শেখ মুজিবুর রহমান: দেশ স্বাধীন হবার আগে ও পরে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে যা বলেছিলেন
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একাধিকবার বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছিলেন।
১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আগরতলা ষড়যন্ত্র মামলা সরকার তুলে নেয়।
এরপর ২২শে ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান শেখ মুজিবুর রহমান।
ওই বছরের সেপ্টেম্বর মাসে সিরাজুর রহমানকে দেয়া একটি সাক্ষাৎকারে গণতন্ত্র নিয়ে কথা বলেছিলেন তিনি।
ওই একই বছর পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের সম্পর্ক নিয়েও কথা বলেন।
এরপর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কিছুদিন পর ২২শে ফেব্রুয়ারি ঢাকায় গণভবনে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন।
এরপর ১৯৭৫ সালের মে মাসে তিনি জ্যামাইকা গিয়েছিলেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে।
ফেরার সময় ট্রানজিট ছিল লন্ডনে। হিথ্রো বিমানবন্দরে সেরাজুর রহমানকে এই সাক্ষাৎকারটি দেন তিনি। এটাই ছিল বিবিসি বাংলাকে দেয়া তাঁর শেষ সাক্ষাৎকার।
বিবিসি বাংলায় আরও পড়তে পারেন: