আর্থ ফটো ২০২১ প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া মানুষ আর প্রকৃতির কিছু অসাধারণ ছবি

ইথিওপিয়ার একটি কৃষক পরিবার, যে পরিবারের কন্যা সন্তান সেলামো প্রথমবারের মত প্রাথমিক শিক্ষার চৌকাঠ ডিঙিয়েছে, সাথে তার বাবা ও মা

ছবির উৎস, Rosie Hallam

ছবির ক্যাপশান, ইথিওপিয়ার একটি কৃষক পরিবার, যে পরিবারের কন্যা সন্তান সেলামো প্রথমবারের মত প্রাথমিক শিক্ষার চৌকাঠ ডিঙিয়েছে, সাথে তার বাবা ও মা
1px transparent line

আর্থ ২০২১ ফটো প্রতিযোগিতায় জয়ী হয়েছে শিক্ষার হাত ধরে একটি ইথিওপিয়ান পরিবারের জীবন পথে এগিয়ে যাওয়ার ছবি।

'শিক্ষার অধিকার' এই শিরোনামে রোজি হ্যালামের তোলা তিনটি ছবির উপরের এই সেটটি প্রতিযোগিতায় প্রথম হয়েছে, পাশাপাশি 'পিপল' বা মানুষ নিয়ে ছবির বিশেষ বিভাগেও এটি প্রথম হয়েছে।

এই সেটের তিনটি ছবিতে দেখা যাচ্ছে একটি পরিবারের কন্যা সন্তান সেলামোকে, যে প্রাথমিক স্তর পার করেও স্কুলে যাওয়া বন্ধ করেনি। তাদের পরিবারে কন্যা সন্তানের প্রাথমিকের পর স্কুলে যাওয়ার ঘটনা এই প্রথম। সাথে তার মা মেসেলেক আর বাবা মার্কোর ছবি।

এই পরিবার কৃষিজীবী। পরিবারটি একটি শিক্ষা প্রকল্পে অংশ নিয়েছে।

'নারী পুরুষ সমতা'

"শিক্ষা একটা মৌলিক মানবাধিকার এবং একজন বুদ্ধিমানের মত বিনিয়োগ," বলেছেন বিজয়ী আলোকচিত্রী রোজি হ্যালাম।

"উন্নয়নের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সামাজিক সুস্থতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তা, নারী পুরুষ সমতা এবং শান্তির ভিত্তি প্রতিষ্ঠা করে শিক্ষা।"

ফরেস্ট্রি ইংল্যান্ড এবং রয়াল জিওগ্রাফিকাল সোসাইটি ছয়টি বিভিন্ন বিভাগে জমা দেয়া ৫৫টি ফটো এবং চারটি চলচ্চিত্র থেকে বিজয়ীদের নির্বাচন করেছে।

এই প্রতিযোগিতার লক্ষ্য:

  • ছবির মাধ্যমে পরিবেশের বিভিন্ন দিকের সবচেয়ে ভাল প্রতিফলন তুলে ধরা
  • বিশ্ব এবং বিশ্বের মানুষদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনাকে উৎসাহিত করা
1px transparent line

বিবিসি বাংলার আরও খবর:

ত্রি-মাত্রিক পদ্ধতিতে প্রিন্ট করে তৈরি ইওসেমেটির দৃশ্যপট

ছবির উৎস, Edward Bateman

ছবির ক্যাপশান, ক্যালিফোর্নিয়ায় ইওসেমেটি উদ্যানের প্রাকৃতিক দৃশ্য ত্রিমাত্রিক পদ্ধতিতে প্রিন্ট করে ছবির দৃশ্যপট দিয়ে তৈরি করেছেন আলোকচিত্রী
1px transparent line

'স্থান' বিষয়ক ছবির বিভাগে বিজয়ী হয়েছে এডওয়ার্ড বেটম্যানের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমেটি উপত্যকায় ইওসেমেটি জাতীয় উদ্যানের বিখ্যাত 'হাফ ডোম' নামে অর্ধ গম্বুজ আকারের প্রাকৃতিক এক পাথর খণ্ডের শীতকালীন ছবি।

