কোভিড: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছুঁয়েছে, প্রাণহানি ২৩ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশের হাসপাতালগুলো এখন রোগীতে সয়লাব

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের হাসপাতালগুলো এখন রোগীতে সয়লাব

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

একদিনে মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশে একটি রেকর্ড। তবে এর আগে আরও একদিন কোভিডে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু ঘটেছিল।

গত ৫ই অগাস্ট স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল যে আগের ২৪ ঘণ্টায় এ যাবতকালের একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু ঘটেছিল।

এরও আগে ২৭শে জুলাই ২৫৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১১ হাজার ১৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

সব মিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ১৬১ জন, আর মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে

গত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে যারা মারা গেছেণ, তাদের মধ্যে ১৫৪ জন পুরুষ ছিলেন আর ১১০ জন নারী।

এর মধ্যে বাসায় ১০ জন, আর বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৪।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪, ৯০৩ জন ।

১০ই অগাস্ট দেয়া তথ্য

ছবির উৎস, Health Directorate

ছবির ক্যাপশান, ১০ই অগাস্ট দেয়া তথ্য

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশো'র ঘরে নেমে এসেছিল।

তবে চলতি বছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।

চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।