ইউক্রেন রাশিয়া যুদ্ধ: যুদ্ধাপরাধের অভিযোগ করছে কিয়েভ, তদন্তের কথা ভাবছে আন্তর্জাতিক অপরাধ আদালত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি বিধ্বস্ত স্কুল ভবন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি বিধ্বস্ত স্কুল ভবন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়া বোমা হামলা চালানোর পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, সোমবারের ঐ হামলাটি যে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো হয়েছিল তার সাক্ষী রয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোও অভিযোগ করছে যে রুশ আগ্রাসনের সময় যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে।

ওদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এসব অভিযোগ নিয়ে নিজস্ব তদন্ত শুরুর করার কথা বিবেচনা করছে।

এই আদালতে প্রধান কৌঁসুলি করিম খান বলছেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ ঘটেছে একথা মনে করার "বিশ্বাসযোগ্য ভিত্তি" রয়েছে।

তিনি জানান, তারা যে তদন্ত চালাবেন তাতে তারা দেখবেন ইউক্রেইনের বর্তমান লড়াই এবং ২০১৪ সালে সে দেশের ওপর প্রথম রুশ আগ্রাসনের সময় ইউক্রেনে কোন যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে কিনা।

খারকিভের কেন্দ্রে ফ্রিডম স্কয়ারে রুশ মিসাইলের হামলা:

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

(সতর্কবানী: এই ভিডিওটির সত্যতা সম্পর্কে বিবিসি নিশ্চিত হতে পেরেছে। তবে এর সূত্র অজ্ঞাত।)

আরও পড়তে পারেন:

তবে এই তদন্ত শুরু করতে আইসিসির বিচারকদের অনুমোদন লাগবে।

মি. খান বলেন, এই পর্যায়ে তিনি তার সহকর্মীদের বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ এসব অভিযোগের স্বপক্ষে প্রমাণ জোগাড় করতে।

কিন্তু রাশিয়া কিংবা ইউক্রেন - দুটি দেশের কোনটিই আইসিসির সদস্য নয়।

তবে কিয়েভের সরকার এখন এই আদালতের বিচারিক এখতিয়ারকে মেনে নিয়েছে।

ভিডিও দেখুন:

ভিডিওর ক্যাপশান, নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতিতে কী প্রভাব পড়বে?