গায়ের রঙ, বডিশেমিংসহ নানা তিক্ত অভিজ্ঞতা প্রিয়াঙ্কা চোপড়ার
গায়ের রঙ, বডিশেমিংসহ নানা তিক্ত অভিজ্ঞতা প্রিয়াঙ্কা চোপড়ার
প্রিয়াঙ্কা চোপড়া- বলিউডের এই অভিনেত্রী ২০১৫ সালে দক্ষিণ এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে আমেরিকান নেটওয়ার্ক ড্রামা সিরিজে প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন।
তিনি ম্যাট্রিক্স, বেওয়াচের মতো ব্লকবাস্টারে অভিনয়ও করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস কখনোই বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখেননি।
কিন্তু ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর প্রিয়াঙ্কা বলিউড ফিল্মে অভিনয় করা শুরু করেন। সেখানে তিনি বডি শেমিংয়ের শিকারও হয়েছিলেন।
বিনোদন শিল্পে নারী ও পুরুষের মধ্যে যে বেতন বৈষম্য আছে তা নিয়ে সোচ্চার প্রিয়াঙ্কা। বিবিসির ১০০ নারী তালিকায় এবার স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছেন তার জীবনের নানা অভিজ্ঞতার কথা।




