করোনাভাইরাস লকডাউনের সময় উপার্জনহীন যৌনকর্মীদের খাওয়াতেন রিনা আক্তার
করোনাভাইরাস মহামারির সময়ে আয় বন্ধ হয়ে যায় ভাসমান যৌনকর্মীদের। তখন টানা চার মাস দৈনিক প্রায় ২০০ জন যৌনকর্মীর খাবার ব্যবস্থা করেছেন রিনা আকতার।
একসময় নিজেও যৌনকর্মী ছিলেন, জানেন তাদের আর্থিক ও সামাজিক অবস্থায় খবর। তাই মহামারিকালে এগিয়ে আসেন ভাসমান যৌনকর্মীদের সাহায্য করতে। তিনি বলেন- 'ভালো মানুষজন তো যৌনকর্মীদের পাশে এসে দাঁড়াবে না, তাই আমি দাঁড়িয়েছি'।
এই অবদানের কারণে রিনা আকতারের নাম এবার উঠে এসেছে 'বিবিসি ১০০ নারী' তালিকায়।
মহামারির সময়ে রিনা আকতার কীভাবে এই আহার জোগাড় করেছেন তা জানতে দেখুন এই ভিডিওটি: