অমিক্রন: করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে আন্তর্জাতিক ভ্রমণে কঠোর হচ্ছে বিধিনিষেধ

আমিক্রন ভাইরাসের নমুনা পরীক্ষা চলছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আমিক্রন ভাইরাসের নমুনা পরীক্ষা চলছে।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন কতখানি ঝুঁকিপূর্ণ সারা বিশ্বের সরকারগুলো এখন তা বোঝার চেষ্টা করছে এবং একই সাথে এর সম্ভাব্য সংক্রমণ রোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।

জার্মানিতে পাঁচ থেকে ১১ বছর-বয়সী শিশুদের টিকাদানের পরিকল্পনা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ সেদেশে ২২ জনের দেহে অমিক্রনের সংক্রমণের কথা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে বুস্টার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সরকার মঙ্গলবার থেকে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।

আরও পড়তে পারেন:

জাপানের হানেদা বিমানবন্দরের জনশূন্য অ্যারাইভাল লাউঞ্জ। অমিক্রন ঠেকাতে জাপান সরকার বিদেশিদের আগমন নিষিদ্ধ করেছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জাপানের হানেদা বিমানবন্দরের জনশূন্য অ্যারাইভাল লাউঞ্জ। অমিক্রন ঠেকাতে জাপান সরকার বিদেশিদের আগমন নিষিদ্ধ করেছে।

যুক্তরাষ্ট্র, জাপান এবং সিঙ্গাপুর যাত্রী চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে।

জাপান মঙ্গলবার মধ্যরাত থেকে বিদেশিদের আগমন নিষিদ্ধ করেছে। আফ্রিকা মহাদেশের যাদের জাপানে থাকার বৈধ অনুমতি রয়েছে, তাদেরও সে দেশে যেতে বারণ করা হয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই মুহূর্তে বিদেশ থেকে বাংলাদেশে না আসতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিদেশ-ফেরত কারও মাধ্যমে বাংলাদেশে যেন অমিক্রন আসতে না পারে তার জন্য সরকার চেষ্টা করছে বলে বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন ।

অস্ট্রেলিয়ায় বিদেশি ছাত্র এবং দক্ষ কর্মীদের আসা বুধবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ১৫ই ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র আফ্রিকার ক'টি দেশের যাত্রীদের ওপর নিষেধজ্ঞা আরোপের পর নিউজার্সির নেওয়ার্ক বিমানবন্দরে ভীড়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র আফ্রিকার ক'টি দেশের যাত্রীদের ওপর নিষেধজ্ঞা আরোপের পর নিউজার্সির নেওয়ার্ক বিমানবন্দরে ভীড়।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

গ্রিসে ষাটোর্ধ কেউ ভ্যাকসিন না নিলে তাদের মাসে মাসে জরিমানা করা হবে বলে প্রধানমন্ত্রী কিরিয়াকস মিটসোটাকিস ঘোষণা করেছেন।

জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই জরিমানা চালু হবে বলে তিনি জানান।

গ্রিসে করোনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগের বয়স ষাটের ওপরে।

ক্যানাডা, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডসেও অমিক্রন রোগী ধারা পড়েছে।

ওদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, অমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব বিচার না করেই কোন কোন দেশ সর্বাত্মক বিধিনিষেধ জারি করছে।

কেপটাউন বিমানবন্দরের দৃশ্য। অমিক্রন ধরা পড়ার পর দক্ষিণ আফ্রিকায় যাত্রী সংখ্যা কমেছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কেপটাউন বিমানবন্দরের দৃশ্য। অমিক্রন ধরা পড়ার পর দক্ষিণ আফ্রিকায় যাত্রী সংখ্যা কমেছে।

টেড্রস আধানাম গেব্রেইসাস বলেন, দক্ষিণ আফ্রিকার যেসব দেশ এই ভাইরাসের ব্যাপারে প্রথম হুঁশিয়ারি জানিয়েছে, তাদেরই শাস্তি দেয়া হচ্ছে।

অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা, রোগের তীব্রতা, পরীক্ষা ও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও বহু প্রশ্ন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।