জ্যোতি বসু: ২৩ বছর মুখ্যমন্ত্রী থাকা এই কমিউনিস্ট নেতার পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে ভাবনা

ভিডিওর ক্যাপশান, জ্যোতি বসু: ২৩ বছর মুখ্যমন্ত্রীর পদে থাকা এই কমিউনিস্ট নেতার পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে ভাবনা

উপমহাদেশের পরিচিত কমিউনিস্ট নেতা জ্যোতি বসু ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা তেইশ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।

স্বেচ্ছায় অবসরে যাবার আগে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পশ্চিমবঙ্গে এমন অনেক সংস্কার করে গেছেন যার ধারাবাহিকতা এখনও বজায় আছে।

জন্ম তাঁর কোলকাতায় হলেও শৈশবের কিছুটা সময় কেটেছে পৈতৃক ভিটা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারুদিতে।

বিশ্লেষকদের মতে, ভারতের জাতীয় রাজনীতিতে তৃতীয় ধারার ধারণা নিয়ে নতুন মেরুকরণে ভূমিকা রাখেন জ্যোতি বসু।

সর্বভারতীয় রাজনীতিতে তাঁর প্রভাব এতটাই বিস্তৃত ছিলো যে তাঁকে অনেকে কিংমেকার বলে অভিহিত করতেন।

বিবিসি বাংলাকে ১৯৮৪ সালে একটি সাক্ষাৎকার দেন জ্যোতি বসু।

তাঁর সাক্ষাৎকারটি নিয়েছিলেন শ্যামল লোধ।

বিবিসি বাংলার আরও খবর: