রাজা তৃতীয় চার্লস: জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ছবি

রাজা তৃতীয় চার্লস, তাঁর ৬০ তম জন্মদিনের আনুষ্ঠানিক ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাজা তৃতীয় চার্লস, তাঁর ৬০ তম জন্মদিনের আনুষ্ঠানিক ছবি

রাজা তৃতীয় চার্লস, ব্রিটিশ সিংহাসনের সবচেয়ে দীর্ঘসময়ের উত্তরাধিকারী এখন রাজা হয়েছেন। সত্তর বছর ধরে উত্তরাধিকারী থাকার কারণে তিনি হচ্ছেন ব্রিটিশ ইতিহাসে সিংহাসনে অভিষেক হওয়া সবচেয়ে বয়সী রাজা।

রাজা তৃতীয় চার্লসের জীবনের বাঁক বদলে দেয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে আলোকচিত্রে তুলে ধরা হলো:

1px transparent line
রানী দ্বিতীয় এলিজাবেথ যখন প্রিন্সেস এলিজাবেথ ছিলেন, ১৯৪৮ সালে তখন তার কোলে প্রথম সন্তান (এখন রাজা তৃতীয় চার্লস)

ছবির উৎস, Mirrorpix / Getty Images

ছবির ক্যাপশান, উনিশশো আটচল্লিশ সালের ১৪ই নভেম্বর চার্লস ফিলিপ আর্থার জর্জ জন্মগ্রহণ করেন। যখন তার বয়স তিন বছরের কিছু বেশি, তখন তার মা দ্বিতীয় এলিজাবেথ রানি হন
1px transparent line
১৯৪৯ সালে মা প্রিন্সেস এলিজাবেথ অফ ইংল্যান্ড এবং বাবা প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরার সাথে শিশু চার্লস

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, যখন তার বয়স এক বছর, তখন তার বাবা প্রিন্স ফিলিপ নৌবাহিনীর কর্মকর্তা হিসাবে মাল্টায় নিয়োজিত থাকায় মা-বাবাকে কিছুদিন আলাদা থাকতে হয়। সেই সময় ১৯৪৯ সালে তাকে নিয়ে তার মা মাল্টায় বাবার কাছে বেড়াতে নিয়ে যান
লন্ডনের ক্লারেন্স হাউজ থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন চার্লস

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, যখন মা-বাবাকে দুই জায়গায় থাকতে হয়েছিল, তখন শিশু চার্লসকে অনেক সময় নার্সারির কর্মীদের তত্ত্বাবধানে থাকতে হতো।
1px transparent line
১৯৫৭ সালে স্কুলের মাঠে ফুটবল খেলছেন রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আট বছর বয়স হওয়া পর্যন্ত বাড়িতে পড়াশোনা হয়েছে। এরপর চার্লস ছিলেন সিংহাসনের প্রথম উত্তরাধিকারী যাকে স্কুলে পড়াশোনা করতে পাঠানো হয়। এখানে ১৯৫৭ সালে স্কুলের একটি ফুটবল খেলার সময়কার ছবি
নাতি প্রিন্স চার্লস এবং প্রিন্সেস অ্যানকে নিয়ে রাজা ষষ্ঠ জর্জ এবং রানি এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে গিয়েছিলেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নানী, কুইন মাদারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল
1px transparent line
১৯৬৭ সালে গর্ডনস্টন স্কুলের শেষ দিনে রানি দ্বিতীয় এলিজাবেথ চার্লসকে দেখতে আসেন

ছবির উৎস, Keystone / Getty Images

ছবির ক্যাপশান, তাকে শক্তসমর্থ করে তোলার জন্য গর্ডনস্টন স্কুলে পড়াশোনা করতে পাঠানো হয়। কিন্তু সেখানে তিনি নিপীড়নের শিকার হচ্ছেন জানিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য বাবা-মাকে অনুরোধ করেন
1px transparent line
১৯৬৯ সালে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে নিজের কক্ষে বসে পড়াশুনা করছেন রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে প্রথমে প্রত্মতত্ত্ব, পরে নৃবিজ্ঞান পড়েন চার্লস- ব্রিটিশ সিংহাসনের তিনি হচ্ছেন প্রথম উত্তরাধিকারী যিনি একটি ডিগ্রি কোর্স সম্পন্ন করেছেন
প্রিন্স অব ওয়েলসের মাথায় মুকুট পড়িয়ে দিচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ

ছবির উৎস, Central Press / Getty Images

ছবির ক্যাপশান, উনিশশো উনসত্তর সালে কারনেশন ক্যাসেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে সালে চার্লসকে প্রিন্স অব ওয়েলস ঘোষণা করা হয়। সেখানে তিনি ওয়েলশ এবং ইংরেজি উভয় ভাষায় বক্তব্য দেন।
১৯৬৯ সালে ক্যামব্রিজশায়ারে একটি চিম্পুক বিমানের ককপিটে রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তিনি সামরিক বাহিনীতে যোগ দেন। সেখানে তিনি আরএএফ পাইলট হিসাবে উত্তীর্ণ হন। তবে পরবর্তীতে রাজকীয় নৌবাহিনীতে চলে যান।
রাজা তৃতীয় চার্লস ডেভনের লিম্পস্টোনের রয়্যাল মেরিন ট্রেনিং সেন্টারে একটি অ্যাসল্ট কোর্স পরিচালনা করেন এবং ১৩ জানুয়ারী ১৯৭৫ সালে প্রথম-শ্রেণীর পাস অর্জন করেন।

ছবির উৎস, Central Press / Getty Images

ছবির ক্যাপশান, তিনি কঠোর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং "অ্যাকশন ম্যান" খেতাব অর্জন করেন, কারণ সামরিক মহড়ার একটি সিরিজে, তিনি প্লেন থেকে ঝাঁপ দেন, ডুবোজাহাজ থেকে পালিয়ে যান এবং ডুবুরি ও কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নেন।
১৯৭৬ সালে এইচএমএস ব্রনিংটনের আরোহন করছেন প্রিন্স চার্লস

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, বিভিন্ন জাহাজে কাজ করার পর চার্লস তার চূড়ান্ত মেয়াদের দায়িত্ব পালনের জন্য রাজকীয় নৌবাহিনীতে মাইন হান্টার এইচএমএস ব্রনিংটনের কমান্ড গ্রহণ করেন।
1px transparent line
সানগ্লাস পরে অ্যাস্টন মার্টিন গাড়ি চালাচ্ছেন আছেন রাজা তৃতীয় চার্লস, ১৯৭৫ সালের ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ত্রিশ বছরের কাছাকাছি বয়সে তখনকার প্রিন্স অব ওয়েলসের অনেকটা প্লেবয়ের মতো পরিচিতি ছিল
১৯৭৯ সালে রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, Hulton Archive / Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিবাহযোগ্য পুরুষদের একজন ছিলেন। ছবিতে তাকে উইন্ডসার্ফিং করতে দেখা যাচ্ছে।
১৯৭২ সালে একটি পোলো ম্যাচের পরে বিশ্রাম নিচ্ছেন রাজা তৃতীয় চার্লস এবং ক্যামিলা পার্কার, এখন কুইন কনসর্ট,

ছবির উৎস, Hulton Royals Collection / Getty Images

ছবির ক্যাপশান, বেশ কয়েকজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল তার, যাদের মধ্যে কুইন কনসর্ট ক্যামিলাও ছিলেন।
ফিজিতে রাজা তৃতীয় চার্লসের সফরের সময় তার সম্মানে আয়োজত একটি সামাজিক অনুষ্ঠানে একজন নারীর সঙ্গে তিনি নাচছেন।

ছবির উৎস, Hulton Archive / Getty Images

ছবির ক্যাপশান, যদিও তখন প্রিন্সের জন্য আদর্শ একটি চাকরি খুঁজে বের করার ব্যাপারে অনেক কথাবার্তা চলছিল, কিন্তু সেই সময় তিনি বেশ কয়েকটি রাজকীয় সফর করেন এবং দাতব্য কর্মকাণ্ড শুরু করেন, যার মাধ্যমে ১৯৭৬ সালে তিনি প্রিন্স'স ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ফিজিতে রাজা তৃতীয় চার্লসের সফরের সময় তার সম্মানে আয়োজত একটি সামাজিক অনুষ্ঠানে একজন নারীর সঙ্গে তিনি নাচছেন।
১৯৮১ সালের ২৪শে ফেব্রুয়ারি বাগদানের ঘোষণার পর বাকিংহ্যাম পালেসের বাইরে বাগদত্তা লেডি ডায়ানা স্পেনসারের সঙ্গে হাসছেন রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, Hulton Archive / Getty Images

ছবির ক্যাপশান, উনিশশো একাশি সালে ঘোষণা করা হয় যে, চার্লস লেডি ডায়ানা স্পেনসারের সাথে বাগদান সম্পন্ন করেছেন
1px transparent line
সেন্ট পল'স ক্যাথেড্রালে বিয়ের পর বাকিংহ্যাম প্যালেসের বারান্দায় চুমু খাচ্ছেন প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলস

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, পাঁচ মাস পরে তারা সেন্ট পল'স ক্যাথেড্রালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিনে তাদের একনজর দেখার জন্য ছয় লাখ মানুষ লন্ডনের পথেঘাটে সমবেত হয়েছিল।
স্কটল্যান্ডে বালমোরাল দুর্গের কাছে মধুচন্দ্রিমার সময় ডে নদীর পাড়ে ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন রাজকীয় যুগল, ১৯৮১ সালের অগাস্ট মাসের ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্কটল্যান্ডে বালমোরাল দুর্গের কাছে মধুচন্দ্রিমার সময় ডে নদীর পাড়ে ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন রাজকীয় যুগল
দুই সন্তান প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিকে কোলে নিয়ে ১৯৮৫ সালের ৫ই মে ইতালির ভেনিসে রাজকীয় ইয়ট ব্রিটানিয়ার ডেকে রাজকীয় যুগল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই সন্তান প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিকে কোলে নিয়ে ১৯৮৫ সালের ৫ই মে ইতালির ভেনিসে রাজকীয় ইয়ট ব্রিটানিয়ার ডেকে রাজকীয় যুগল। উনিশশো বিরাশি সালে প্রিন্স উইলিয়াম এবং ১৯৮৪ সালে প্রিন্স হ্যারির জন্ম সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন জটিলতায় পড়েছিল। উনিশশো ছিয়ানব্বই সালের জুলাই মাসে চার্লস এবং ডায়ানা 'অনিষ্পত্তিযোগ্য পার্থক্য' থাকার কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ করেন।
ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে প্রিন্সেস ডায়ানার কফিন বহন করা দেখছেন রাজা তৃতীয় চার্লস, আর্ল স্পেনসার, প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি এবং প্রিন্স ফিলিপ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উনিশশো সাতানব্বই সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ডায়ানার আকস্মিক মৃত্যু হলে চার্লস জোর দিয়েছিলেন যেন, রাজকীয়ভাবে তার শেষকৃত্যানুষ্ঠান করা হয়।
ছেলে প্রিন্স উইলিয়াম (বামে) এবং প্রিন্স হ্যারির সঙ্গে ২০০০ সালের ৬ই এপ্রিল সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্টে রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রিন্স উইলিয়াম (বামে) এবং প্রিন্স হ্যারির সঙ্গে ২০০০ সালের ৬ই এপ্রিল সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্টে রাজা তৃতীয় চার্লস। ডায়ানার মৃত্যু রাজপরিবারকে তাদের ভাবমূর্তি নিয়ে ভাবতে বাধ্য করে এবং চার্লস দ্রুত খাপ খাইয়ে নেন। আধুনিক একজন উত্তরাধিকারী হিসাবে তাকে যত্নবান এবং সহায়তাকারী পিতা হয়ে উঠতে দেখা যায়।
শিশুদের একটি বাস্কেটবল গেম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিন্স অব ওয়েলস

ছবির উৎস, PA

ছবির ক্যাপশান, ডায়ানার মৃত্যুর পর দূরে থাকা এবং অসংবেদনশীলতার অভিযোগ ওঠার পর চার্লস নতুন ভাবমূর্তি গড়ে তোলার উদ্যোগ নেন এবং জনমানুষের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন
২০০৩ সালের ৩১শে জানুয়ারি ওয়ারিনার স্কুল অর্গানিক ফার্ম পরিদর্শনে যান রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, Tim Graham Photo Library via Getty Images

ছবির ক্যাপশান, তিনি বেশ কয়েকটি বিষয়ে জোরালোভাবে কথা বলতে শুরু করেন, যার মধ্যে প্রাকৃতিক চাষাবাদ এবং বিকল্প ওষুধের প্রতি সমর্থন তুলে ধরেন আর জিনগত পরিবর্তিত ফসলের বিরোধিতা করেন।
পাউন্ডবেরি গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, Shutterstock

ছবির ক্যাপশান, তিনি আধুনিক স্থাপত্যের একজন সমালোচক। নগর পরিকল্পনা নিয়ে তার দৃষ্টিভঙ্গি ডরসেটের পাউন্ডবেরি গ্রামে বাস্তব রূপ লাভ করেছিল।
২০০২ সালে ওয়েস্টমিনিস্টার হলে নানীর, দ্যা কুইন মাদার কফিনের পাশে দাঁড়িয়ে ছিলেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই হাজার দুই সালে ওয়েস্টমিনিস্টার হলে নানীর (দ্যা কুইন মাদার) কফিনের পাশে দাঁড়িয়ে রাজা তৃতীয় চার্লস। কুইন মাদার ১০১ বছর বয়সে ঘুমের মধ্যে মারা যান।
1px transparent line
বাগদানের ঘোষণার পর উইন্ডসর ক্যাসেলে একটি অনুষ্ঠানে আসেন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট

ছবির উৎস, Wireimage / Getty Images

ছবির ক্যাপশান, অনেক বছর ধরে ক্যামিলা পার্কার বোলসের সঙ্গে সম্পর্ক রেখেছেন চার্লস। উনিশশো সত্তর সালে প্রথম পরিচয়ের পর এই যুগল ২০০৫ সালে বাগদানের ঘোষণা করেন। বাগদানের ঘোষণার পর উইন্ডসর ক্যাসেলে একটি অনুষ্ঠানে আসেন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট।
রাজা তৃতীয় চার্লস, কুইন কনর্সট ক্যামিলা পার্কার বোলস, প্রিন্স হ্যারি, প্রিন্স, উইলিয়াম, টম ও লরা পার্কার বোলস, ডিউক অব এডিনবরা, রানি দ্বিতীয় এলিজাবেথ এবং বেজর ব্রুস শান্ড, উইন্ডসর ক্যাসেলে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাজকীয় পরিবারের প্রথম সদস্য হিসাবে তিনি বেসরকারিভাবে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন-মিসেস পার্কার বোলস পরিণত হন ডাচেস অফ কর্নওয়েল। চার্লিস সিংহাসনে আরোহনের পর তিনি হয়েছে কুইন কনর্সট।
রানি দ্বিতীয় এলিজাবেথ, ডিউক অব এডিনবরা, রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনর্সট ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে আসন গ্রহণ করছেন

ছবির উৎস, PA

ছবির ক্যাপশান, দুই হাজার এগার সালে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে কেট মিডলটনকে বিয়ে করেন বড় ছেলে প্রিন্স উইলিয়াম। সেই অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথ, ডিউক অব এডিনবরা, রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনর্সট।
বারান্দায় দাঁড়ানো রাজা তৃতীয় চার্লস, ডাচেস অফ ক্যামব্রিজ, প্রিন্সেস শার্লট, প্রিন্স জর্জ, প্রিন্স উইলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ, প্রিন্স হ্যারি, কুইন দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাজার প্রথম নাতি প্রিন্স জর্জ এবং নাতনি প্রিন্সেস শার্লট ২০১৩ এবং ২০১৫ সালে জন্মগ্রহণ করেন। বারান্দায় দাঁড়ানো রাজা তৃতীয় চার্লস, ডাচেস অফ ক্যামব্রিজ, প্রিন্সেস শার্লট, প্রিন্স জর্জ, প্রিন্স উইলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ, প্রিন্স হ্যারি, রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ।
২০১৮ সালে প্রিন্স হ্যারির বিয়ের সময় উইন্ডসর ক্যাসেলে কণে মেগান মার্কেলকে নিয়ে হাঁটছেন রাজা তৃতীয় চার্লস

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, দুই হাজার আঠারো সালে প্রিন্স হ্যারির বিয়ের সময় কনে মেগান মার্কেলকে নিয়ে হাঁটছেন রাজা তৃতীয় চার্লস।
1px transparent line
২০২১ সালের ১৭ই এপ্রিল ডিউক অব এডিনবরার শেষকৃত্যানুষ্ঠানের সময় কফিন বহনকারি গাড়ি অনুসরণ করছিলেন রাজা তৃতীয় চার্লস, তখন তাকে শোকাহত অবস্থায় দেখা যায়

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, দুই হাজার একুশ সালে উইন্ডসর ক্যাসেলে পিতা প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানের সময় রাজাকে প্রকাশ্যে শোকাহত অবস্থায় দেখা যায়।
1px transparent line
রাজা তৃতীয় চার্লসের ৭০ তম জন্মদিন উপলক্ষে ছবিতে পোজ দিয়েছেন সঙ্গে কুইন কনর্সট, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। বাকিংহ্যাম প্যালেসে ২০১৮ সালের ২২শে মে তোলা ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, চার্লস এমন সময় রাজা হয়েছেন, যখন রাজপরিবার নিয়ে জনগণের মনোভাব বদলে যাচ্ছে। রাজা চার্লসের ৭০তম জন্মদিন উপলক্ষে বাকিংহ্যাম প্যালেসে ২০১৮ সালের ২২শে মে তোলা ছবি।
1px transparent line