আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রোহিঙ্গা সংকট: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অন্তত ৬ জন নিহত, বলছে পুলিশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, শুক্রবার ভোরে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি হতাহতের ঘটনা ঘটে।
"এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন," বলেন মি. মোর্শেদ।
স্থানীয় গণমাধ্যমে হতাহতের কারণ হিসেবে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষের কথা বলা হচ্ছে। কিন্তু মি. মোর্শেদ এই বিষয়ে প্রশ্ন করা হলে কোন মন্তব্য করেননি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা এখন ঘটনাস্থলে রয়েছেন, পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে গত ৩০শে সেপ্টেম্বর রোহিঙ্গাদের একজন সুপরিচিত নেতা মুহিবুল্লাহকে হত্যার পর এ নিয়ে দেশে-বিদেশে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন সশস্ত্র গ্রুপের বিচরণ এবং সেখানে নিরাপত্তার ঘাটতির কথা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
গত দুই বছর ধরে ক্যাম্পের ভেতরে হত্যাকাণ্ড এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েই চলেছে।
আরো পড়ুন: