রানি দ্বিতীয় এলিজাবেথ: ছবিতে খেলাধুলা নিয়ে কিছু স্মৃতি

ক্রীড়াজগতে রানির বিচরণ কেমন ছিল তার কিছু স্থিরচিত্রের সংগ্রহ তুলে ধরছে বিবিসি স্পোর্ট।

অশ্বারোহী রানী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রানির প্রথম ঘোড়াটি ছিল শেটল্যান্ড পনি, যার নাম পেগি। চার বছর বয়সে এটি তাকে দেয়া হয়। তিনি ছয় বছর বয়স থেকে এটিতে চড়তে শুরু করেন। কৈশোরেই তিনি একজন দক্ষ অশ্বারোহীতে পরিণত হন। এই ছবিটি তোলা ১৯৫২ সালে, রানি হিসেবে প্রথম ঘোড়ায় চড়েছিলেন এদিন।
রানি এবং প্রিন্সেস মার্গারেট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সারাজীবনই ঘোড়া ভালবেসেছেন রানি। তিনি নিয়মিত ঘোড়দৌড়ের বৈঠকগুলোতে অংশ নিতেন। এই ছবিতে দেখা যাচ্ছে এপসমে ১৯৫০ সালের ডার্বিতে ছোট বোন প্রিন্সেস মার্গারেটকে নিয়ে গিয়েছেন তিনি।
রানি এবং আলথিয়া গিবসন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উনিশশো সাতান্ন সালে আলথিয়া গিবসনের হাতে উইম্বলডন এককের শিরোপা তুলে দেন রানি। আলথিয়া গিবসন ছিলেন উইম্বলডনের এককে শিরোপাজয়ী প্রথম আফ্রিকান-আমেরিকান।
১৯৫৯ সালে নটিংহ্যাম ফরেস্টের অধিনায়ক জ্যাক বারকিটের হাতে এফএ কাপ শিরোপা তুলে দিচ্ছেন রানি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই বছর পর রানি উপস্থিত ছিলেন ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফএ কাপের ফাইনাল ম্যাচে। ওই ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট ২-১ গোলে হারায় লুটনকে। বিজয়ী দলের অধিনায়ক জ্যাক বারকিটের হাতে শিরোপা তুলে দেন রানি।
রানি ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপের ট্রফি তুলে দিচ্ছেন ববি মুরের হাতে।
ছবির ক্যাপশান, ওয়েম্বলিতে রানির এক স্মরণীয় মুহূর্ত, কারণ ১৯৬৬ সালে তখনকার ফুটবলের বিশ্বকাপ জুলে রিমে ট্রফি তিনি নিজের হাতে তুলে দিতে পেরেছিলেন নিজ দেশের দলের অধিনায়ক ববি মুরের হাতে। ওই ফাইনালে ইংল্যান্ড ৪-২ গোলে জিতেছিল তখনকার পশ্চিম জার্মানির বিপক্ষে।
রানি এবং ভার্জিনিয়া ওয়েড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উনিশশো সাতাত্তর সাল ছিল রানির জন্য এক বিশেষ বছর। এবছর তিনি সিংহাসনে আরোহণের রজত জয়ন্তী পালন করছিলেন। এ বছরই তিনি উইম্বলডনের নারী এককের শিরোপা তুলে দেন ভার্জিনিয়া ওয়েডের হাতে।
রানি এবং ইয়ুর্গেন ক্লিন্সম্যান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ওয়েম্বলিতে ইউরো ৯৬-এর ফাইনাল ম্যাচে অংশ নিয়েছেন রানি। ম্যাচটি ছিল জার্মানি ও চেক রিপাবলিকের মধ্যে। ইয়ুর্গেন ক্লিন্সম্যানের অধিনায়কত্বে জার্মানি সেবার শিরোপা জেতে।
ডেভিড বেকহ্যাম ও ক্রিস্টি হাওয়ার্ডের সঙ্গে রানি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রানি ম্যানচেস্টারে ২০০২ সালের কমনওয়েলথ গেমসের জুবিলি ব্যাটন তুলে দিচ্ছেন ডেভিড বেকহ্যাম এবং তহবিল সংগ্রহকারী ক্রিস্টি হাওয়ার্ডের হাতে।
স্লোভেনিয়ায় ২০০৮ সালের এক সফরে রানিকে আমন্ত্রণ জানানো হয়েছিল গিলফোর্ড ফ্লেমস এবং অ্যাকুয়াসিটি পপরাডের মধ্যেকার একটি আইস হকি ম্যাচে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্লোভেনিয়ায় ২০০৮ সালের এক সফরে রানিকে আমন্ত্রণ জানানো হয়েছিল গিলফোর্ড ফ্লেমস এবং অ্যাকুয়াসিটি পপরাডের মধ্যেকার একটি আইস হকি ম্যাচে।
২০১২ অলিম্পিকে রানি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই হাজার বারো সালের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রানি। তিনি জেমস বন্ড খ্যাত ডেনিয়েল ক্রেগের সাথে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পর্দায় উপস্থিত হন। এই চলচ্চিত্র প্রদর্শনের পরপরই ডেনিয়েল ক্রেগ স্বয়ং স্কাইডাইভিং করে নেমে আসেন অলিম্পিক স্টেডিয়ামে। এর পরই রানি গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যারনেস টানি গ্রে-থম্পসনের সাথে রানি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রানি ২০১২ সালের প্যারালিম্পিক্সও উদ্বোধন করেন। এসময় তিনি এগারো বারের প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ব্যারনেস টানি গ্রে-থম্পসনের সাথে সাক্ষাৎ করেন।
অশ্বারোহী রায়ান মুরের সাথে রানি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রানির ঘোড়া এস্টিমেট ও অশ্বারোহী রায়ান মুর ২০১৩ সালে রয়্যাল অ্যাসকটে গোল্ড কাপ জেতে। এর মধ্যে দিয়ে ২০৭ বছরের মধ্যে প্রথমবারের মত একজন সিংহাসনে আসীন সম্রাজ্ঞীর মালিকানাধীন ঘোড়া এই শিরোপা জেতে।
২০১৩ সালের গোল্ডকাপজয়ী ঘোড়া এস্টিমেটকে আদর করছেন রানি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পরবর্তীতে রানির অশ্বশালার সবচাইতে সাফল্যমণ্ডিত ঘোড়ায় পরিণত হয় এস্টিমেট।
দক্ষিণ আফ্রিকার ব্রায়ান হাবানা এবং অস্ট্রেলিয়ার হেনরি স্পেইটের সাথে রানি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই হাজার পনের সালের রাগবি বিশ্বকাপের একটি অভ্যর্থনা অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার ব্রায়ান হাবানা এবং অস্ট্রেলিয়ার হেনরি স্পেইটের সাথে সাক্ষাৎ করছেন রানি।
রানি এবং রায়ান মুর

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, টোয়াইলাইট সনের পিঠে চড়ে ২০১৬ সালের রয়েল অ্যাসকটে শিরোপা জেতার পর রানির সঙ্গে কথোপকথন উপভোগ করছেন শীর্ষ জকি রায়ান মুর।
রানি ও দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন নিকোলা অ্যাডামস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই হাজার ষোল সালের রিও অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সের পর পদকজয়ীদের সংবর্ধনা দেয়া হয় বাকিংহ্যাম প্রাসাদে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্সিং চ্যাম্পিয়ন নিকোলা অ্যাডামস।
দুই হাজার সতের সালে আরো একবার রয়্যাল অ্যাসকটে যোগ দেন রানি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই হাজার সতের সালে আরো একবার রয়্যাল অ্যাসকটে যোগ দেন রানি।
রয়্যাল অ্যাসকটে যোগ দিয়ে রানির ঘোড়দৌড় উপভোগ অব্যহত ছিল গত বছর পর্যন্ত। দুই হাজার একুশ সালের জুন মাসে বার্কশায়ারের ঘৌড়দৌড় মাঠে রানি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রয়্যাল অ্যাসকটে যোগ দিয়ে রানির ঘোড়দৌড় উপভোগ অব্যহত ছিল গত বছর পর্যন্ত। দুই হাজার একুশ সালের জুন মাসে বার্কশায়ারের ঘৌড়দৌড় মাঠে রানি।
দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে কমনওয়েলথ গেমসের ব্যাটনের এক বৈশ্বিক সফরের উদ্বোধন করেন রানি। এ বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হয় ওই গেমস। ছবিতে দেখা যাচ্ছে প্যারালিম্পিক্স স্বর্ণপদকজয়ী কাডিনা কক্সের হাতে ব্যাটন তুলে দিচ্ছেন রানি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে কমনওয়েলথ গেমসের ব্যাটনের এক বৈশ্বিক সফরের উদ্বোধন করেন রানি। এ বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হয় ওই গেমস। ছবিতে দেখা যাচ্ছে প্যারালিম্পিক্স স্বর্ণপদকজয়ী কাডিনা কক্সের হাতে ব্যাটন তুলে দিচ্ছেন রানি।