বিবিসি ১০০ নারী: বাল্যবিয়ে থামিয়েছেন কিশোরগঞ্জের সানজিদা ইসলাম ছোঁয়া

ভিডিওর ক্যাপশান, পঞ্চাশের বেশি বাল্যবিয়ে থামিয়েছেন কিশোরগঞ্জের যে নারী

বাংলাদেশ পৃথিবীর অন্যতম বাল্যবিবাহ-প্রবণ দেশ, তবে সানজিদা ইসলাম ছোঁয়া এই ধারা বদলানোর চেষ্টা করছেন।

তার মায়েরও বিয়ে হয়েছিল অল্প বয়সে।

স্কুলে বাল্যবিবাহের প্রভাব নিয়ে একটি প্রেজেন্টেশন দেখে বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী হন তিনি।

ছোঁয়া ও বন্ধুরা, শিক্ষক ও সহযোগীরা নিজেদের ঘাসফড়িং হিসেবে পরিচয় দেন।

বাল্যবিবাহের কোনও ঘটনা জানলে তারা পুলিশকে জানান।

এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও ছোয়া ঘাসফড়িংয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫০ টি বাল্যবিবাহ প্রতিরোধে ভুমিকা রেখেছে ঘাসফড়িং।

শুনুন সানজিদার গল্প।

বিবিসি বাংলার আরও খবর: