আজম খান: মুক্তিযোদ্ধা থেকে যেভাবে বাংলাদেশের সঙ্গীত জগতের 'পপগুরু' হয়ে উঠলেন
সত্তরের দশকে গাওয়া একটি গান বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের, বিশেষ করে তরুণ প্রজন্মের হৃদয় জয় করে নেয়, সেটি হচ্ছে আজম খানের গাওয়া গান বাংলাদেশ।
রেললাইনের পাশে বস্তিতে কোন এক ছেলের মৃত্যুতে তার মায়ের কান্না নাড়া দিয়েছিল আজম খানকে। তা থেকেই এই গানের জন্ম।
উনিশশো পঞ্চাশ সালের ২৮শে ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন আজম খান।
উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ঢাকায় বেশ কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন।
মুক্তিযুদ্ধের পর গঠন করেন পপ ব্যান্ড ‘উচ্চারণ’।
স্বাধীনতার পর বাংলাদেশে আজম খানের নতুন ঘরানার সঙ্গীত তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয়তা পায়।
বিবিসি বাংলার মিজানুর রহমান খান তাঁর সাক্ষাৎকারটি নিয়েছিলেন ২০০৮ সালে।
বিবিসি বাংলার আরও খবর: