ইউক্রেন সংকট: পুতিন বেইজিংয়ে, আমেরিকার মোকাবেলায় চীনকে কতটা পাশে পাবে রাশিয়া

প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি গত আট বছরে ৩৭ বার বৈঠক করেছেন
    • Author, শাকিল আনোয়ার
    • Role, বিবিসি নিউজ বাংলা, লন্ডন

ইউক্রেন নিয়ে আমেরিকার সাথে বিপজ্জনক রেষারেষির মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের রাজধানী বেইজিং গেছেন।

আজ (শুক্রবার) শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অনেক আগেই তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ পেয়েছিলেন।

কিন্তু ইউক্রেন পরিস্থিতির প্রেক্ষাপটে মি. পুতিনের এই চীন সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে। অলিম্পিকসের উদ্বোধনের চেয়ে এই দুই নেতার মধ্যে কথাবার্তা কী হয় সেদিকেই বিশ্বের বেশি নজর থাকবে।

মি. পুতিন ও মি. শি জিনপিং যে বৈঠক শুক্রবার করবেন, তাতে ইউক্রেন নিয়ে সৃষ্ট পরিস্থিতিই যে প্রাধান্য পাবে তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে কোন সন্দেহ নেই।

রাশিয়ার প্রেসিডেন্ট নিজে গত দু'দিনে চীনা বিভিন্ন মিডিয়াকে যেসব সাক্ষাৎকার দিয়েছেন, তা থেকেও স্পষ্ট যে 'আঞ্চলিক এবং আন্তর্জাতিক' পরিস্থিতি নিয়ে মি. শি-র সঙ্গে কথা বলার অপেক্ষায় রয়েছেন তিনি।

ব্যবসা, প্রতিরক্ষা, নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে, বিশেষ করে গত এক দশকে চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক যে মাত্রায় বেড়েছে, তাতে দু'পক্ষের মধ্যে কথা বলার বিষয়ের কোন অভাব নেই।

তবে ইউক্রেন নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে পাশে থাকার জন্য চীনের কাছ থেকে মি. পুতিন যে স্পষ্ট একটি অঙ্গীকার শুনতে চাইবেন, তা নিয়ে সন্দেহ নেই। কারণ তিনি জানেন যে একমাত্র চীনই তার দেশকে সম্ভাব্য আমেরিকান নিষেধাজ্ঞা থেকে বাঁচানোর ক্ষমতা রাখে।

নিষেধাজ্ঞায় ভরসা কেন চীন?

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া নিয়ে নেওয়ার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়, তখনও প্রেসিডেন্ট পুতিন চীনের দিকে তাকিয়েছিলেন এবং সাড়া পেয়েছিলেন।

আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে বেইজিং শুধু তেল এবং গ্যাস কেনা নিয়েই মস্কোর সাথে চারশো' বিলিয়ন ডলারের (৪০,০০০ কোটি ডলার) চুক্তি সই করে, যা সেই সময়ে রাশিয়াকে অর্থনৈতিক ভরাডুবি থেকে থেকে বাঁচিয়েছিল।

অবশ্য অনেক পর্যবেক্ষক বলেন, রাশিয়ার ক্রাইমিয়া দখল নিয়ে চীন অস্বস্তিতে পড়লেও সস্তায় এবং সহজ শর্তে রাশিয়ার জ্বালানি সম্পদ কেনার সুযোগ তারা তখন হাতছাড়া করেনি।

রাশিয়ার জলসীমায় রুশ-চীন যৌথ নৌ মহড়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাশিয়ার জলসীমায় রুশ-চীন যৌথ নৌ মহড়া

কিন্তু সম্ভাব্য আমেরিকান নিষেধাজ্ঞার মুখে আবারও মি. পুতিনকে সেই ভরসা কি দেবেন শি জিনপিং?

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফরেন পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইপিআরআই)-এর ইউরেশিয়া প্রোগ্রামের পরিচালক ক্রিস মিলার মনে করেন যে চীন এবং রাশিয়ার মধ্যে 'অবিচল ভূ-রাজনৈতিক মৈত্রী এবং ঐক্যের' একটি বার্তা বেইজিংয়ের বৈঠক থেকে দেওয়া হবে।

আইপিআরআই ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণে তিনি লিখেছেন, প্রধানত আমেরিকার ইস্যুতে ২০১৪ সালের পর গত আট বছরে চীন এবং রাশিয়া দিন দিন আরও ঘনিষ্ঠ হয়েছে।

অভিন্ন শত্রু আমেরিকা

"স্ট্যালিন এবং মাও জে দং-এর পর দুই দেশের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক কখনই হয়নি, এবং এর পেছনে কাজ করেছে আমেরিকার সাথে দুই দেশের রেষারেষি। দুই দেশই দেখেছে তাদের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির প্রধান চ্যালেঞ্জ একটি দেশ, তাদের প্রধান সমস্যার কেন্দ্র অভিন্ন - আমেরিকা," বলছেন তিনি।

এই অভিন্ন শত্রুকে মোকাবেলার কৌশল হিসাবে ঐক্যের তাড়না থেকে ব্যবসা-অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চীন ও রাশিয়ার সম্পর্ক গত বছরগুলোতে দ্রুতগতিতে বাড়ছে।

চীন এখন রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রধান ক্রেতা, আধুনিক অস্ত্রের বড় ক্রেতা। রাশিয়ার রপ্তানি আয়ের ২৫ শতাংশ আসে চীন থেকে।

গত বছর দুই দেশের মধ্যে ব্যবসার পরিমাণ দাঁড়ায় ১৪৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৫ সালে ছিল ৬৮ বিলিয়ন ডলার।

২০১৯ সাল থেকে পাইপলাইন দিয়ে চীনে রাশিয়ার গ্যাস যাচ্ছে। দ্বিতীয় আরেকটি পাইপলাইন বসানোর চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পুতিন-শি ঘনিষ্ঠতা

রাশিয়া আর চীনের নেতারা তাদের সম্পর্ক নিয়ে তাদের আবেগ প্রকাশে কোনও দ্বিধা করেন না।

চীনের সবচেয়ে প্রভাবশালী কূটনীতিক ইয়াং জিয়েচি সম্প্রতি রুশ-চীন সম্পর্ককে "ইতিহাসের সর্বোত্তম" বলে বর্ণনা করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ এই সম্পর্ককে "২১ শতকের দ্বিপাক্ষিক সহযোগিতার একটি মডেল" বলে মন্তব্য করেছেন।

পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে চীনে গ্যাস যায়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে চীনে গ্যাস যায়

শি জিন পিং রাশিয়ার প্রেসিডেন্টকে তার 'সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু' সম্বোধন করেন। পুতিনও চীনের প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ। তার মতে, চীনা নেতা একজন 'অত্যন্ত মেধাবী' বিশ্বনেতা।

দুই প্রেসিডেন্ট নিয়মিত নিজেদের মধ্যে কথা বলেন। ২০১৩ সাল থেকে তারা দুজন কখনও মুখোমুখি আবার কখনও ভিডিও কনফারেন্সে ৩৭ বার কথা বলেছেন। বেইজিংয়ে শুক্রবারের বৈঠকটি হবে তাদের মধ্যে ৩৮তম।

চীনের নিজের স্বার্থ

অনেক পর্যবেক্ষক মনে করেন, শুধু সম্পর্কের ঘনিষ্ঠতা বা রাশিয়ার চাওয়া নয়, ইউক্রেন ইস্যুতে পুতিনের পক্ষ নিয়ে আমেরিকাকে কোণঠাসা করার পেছনে চীনের নিজস্ব ভূ-রাজনৈতিক স্বার্থ রয়েছে।

ফরেন পলিসি রিসার্চ ইন্সটিটিউটের ক্রিস মিলার বলেন, ইউক্রেন নিয়ে আমেরিকার আপোষহীন অবস্থান দেখে চীন তাইওয়ান নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।

"ইউক্রেন নিয়ে আমেরিকা যে কট্টর অবস্থান নিয়েছে, সেটাকে বেইজিং একটি বার্তা হিসাবে দেখছে। চীন মনে করছে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরের ইস্যুতেও যে তারা এমন কঠোর অবস্থান নেবে, সেই ইঙ্গিত আমেরিকা দিচ্ছে," বলছেন মি. মিলার।

সুতরাং আমেরিকা ইউক্রেন নিয়ে রেষারেষিতে সফল হোক চীন তা চায় না।

ফলে, মি. মিলার মনে করেন, ইউক্রেনের সাথে চীনের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকলেও বা সেদেশে রুশ সামরিক অভিযানে অস্বস্তি বোধ করলেও, কোনও যুদ্ধ বাধলে চুপ করে থাকা চীনের জন্য এ দফায় শক্ত হবে।

তবে এই সংকট নিয়ে চীনা নেতারা যেসব কথা বলছেন বা চীনা সরকারি মিডিয়াতে যেসব কথা বলা হচ্ছে, তাতে আক্রমণ করা হচ্ছে শুধু আমেরিকাকে। ইউক্রেনের কথা তারা বলছেন না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে বলেছেন যে পূর্ব ইউরোপে নেটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগ যথার্থ এবং তাকে বিবেচনা করতে হবে।

খুব শক্ত কথা এখনও চীন বলেনি, তবে গবেষণা সংস্থা কার্নেগির মস্কো সেন্টারের গবেষক আলেকজান্ডার গাবুয়েভকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস লিখেছে, ইউক্রেন নিয়ে সৃষ্ট টানাপোড়েনে চীনের গভীর স্বার্থ জড়িয়ে আছে, এবং চীন সময় ও সুযোগমত তৎপর হবে।

