তালেবান ও আরএসএসকে নিয়ে মন্তব্য করে জাভেদ আখতার তোপের মুখে

ছবির উৎস, Getty Images
তালেবান ও আরএসএসকে তুলনা করে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ভারতীয় গীতিকার ও রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জাভেদ আখতার।
শুক্রবার ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির একটি অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করেন।
বিজেপি নেতারা তার এই বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, তার উচিত করজোড়ে ক্ষমা প্রার্থনা করা।
টুইটারে দেয়া এক বিবৃতিতে বিজেপি নেতা রাম কদম বলেছেন, ''জাভেদ আখতার যদি করজোড়ে সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কোটি সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে তার এবং তার পরিবারের কোন সদস্যের চলচ্চিত্র মহারাষ্ট্রে চলতে দেয়া হবে না।''
মি. কদম বলেছেন, ''ওই বক্তব্য দেয়ার আগে তার ভাবা উচিত ছিল যে, এই সংঘ পরিবারের সদস্যরাই এখন এই দেশের রাজনীতি পরিচালনা করে। তারা রাজ ধর্ম অনুসরণ করে। যদি (আমাদের) তালেবানের মতাদর্শ থাকতো, তাহলে কি তারা এই ধরনের বক্তব্য দিতে পারতো? এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে, তার বক্তব্য কতটা ফাঁপা।''
মহারাষ্ট্রের বিধানসভার একজন সদস্য রাজ কদম।
তিনি আরও জানিয়েছেন, জাভেদ আখতারের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ করা হবে।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
প্রায় একই সময় আশুতোষ দুবে, যিনি নিজেকে বিজেপির মহারাষ্ট্র শাখার একজন আইন পরামর্শক হিসাবে পরিচয় দিয়েছেন, তিনি মুম্বাই পুলিশের কাছে জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
টুইটারে মি. দুবে লিখেছেন, তালেবানের সঙ্গে আরএসএসকে তুলনা করায় সংশ্লিষ্ট থানায় তিনি জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।
জাভেদ আখতার আসলে কী বলেছেন?
রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জাভেদ আখতার শুক্রবার এনডিটিভির একটি অনুষ্ঠানে অংশ নেন।
সেখানে তিনি বলেন, ''তালেবান যেমন একটি ইসলামিক দেশ বানাতে চায়, তেমনি অনেকে আছে যারা হিন্দু জাতি গঠন করতে চায়। এইসব মানুষ আসলে একই মতাদর্শের অনুসারী, তাদের পরিচয় মুসলমান, খৃষ্টান, ইহুদি বা হিন্দু, যাই হোক না কেন।''
''অবশ্যই তালেবান বর্বর এবং তাদের কর্মকাণ্ড নিন্দাজনক, কিন্তু যারা আরএসএসকে সমর্থন করে, বজরং দল এবং বিজেপিকে- তারা সবাই আসলে একই ধরনের।''
ওই বিতর্কের সময় জাভেদ আখতার আরও বলেন, ভারতীয় মানুষকে বুঝতে পারার পুরো সক্ষমতা তার রয়েছে বলে তিনি মনে করেন। ভারতে বসবাসকারী বেশিরভাগ মানুষ ধৈর্যশীল, ভারত কখনোই একটি তালেবান দেশে পরিণত হবে না।

ছবির উৎস, EPA
তালেবান কারা?
আফগানিস্তানের চরমপন্থি একটি দল তালেবান, যারা সম্প্রতি দেশের ক্ষমতা দখল করেছে। এর আগে ১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়েছিল।
২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালিয়ে তালিবানকে বিতাড়িত করে। তবে তালেবান আবারও দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। তারা আফগানিস্তানকে ইসলামিক এমিরেট বলে ঘোষণা করেছে।








