ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বদলে দিয়েছে যুদ্ধের চিত্র, রাশিয়ার গোলাবষর্ণ বৃদ্ধি

রাশিয়ার গোলায় বিধ্বস্ত একটি বাড়ি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাশিয়ার গোলায় বিধ্বস্ত একটি বাড়ি

ইউক্রেনের একজন শীর্ষ জেনারেল বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিচ্ছে।

ইউক্রেনের শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন, সেগুলো যুদ্ধের পরিস্থিতি পাল্টাতে সহায়তা করছে।

তিনি বলেছেন, এগুলো দিয়ে তারা শত্রুদের কমান্ড পোস্ট, গোলা বারুদ এবং জ্বালানির গুদামে হামলা করতে পারছেন।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সরবরাহ লাইনে এসব ক্ষেপণাস্ত্র হামলা করার পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু নির্দেশ দিয়েছেন, ইউক্রেনের এসব ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদ ধ্বংসে যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

ভিডিওর ক্যাপশান, বিশ্বজুড়ে এবছর গমের ফলন কম, খাদ্যের বাজার নিয়ে গভীর শঙ্কা

ইউক্রেনের শীর্ষ দুই কর্মকর্তা বহিষ্কার

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে লড়াই করে যাচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। অন্যদিকে রাজধানী কিয়েভে আরেক লড়াই করছেন প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি।

ইউক্রেনের গুপ্তচর সংস্থার প্রধান এবং শীর্ষ আইন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ তিনি বলছেন, এই দুই সংস্থার অনেক সদস্য দেশের বিরুদ্ধে কাজ করছে।

তিনি জানিয়েছেন, রাশিয়া যেসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে, সেখানে ৬০ জনের বেশি সদস্য এখন ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে।

বিদ্রোহের অভিযোগে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অন্তত ৬৫১টি মামলা হয়েছে।

গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিতে পারবে না রাশিয়া

এদিকে রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ইউরোপের গ্রাহকদের জানিয়েছে, 'অস্বাভাবিক' পরিস্থিতির কারণে তারা আর গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিতে পারছে না।

একটি চিঠিতে তারা জানিয়েছে, গত ১৪ই জুন থেকে তারা সরবরাহ কমাতে বাধ্য হয়েছে।

অন্যদিকে জাপান জানিয়েছে, তেল ও জ্বালানি সরবরাহের সাখালিন-২ প্রজেক্ট পরিচালনার জন্য নতুন যে কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা এখনো কোন যোগাযোগ করেনি।

গত জুন মাসে একটি ডিক্রি জারি করে জাপানে গ্যাসের সরবরাহের দায়িত্ব নতুন একটি কোম্পানিকে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে জাপানে গ্যাসের সরবরাহ বন্ধের ঝুঁকি তৈরি হয়েছে।

ভিডিওর ক্যাপশান, ডনবাসের বিপজ্জনক রণাঙ্গনে ইউক্রেনের একটি সেনা শিবিরে গিয়েছিলেন বিবিসির সংবাদদাতা

নতুন বোমা হামলায় ছয়জন নিহত

রাশিয়ার সৈন্যরা নতুন করে তাদের বোমা বর্ষণ বাড়িয়ে দিয়েছে। পূর্ব ইউক্রেনের শহর তোরেস্ক শহরে বোমা হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার সৈন্যরা স্লোভিয়ানস্কে হামলা চালানোর জন্য পুনরায় সংঘবদ্ধ হতে চলেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল দখলের যে পরিকল্পনা নিয়েছে রাশিয়া, এটা সেই পরিকল্পনারই অংশ। দেশের অন্য এলাকায় রাশিয়ার হামলা ঠেকিয়ে দেয়ার পর তারা এখন পূর্বাঞ্চল দখলে জোর দিয়েছে।

গুগলকে আবারো জরিমানা করলো মস্কো, রাশিয়া ছাড়ছে এইচএন্ডএম

যুদ্ধ শুরুর পর থেকেই নাগরিকদের জন্য তথ্য পাওয়ার সুবিধা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রাশিয়া।

মস্কো যেসব জিনিস অবৈধ বলে মনে করে, এমন তথ্য সরিয়ে না নেয়ার কারণে গুগলকে ৩৭ কোটি ডলার জরিমানা করেছে মস্কোর একটি আদালত।

রাশিয়া থেকে গুগল যতো অর্থ আয় করে, এটি তার প্রায় ১০ শতাংশ।

গত বছরেও গুগলকে একবার জরিমানা করেছিল রাশিয়া।

অন্যদিকে বিশ্বের অন্যতম বড় পোশাক সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান এইচএন্ডএম ঘোষণা দিয়েছে, তারা রাশিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। তবে দোকানে থাকা কাপড় বা অন্যান্য সামগ্রী বিক্রি শেষ করার জন্য দোকানগুলো আপাতত খোলা রাখা হবে।

ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর গত মার্চ মাসে রাশিয়ায় ব্যবসা স্থগিত করার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।