প্রেসিডেন্ট বাইডেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে কোন আপোষ করতে চাইছেন না প্রেসিডেন্ট বাইডেন

মি. গাবুয়েভের মতে, দুই দিক থেকে চীনের স্বার্থ জড়িয়ে।

"প্রথমত, ইউরোপে কোন বড় সংকট তৈরি হলে আমেরিকা সেখানে এতটাই জড়িয়ে পড়বে যে চীনকে কোণঠাসা করার দিকে নজর রাখা তাদের পক্ষে সম্ভব হবে না। আর দ্বিতীয় লাভটি হচ্ছে, রাশিয়া চীনের আরও কাছাকাছি চলে আসতে বাধ্য হবে এবং চীনের শর্ত মেনেই তাদের আসতে হবে।"

তবে অনেক পর্যবেক্ষক মনে করেন বিশ্ব ব্যবস্থায় আমেরিকান প্রাধান্যকে চ্যালেঞ্জ করার কৌশল হিসাবে ১৯৯৬ সাল থেকেই চীন এবং রাশিয়া একটি অভিন্ন প্লাটফর্ম তৈরির প্রক্রিয়া শুরু করে। এর পেছনে দুই দেশের সমান স্বার্থ রয়েছে।

সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা বিশ্বের কাছাকাছি আসার চেষ্টা স্বত্বেও যেভাবে আমেরিকা পূর্ব ইউরোপে নেটোর সম্প্রসারণ করে গেছে, সেই ভীতি থেকে মস্কো চীনের দিকে ঝুঁকেছে।

১৯৯৬ থেকে পরের কয়েক বছরে চীন ও রাশিয়া তাদের সীমান্ত সমস্যাগুলো সমাধান করে ফেলে। তারপর ২০০১ সালে তারা একটি মৈত্রী চুক্তি করে। এবং তার ওপর ভিত্তি করে দুই দেশ কৌশলগত সম্পর্কের কিছু কাঠামো তৈরি করে ফেলেছে। সাংহাই কোয়াপরেশন অর্গানাইজেশন (এসসিও) তেমন একটি প্রতিষ্ঠান।

নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে - যেমন ইরান, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া - দুই দেশ এখন অভিন্ন সুরে কথা বলছে। আমেরিকার তোয়াক্কা না করে ইরানকে গত বছর এসসিওর পূর্ণ সদস্য করা হয়েছে। এমনকি সম্প্রতি কাজাখস্তানে রুশ সৈন্য মোতায়েনকে সমর্থন করেছে চীন।

পর্যবেক্ষকরা বলছেন, এশিয়া এবং ইউরোপে জোট তৈরির এবং তৎপরতা বাড়ানোর যত চেষ্টা আমেরিকা করবে চীন ও রাশিয়া ততই ঘনিষ্ঠ হবে। কারণ, বিশ্ব ব্যবস্থায় আমেরিকার অব্যাহত প্রাধান্যকে চ্যালেঞ্জ করার জন্য নিজেদের ঐক্যকে একটি অস্ত্র হিসাবে বিবেচনা করছে এই দুই দেশ।

ডিসেম্বরে তাদের মধ্যে সর্বশেষ যে ভার্চুয়াল বৈঠক হয়, সেখানে মি. পুতিন এবং মি. শি এমন একটি আন্তর্জাতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংকল্প করেন, যেখানে 'আমেরিকা এবং ডলারের' প্রাধান্য থাকবে না।

পূর্ব ইউরোপে মোতায়েনের জন্য তিন হাজার সৈন্য পাঠাচ্ছে আমেরিকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পূর্ব ইউরোপে মোতায়েনের জন্য তিন হাজার সৈন্য পাঠাচ্ছে আমেরিকা

এ ধরণের পরিকল্পনা নিয়ে আমেরিকা উদ্বিগ্ন।

মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস তাদের বৃহস্পতিবারের সংস্করণে সরকারি সূত্র উদ্ধৃত করে লিখেছে, শুক্রবার প্রেসিডেন্ট শি রাশিয়াকে কতটুক সমর্থনের প্রতিশ্রুতি দেন, তা নিয়ে বাইডেন প্রশাসন চিন্তিত।

কারণ আমেরিকান কোন নিষেধাজ্ঞা চীন গ্রাহ্য করবে, নাকি রাশিয়াকে সেই নিষেধাজ্ঞার পরিণতি থেকে রক্ষা করবে - তার ওপরই নির্ভর করবে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একঘরে করার নীতি কতটা কাজ করবে।

ভিডিওর ক্যাপশান, রাশিয়া-ইউক্রেন উত্তেজনার নেপথ্যে কারণ, সত্যি যুদ্ধের পরিস্থতি তৈরি হয়েছে?