা হল।

Presentational grey line
Gorilla and keeper

ছবির উৎস, Brent Stirton/WPY

এনদাকাসি'র প্রয়াণ - ব্রেন্ট স্টিরটন, দক্ষিণ আফ্রিকা

ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের গোরিলা এনদাকাসি'র মৃত্যুর সময় গোরিলাটি ও তার রক্ষণাবেক্ষনকারী আন্দ্রে বাউমা'র ছবিটি তুলেছেন সেসময়কার আলোকচিত্র সাংবাদিক ব্রেন্ট স্টিরটন।

Presentational grey line
Chilean flamingos

ছবির উৎস, Junji Takasago/WPY

স্বর্গীয় ফ্লেমিংগো - জুনজি তাকাসাগো, জাপান

বলিভিয়ার আন্দেস পর্বতমালায় বিশ্বের সবচেয়ে উঁচু লবণের উপত্যকায় এই ছবিটি তুলে ন্যাচারাল আর্টিস্ট্রি বিভাগে পুরস্কার পেয়েছেন জাপানের জুনজি তাকাসাগো।

Presentational grey line
Lake Amatitlán

ছবির উৎস, Daniel Núñez/WPY

মৃতপ্রায় হৃদ - ড্যানিয়েল নুনেজ, গুয়াতেমালা

গুয়াতেমালার আমাতিতলান হৃদে ড্রোন ব্যবহার করা তোলা হয়েছে এই ছবিটি। এটি ওয়েটল্যান্ডস, দ্য বিগার পিকচার বিভাগে পুরস্কার পেয়েছে।

Presentational grey line
Spawning sea stars

ছবির উৎস, Tony Wu/WPY

শুটিং স্টার - টনি উ, যুক্তরাষ্ট্র/জাপান

জাপানের উপকূলে বিশালাকৃতির তারামাছের এই ছবিটি আন্ডারওয়াটার বিভাগে পুরস্কার জিতেছে।

Presentational grey line
Snake and bat

ছবির উৎস, Fernando Constantino Martínez Belmar/WPY

ব্যাট-স্ন্যাচার, ফার্নান্দো কনস্টান্টিনো মার্টিনেজ, মেক্সিকো

এই ছবিটি তোলা হয়েছে মেক্সিকোর ইয়ুকাতান বদ্বীপের যেই গুহাতে, সেটিকে 'কেইভ অব দ্য হ্যাঙ্গিং স্নেক' বা ঝুলন্ত সাপের গুহা বলা হয়ে থাকে।

Presentational grey line
Polar bears

ছবির উৎস, Dmitry Kokh/WPY

হাউজ অব বেয়ারস - দিমিত্রি কোখ, রাশিয়া

কোলিউচিন দ্বীপে তোলা এই ছবিটি আরবান লাইফস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে।

Presentational grey line