করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ যেভাবে পাওয়া যাবে

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে আজ রাজধানীতে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
ষাটোর্ধ নাগরিক, চিকিৎসকসহ সম্মুখ সারিতে কাজ করেন এমন নানা পেশার মানুষজনকে বুস্টার ডোজ দেয়া হবে বলে সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছে।
আজ দুপুরের কিছু পরে প্রথম বুস্টার ডোজটি পেয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
এবছরের জানুয়ারি মাসের শেষে বাংলাদেশে যখন প্রথম করোনাভাইরাস প্রতিরোধী টিকা কর্মসূচি উদ্বোধন করা হয়, তখন মিজ কস্তাই প্রথম ডোজটি পেয়েছিলেন।
সরকারের পাঁচজন মন্ত্রীসহ কুড়ি জনের মতো ব্যক্তি আজ বুস্টার ডোজ নিয়েছেন।

কত টিকা হাতে রয়েছে
বাংলাদেশে ২০২০ সালের মার্চের ৮ তারিখ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এরপর থেকে এখনো পর্যন্ত সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ব্যক্তির শরীরে।
এই বছরের জানুয়ারি মাসে টিকা কর্মসূচি শুরু হওয়ার পর দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেয়া হয়েছে।
করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজ যারা নিয়েছেন তাদেরকেই একটি নির্দিষ্ট সময় পর তৃতীয় ডোজ দেয়া হবে এবং এটিকেই বলা হচ্ছে বুস্টার ডোজ।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত বুস্টার ডোজের জন্য প্রয়োজন হবে ৪৩ লাখ ডোজ টিকা।
তবে এর থেকে অনেক বেশি, ৬০ লাখ ডোজ ফাইজার টিকা সরকারের কাছে মজুদ আছে।
এখনো পর্যন্ত বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেবার সিদ্ধান্ত রয়েছে।

বুস্টার ডোজের জন্য প্রস্তুত নয় সুরক্ষা অ্যাপ
এমাসের ২৮ তারিখের আগে সুরক্ষা ওয়েবসাইটে বুস্টার ডোজ সম্পর্কিত অংশ সংযুক্ত করা সম্ভব হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ষাটোর্ধ নাগরিক ও সম্মুখ সারিতে কাজ করেন এমন নানা পেশার মানুষজনের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের ছয় মাস পার হওয়ার পই শুধুমাত্র বুস্টার ডোজ দেয়া হবে।
প্রথম ও দ্বিতীয় ডোজ নেবার সময় যে টিকা কার্ড দেয়া হয়েছে আপাতত বুস্টার ডোজেও সেই কার্ডটিই কেন্দ্রে নিয়ে যেতে বলা হয়েছে।
বুস্টার ডোজের ক্ষেত্রেও আগের মতোই মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে টিকার দিন জানানো হবে।
সুরক্ষায় সংযুক্তি না হওয়া পর্যন্ত টিকা সনদপত্র পাওয়া যাবে না।
আপাতত কেন্দ্র থেকে টিকা কার্ডে তথ্য হাতে লিখে দেয়া হবে।
আরও পড়ুন:

ছবির উৎস, FACEBOOK
অমিক্রনের বিরুদ্ধে কি টিকা কাজ করবে?
আগে যে ডোজগুলো বিভিন্ন চালানে বাংলাদেশে এসেছে মেয়াদ পার হয়ে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য বুস্টার ডোজকে জোরালো করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আর করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেয়ার বিষয়টি বিবেচনায় এসেছে।
তবে সর্বশেষ করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিরুদ্ধে টিকা আদৌ কার্যকর হবে কিনা সে সম্পর্কে এখনো বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন।
বাংলাদেশে সহ এপর্যন্ত ৮৯ টি দেশে মারাত্মক সংক্রমনশীল অমিক্রন শনাক্ত হয়েছে।