কোভিড বিধিনিষেধের কারণে ওই জাতীয় উদ্যানে যাওয়া অসম্ভব ছিল তার পক্ষে। তাই ফটোগ্রাফার যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের ভৌগলিক তথ্যের উপর ভিত্তি করে ওই প্রাকৃতিক এলাকার একটি ত্রি-মাত্রিক ছবি তৈরি করেন তার রান্নাঘরের টেবিলে। বিখ্যাত এই পাথর খণ্ডের দৃশ্যপট তিনি তৈরি করেন তার ঘরের ভেতরেই। কুয়াশা তৈরির একটি ছোট যন্ত্র ব্যবহার করে করে তিনি শীতকালীন পরিবেশ সৃষ্টি করেন।

আইসল্যান্ডের ভূ-তাপমাত্রার উষ্ণ প্রস্রবণ

ছবির উৎস, Markus van Hauten

ছবির ক্যাপশান, আইসল্যান্ডের ভূ-তাপমাত্রার উষ্ণ প্রস্রবণ
1px transparent line

'প্রকৃতি' বিভাগে বিজয়ী হয়েছে মার্কাস ভান হওটেন-এর তোলা 'ব্লু পুল'এর ছবি। আইসল্যান্ডের অভ্যন্তরে প্রত্যন্ত এক পাহাড়ি মালভূমির মধ্যে লুকিয়ে রয়েছে যে ভূ-তাপমাত্রার উষ্ণ ঝরণা সেই নীল প্রস্রবণের ছবি তুলেছেন তিনি। ওই মালভূমিতে জনবসতি প্রায় নেই বললেই চলে।

স্পেনে মানুষের হাতে তৈরি ধাপে ধাপে গড়ে তোলা আঙুর ক্ষেত

ছবির উৎস, Roberto Bueno

ছবির ক্যাপশান, স্পেনের ধাপে ধাপে বোনা আঙুরের ক্ষেত
1px transparent line

'পরিবর্তনশীল অরণ্য' বিভাগে বিজয়ী ছবিটি হল অরণ্যের মত বাগান। রবের্তো বুয়েনো আকাশ থেকে ধাপে ধাপে নামা ঘন সবুজ পাহাড়ি অরণ্যের ছবি তোলেন এবং তার সাথে মিশিয়ে দেন স্পেনের মানুষের হাতে তৈরি ধাপকাটা আঙুরের ক্ষেতের ছবি।

গানার ফুভেমের এক বাসিন্দা

ছবির উৎস, Antonio Perez

ছবির ক্যাপশান, গানার ফুভেমের এক বাসিন্দা
1px transparent line
গানার ফুভেমের আরেক বাসিন্দা

ছবির উৎস, Antonio Perez

ছবির ক্যাপশান, গানার ফুভেমের আরেক বাসিন্দা
1px transparent line
গানার ফুভেমের আরেকজন বাসিন্দা

ছবির উৎস, Antonio Perez

ছবির ক্যাপশান, গানার ফুভেমের আরেকজন বাসিন্দা
1px transparent line

অ্যান্টনিও পেরেয তুলেছেন গানার ফুভেমে এলাকার কিছু বাসিন্দার পোর্ট্রেট ছবি। শিরোনাম 'দ্য সি মুভস্ আস' বা 'সাগর আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে'। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে উপকূলীয় ভাঙনের প্রত্যক্ষ শিকার এই মানুষদের ছবিগুলোর সিরিজ 'জলবায়ু পরিবতন' ক্যাটেগরিতে বিজয়ী হয়েছে।

ভিডিও বিভাগে জয়ী হয়েছে পিয়েরপাওলো মিত্তিকার স্বল্প দৈর্ঘ্য ছবি 'সেমিপালাটিন্সক পলিগন' - পারমাণবিক পরীক্ষার অপরাধ। মানুষ ও পরিবেশের ওপর শীতল যুদ্ধকালীন অস্ত্র পরীক্ষার প্রভাব নিয়ে তিনি তৈরি করেছেন এই ছবিটি।

লন্ডনের রয়াল জিওগ্রাফিকাল সোসাইটির প্যাভিলিয়ানে ২৫শে অগাস্ট পর্যন্ত শর্টলিস্ট তালিকাভুক্ত ছবিগুলোর প্রদর্শনী চলছে।

সব ছবির স্বত্ব রয়াল জিওগ্রাফ্রিকাল সোসাইটির। Royal Geographical Society